About: http://data.cimple.eu/claim-review/ad7f9f256c358fa9a7630249f6d280887a390a6db7c52e971022cb1e     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • ওড়িশা রেল দুর্ঘটনায় স্টেশন মাস্টারের নামে ছড়াল ভুয়ো সাম্প্রদায়িক দাবি বুমকে দক্ষিণ পূর্ব রেলওয়ের সিপিআরও আদিত্য কুমার চৌধুরী বলেন বাহানাগা বাজারের সহকারী স্টেশন মাস্টার হলেন এসবি মোহান্তি। ওড়িশার বালেশ্বরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা (Odisha Train Accident) নিয়ে সম্প্রতি সমাজমাধ্যমে এক ভুয়ো সাম্প্রদায়িক দাবি করে বলা হয়, বাহানাগা বাজার স্টেশনের স্টেশন মাস্টার হলেন শরীফ আহমেদ নামের একজন মুসলমান যিনি দুর্ঘটনার পর থেকে ফেরার রয়েছেন। ২ জুন ওড়িশার বালেশ্বরের কাছে তিনটি ট্রেনের ভয়াবহ এক দুর্ঘটনায় অন্ততঃপক্ষে ২৮৮ জন প্রাণ হারান, গুরুতরভাবে যখম হন শতাধিক রেলযাত্রীর। দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর রেলের প্রাথমিক রিপোর্টে বলা হয় সিগন্যালের ত্রুটির কারণেই ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটি সংবাদ শিরোনামে আসার পরপরই অনেকে সোশাল মিডিয়ায় বিভিন্ন ভুয়ো সাম্প্রদায়িক দাবি করতে শুরু করেন। এরই মধ্যে ভাইরাল হওয়া একটি পোস্টে এক ব্যক্তির ছবি দেখিয়ে দাবি করা হয় তিনি হলেন বাহানাগা বাজার স্টেশনের স্টেশন মাস্টার মহ: শরীফ আহমেদ। ছবিটি শেয়ার করে ফেসবুকে অনেকে লেখেন, “চিনে রাখুন, চিনে রাখুন, গদ্দারটিকে , চিনে রাখুন বাহানাগা বাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মহ: শরীফ আহমেদের ফটোগ্রাফস টিকে,,এই সেই গদ্দার, পর পর তিন তিনটি ট্রেনের সংঘর্ষ ঘটিয়ে হাজার হাজার মানুষের জীবন ধ্বংস করে দিয়ে, সিবিআই তদন্তের নির্দেশে পালিয়ে ফেরার হয়ে কোথাও লুকিয়ে রয়েছে, হয়তো বা এতক্ষনে বিদেশেও পালিয়ে যেতে পারে......সত্য উদ্ঘাটিত হোক, ধর্মের নামের আফিম খাওয়ানো আসুরিক প্রবৃত্তির ধর্মান্ধ গদ্দার দের চেহারা সামনে আসুক, মানুষেরা গদ্দার দের চিনতে শিখুক বুঝতে শিখুক, এটাই আজকের দিনের সব থেকে বড় প্রয়োজন বলে মনে করি”। এমনই কিছু পোস্ট দেখতে ক্লিক করুন এখানে, এখানে এবং এখানে। এই সাম্প্রদায়িক দাবিসহ ভাইরাল ছবিটির তথ্য যাচাইয়ের জন্য বুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরেও (+৯১ ৭৭০০৯০৬৫৮৮) অনুরোধ আসে। তথ্য যাচাই বুম ছবিটি খুঁটিয়ে দেখা সময় লক্ষ্য করে তাতে স্টেশন মাস্টারের সামনে যে কন্ট্রোল প্যানেল দেখা যাচ্ছে সেখানে বোরা গুহালু লেখা রয়েছে। আমরা এরপর যাচাই করে দেখি এই স্টেশনটি অন্ধ্রপ্রদেশের আলুরি সীতারাম রাজু জেলার বোরা গুহলুতে রয়েছে। এরপর আমরা ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে আলোকচিত্রকর বিকাশ চান্দেরের এক ওয়েবসাইট খুঁজে পাই যেখানে তার কোট্টভালাসা-কিরান্দুল ট্রেন যাত্রা সম্পর্কিত বেশ কিছু ছবি উপস্থিত ছিল। ওয়েবসাইটে থাকা তথ্য অনুসারে, বিকাশ চান্দর ২০০৪ সালের মার্চ মাসে বোররা গুহলুতে স্টেশন মাস্টারের এই ছবিটি ক্লিক করেছিলেন। ভাইরাল ছবিটির ইংরেজিতে ক্যাপশন হিসেবে সেখানে লেখা হয়, “আমরা স্টেশনে ফিরলাম এবং স্টেশন মাস্টারের সাথে প্রাতরাশ সারলাম……..”। এরপর আমরা বাহানাগা বাজার স্টেশনের স্টেশন মাস্টারের নামের বিষয়ে জানতে দক্ষিণ-পূর্ব রেলওয়ের প্রধান জনসংযোগ অধিকারী (সিপিআরও) আদিত্য কুমার চৌধুরীর সাথে যোগাযোগ করি। চৌধুরী আমাদের ভুয়ো এই সাম্প্রদায়িক দাবি খণ্ডন করে জানান বাহানাগা বাজার স্টেশনের স্টেশন মাস্টারের নাম হল এসবি মোহান্তি। এছাড়াও দক্ষিণ-পূর্ব রেলওয়ের প্রধান জনসংযোগ অধিকারী আমাদের নিশ্চিত করেন যে মোহান্তি দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যাননি। চৌধুরী বুমকে বলেন, “এসবি মোহান্তি, সহকারী স্টেশন মাস্টার দুর্ঘটনার পর পালিয়ে যাননি। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজের সময় তিনি অন্যদের সহযোগিতা করেছিলেন। স্টেশন মাস্টারদের কাউকেই সাসপেন্ড করা হয়নি।”
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • English
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 11 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software