schema:text
| - সম্প্রতি, কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ওরফে রাফসান দ্যা ছোট ভাই এবং মাগুরা- ১ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান ‘Crazy Time’ নামের কথিত জুয়ার অ্যাপের প্রচারণায় অংশ নিয়েছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইফতেখার রাফসান ও সাকিব আল হাসান ‘Crazy Time’ নামের কোনো জুয়ার অ্যাপের প্রচারণা করেননি বরং গত বছর ইফতেখার রাফসান সাকিব আল হাসানের একটি সাক্ষাৎকার নেন। ওই ভিডিওটির কিছু অংশ কাট করে তার সাথে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ভিন্ন অডিও এবং জুয়ার বিজ্ঞাপন যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ইফতেখার রাফসান এর ইউটিউব চ্যানেল Rafsan TheChotoBhai এ ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর Shakib Al Hasan vs Rafsan TheChotoBhai শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওটির সাথে উক্ত ভিডিওর বেশকিছু অংশের হুবহু মিল রয়েছে।
এছাড়াও ভিডিওটি থেকে জানা যায়, এটি মূলত তার নেওয়া সাকিব আল হাসানের একটি সাক্ষাৎকার ভিডিও। রাফসান ভিডিওটির মাধ্যমে তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবারদের মধ্য থেকে ৫ জনকে ক্রিকেট বিশ্বকাপের টিকিট উপহার দেওয়ার ঘোষণা দেন। উক্ত ভিডিওতে সাকিব ও রাফসানকে কোনো জুয়ার অ্যাপ নিয়ে কথা বলতে বা প্রচারণা চালাতে দেখা যায়নি। অর্থাৎ উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই।
ভিডিওটি প্রচার করা ফেসবুক পেজ সম্পর্কে যা জানা গেল
আলোচিত জুয়ার বিজ্ঞাপন প্রচারকারী পেজটি (আর্কাইভ) পর্যালোচনা করে পেজটিতে কোনো প্রকারর জুয়ার প্রচারণামূলক পোস্ট পাওয়া যায় নি। পরবর্তীতে পেজটির ট্রান্সপারেন্সি সেকশন যাচাই করে দেখা যায়, পেজটি পোল্যান্ড থেকে পরিচালিত হচ্ছে। পাশাপাশি আরও জানা যায়, উক্ত পেজটি ২০২৩ সালের ২৪ ডিসেম্বর তৈরি করা হয়েছে।
মূলত, কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ওরফে রাফসান দ্যা ছোট ভাই গত বছর ক্রিকেটার সাকিব আল হাসানের একটি সাক্ষাৎকার নেন। যা তিনি পরবর্তীতে তার ইউটিউব চ্যানেলে প্রচার করেন। ভিডিওটির মাধ্যমে তিনি তার সাবস্ক্রাইবারদের মধ্য থেকে ৫ জনকে ক্রিকেট বিশ্বকাপের টিকিট উপহার দেওয়ার ঘোষণাও দেন। সম্প্রতি, উক্ত ভিডিওর কিছু অংশ কাট করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তাতে ভিন্ন একটি ভয়েসওভার এবং জুয়ার অ্যাপের প্রচারণার ভিডিও যুক্ত করে দাবি করা হচ্ছে, ইফতেখার রাফসান ও সাকিব আল হাসানের ‘Crazy Time’ নামের জুয়ার অ্যাপের প্রচারণায় অংশ নিয়েছেন। প্রকৃতপক্ষে, সাকিব আল হাসান কিংবা রাফসান দ্যা ছোট ভাই এমন কোনো জুয়ার অ্যাপের প্রচারণা করেননি।
সুতরাং, ইফতেখার রাফসান ও সাকিব আল হাসান ‘Crazy Time’ নামের অনলাইন জুয়ার অ্যাপের প্রচারণা করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং এ সংক্রান্ত ভিডিওটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Rafsan TheChotoBhai Youtube Channel: Shakib Al Hasan vs Rafsan TheChotoBhai
- Rumor Scanner’s Own Analysis
|