schema:text
| - Authors
Claim: বাংলাদেশে ধর্ষণের শিকার ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া এক মহিলার ভিডিয়ো এটি।
Fact: মহিলার রক্তাক্ত অবস্থায় ভাইরাল ভিডিয়োটির সঙ্গে বাংলাদেশের কোনও যোগ নেই। ভিডিয়োটি পশ্চিমবঙ্গের জয়নগরের।
সোশ্য়াল মিডিয়ায় একটি মেয়ের রক্তাক্ত অবস্থায় বসে থাকার ভিডিয়ো, বাংলাদেশের বলে পোস্ট করা হচ্ছে। ভিডিয়োটি পোস্ট করে কেউ কেউ লিখেছেন, “কুমিল্লায় বিবস্ত্র ধর্ষনের স্বীকার এক মেয়ে যাতে বলতে না পারে তাকে ধর্ষন করেছে তাই তার জিহ্বা ধারালো অস্ত্র দিয়ে কেটে নিয়েছে। ভিডিওটা দেখে আঁতকে উটলাম।মেয়েরা সাবধান …” (পোস্টের বানান পরিবর্তন করা হয়নি)
আবার কেউ কেউ দাবি করেছেন, “সন্ধান চাই: হারিয়ে যাওয়া মেয়েটির নাম অনন্যা,পিতার নাম তারা মিয়া।মেয়েটির বাড়ী ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের উত্তর কাউলীবেড়া।গত মঙ্গলবার বাড়ী থেকে বের হয়ে আর ফিরিয়ে আসেনি।এই ভিডিও দেখে পরিবারের সদস্যদের দাবি এই মেয়েটিই তাদের হারিয়ে যাওয়া অনন্যা।মেয়েটি বর্তমানে কোথায় আছে কি অবস্থায় আছে কারো কাছে তথ্য থাকলে জানান।যে এই ভিডিওটি করেছেন বিস্তারিত উল্লেখ করেনি,কারো জানা থাকলে ঠিকানা দেন। অথবা যোগাযোগ করুন – 01323003777 (ভিডিওটি একটি পেইজ থেকে নেওয়া)” (পোস্টের বানান পরিবর্তন করা হয়নি)
Fact Check/ Verification
ভাইরাল ভিডিয়োটির কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, Vision 18 Bangla নামের একটি ইউটিউব চ্য়ানেলে ২৪ জানুয়ারি, একই ভিডিয়ো-সহ একটি প্রতিবেদন আপলোড করা হয়েছিল। যার শিরোনামে লেখা ছিল, “বকুলতলায় ধানক্ষেতে অজ্ঞাত মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ।”
সেই সূত্র ধরে ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করলে, ২২ জানুয়ারি, Ananda Bazar ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় যে, জয়নগরের বকুলতলায় এক মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ ওছে। আনন্দপুর রথতলা এলাকায় ফাঁকা ধানক্ষেতের ধারে ইটের রাস্তায় ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এক টোটোচালক। তিনি এলাকার লোকজনকে ডাকেন। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ মহিলাকে উদ্ধার করে নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মহিলার শরীরে আঘাতের চিহ্ন ছিল। মুখের এক দিক থেতলানো ছিল।
ZEE 24 Ghanta ও Hindustan Times Bangla ওয়েবসাইটেও ঘটনার খবরটি প্রকাশিত হয়েছিল।
Conclusion
অতএব, এখান থেকে স্পষ্ট যে, মহিলার রক্তাক্ত অবস্থায় ভাইরাল ভিডিয়োটির সঙ্গে বাংলাদেশের কোনও যোগ নেই। ভিডিয়োটি পশ্চিমবঙ্গের জয়নগরের।
Result: False
Sources
Report by Vision 18 Bangla, January 22, 2025
Report by Ananda Bazar, January 22, 2025
Report by ZEE 24 Ghanta, January 22, 2025
Report by Hindustan Times Bangla, January 22, 2025
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
|