schema:text
| - সম্প্রতি, শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে MD. Amir Hamja নামের একটি অ্যাকাউন্ট থেকে দুইটি ভিডিও প্রকাশ করে দাবি করা হয় ঢালিউড অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল মারা গেছেন।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওগুলো দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
এই পর্যন্ত টিকটকে ভিডিও দুইটি একত্রে ৬ লক্ষ ৫০ হাজারেরও অধিক বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢালিউড অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল মারা যাননি বরং, তার অসুস্থতাকে পুঁজি করে অধিক ভিউ পাওয়ার আশায় এই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে, রিভার্স ইমেজ সার্চ করে প্রচারিত ভিডিওতে ব্যবহৃত ডিপজলের ছবিটির উৎস খুঁজে পাওয়া যায়। ডিপজল ২০২৩ সালের ২২ এপ্রিল নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে উক্ত ছবিটি পোস্ট করেন। এছাড়াও, অন্য ভিডিওতে ডিপজল মারা গেছে দাবিতে ব্যবহৃত ডিপজলের হাসাপাতালের বেডে শুয়ে থাকার ছবিটি পুরনো। ২০১৭ সালের ৩০ অক্টোবর ‘ডিপজলের হার্টে অস্ত্রোপচার’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদে উক্ত ছবিটি খুঁজে পাওয়া যায়।
দাবিটির সত্যতা যাচাইয়ে কি-ওয়ার্ড সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে ডিপজলের মৃত্যুর দাবির বিষয়ে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে দাবিটির পক্ষে কোনো সংবাদ কিংবা তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে, গত ৬ জুলাই চোখের অসুস্থতা ও চিকিৎসায় সিঙ্গাপুর যাওয়ার উদ্দেশ্যে দেশবাসীর কাছে দোয়া চাওয়ার সংবাদ খুঁজে পাওয়া যায়।
তাছাড়া মৃত্যুর দাবিটি গত ৬ জুলাই তারিখে প্রচার করা হলেও এর পরবর্তী সময়েও ডিপজলের অফিশিয়াল ফেসবুক পেজে হিজরী নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট ও চোখের চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর যাওয়ার বিষয়ে তার একটি ভিডিও বার্তা প্রচার হতে দেখা যায়।
অর্থাৎ, তার দৃশ্যমান উপস্থিতিই বলে দিচ্ছে, তার মৃত্যুর দাবিটি সঠিক নয়।
অনুসন্ধানের এ পর্যায়ে আলোচিত ভিডিওগুলোতে প্রদর্শিত ডিপজলের ছবিগুলোর উৎস সম্পর্কে জানার চেষ্টা করে রিউমর স্ক্যানার টিম।
প্রথম ভিডিওতে প্রদর্শিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে জানা যায়, এই ছবিটি ডিপজল ২০২৩ সালের ২২ এপ্রিল নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো পোস্টে প্রচার করেছিলেন। এছাড়াও, অন্য ভিডিওতে ডিপজল মারা গেছে দাবিতে ব্যবহৃত ডিপজলের হাসাপাতালের বেডে শুয়ে থাকার ছবিটি পুরনো। ২০১৭ সালের ৩০ অক্টোবর ‘ডিপজলের হার্টে অস্ত্রোপচার’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদে উক্ত ছবিটি খুঁজে পাওয়া যায়।
মূলত, ঢালিউড অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল চোখের সমস্যায় চিকিৎসার উদ্দেশ্য সিঙ্গাপুর যান এবং দেশবাসীর কাছে দোয়া চান। এরই প্রেক্ষিতে, সাম্প্রতিক সময়ে টিকটকে ডিপজল মারা গিয়েছেন দাবিতে ভিডিও প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানার টিম যাচাই করে দেখেছে যে, আলোচিত দাবিটি সঠিক নয়। ডিপজল জীবিত আছেন এবং ইন্টারনেটে তার মৃত্যুর দাবির পরেও তার ফেসবুক পেজে নিয়মিত অ্যাক্টিভিটি দেখা গেছে। এছাড়া বিশ্বস্ত কোনো সূত্র থেকেও তার মৃত্যুর কোনো সংবাদ পাওয়া যায়নি।
অর্থাৎ, ঢালিউড অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের মৃত্যু হয়েছে দাবিতে টিকটকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Monowar Hossain Dipjol: চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছি। সবাই আপনারা দোয়া করবেন
- Rumor Scanner’s own analysis
|