About: http://data.cimple.eu/claim-review/ba3a800e0014885781e5452f218434dec2b5c826d66dc456d2c5ad11     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • গত ২৭ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের আইপিএলে অভিষেক হয় ১৭ বছর বয়সী প্রোটিয়া পেসার কিউনা মাফাকা। পরবর্তীতে, ১ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২য় ম্যাচ খেলেন তিনি। এরপর আর দলে দেখা যায়নি তাকে। এই প্রেক্ষাপটে, ‘ দশম শ্রেণির পরীক্ষার জন্য আইপিএল থেকে বাদ পড়েছে কিউনা মাফাকা’ দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে প্রচারিত উক্ত দাবির পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কিউনা মাফাকা দশম শ্রেণির পরীক্ষার জন্য আইপিএল থেকে বাদ পড়ার দাবিটি সত্য নয় বরং সম্পূর্ণ ভিত্তিহীনভাবে এই দাবিটি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। বিষয়টির সত্যতা যাচাইয়ে প্রাথমিকভাবে এই বিষয়ে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। এ দাবিতে ইংরেজি ভাষার একটি ফটোকার্ড ফেসবুকে প্রচার করতে দেখা যায়। তবে ফটোকার্ডটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে এর ডান পাশে ‘Meant for satire’ লেখা দেখা যায়। অর্থাৎ, স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছে। পরবর্তীতে এই ফটোকার্ডের সূত্রপাত খুঁজতে গিয়ে ‘Confused Aatma’ নামের একটি ফেসবুক পেজে গত ৯ এপ্রিল প্রকাশিত একই ফটোকার্ড (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ড সম্বলিত পোস্টের ক্যাপশনেও স্পষ্ট করা হয়েছে যে, এটি ব্যঙ্গাত্মক উদ্দেশ্যে তৈরি। পেজটি ঘুরে জানা যায়, এটি একটি ভারতীয় পেজ, যেখানে বিভিন্ন ফানি কনটেন্ট পোস্ট করা হয়। একই দাবিতে ভিন্ন আরেকটি ফটোকার্ডের সূত্র খুঁজতে গিয়ে ‘Out Of Context Cricket’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে গত ৯ এপ্রিল প্রকাশিত একই ফটোকার্ড (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। এই অ্যাকাউন্ট ঘুরেও জানা যায় এই অ্যাকাউন্টে বিনোদনের উদ্দেশ্যে ক্রিকেট বিষয়ক বিভিন্ন মিম এবং ফানি কনটেন্ট পোস্ট করা হয়। অর্থাৎ, আলোচ্য দাবিতে যেসব ফটোকার্ড ইন্টারনেটে ছড়িয়েছে সেগুলো বিভিন্ন ফানি পেজের। এই বিষয়ের সত্যতা যাচাইয়ে আমরা প্রাসঙ্গিক বিভিন্ন কি-ওয়ার্ড ব্যবহার করে সার্চ করি। তবে এই দাবির পক্ষে বিশ্বস্ত কোনো সূত্রে তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে এই দাবিটি ইন্টারনেটে ছড়ানোর পর কিউনা মাফাকার কার্যকলাপ পর্যালোচনা করে রিউমর স্ক্যানার টিম। গত ১৪ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচকে সামনে রেখে মুম্বাই ইন্ডিয়ান্সের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে খেলোয়াড়দের প্রস্তুতির সংক্রান্ত একটি ভিডিও (আর্কাইভ) আপলোড করা হয়। আর এই ভিডিওতে মাফাকাকে স্পষ্টভাবে নেটে বল করতে দেখা যায়। এছাড়াও, গত ৮ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট ও ভিডিও (আর্কাইভ) আপলোড করা হয়। ভিডিওতে মাফাকাকে শরীরচর্চা করতে দেখা যায়। এছাড়া দক্ষিণ আফ্রিকার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অনুসন্ধানে জানা যায়, দেশটিতে দশম শ্রেণির জন্য অন্যান্য দেশের মতো কোনো বিশেষ মেট্রিক পরীক্ষা নেই। এই দেশে উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ৮ম থেকে ১২ম শ্রেণি পর্যন্ত চলে এবং ১২ম শ্রেণির শেষে জাতীয় সিনিয়র সার্টিফিকেট (NSC) পরীক্ষা অনুষ্ঠিত হয়। মূলত, এবাবের আইপিএলে ১৭ বছর বয়সী প্রোটিয়া পেসার কিউনা মাফাকা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ২৭ মার্চ অভিষেকের পর ২ এপ্রিল ২য় ম্যাচ খেলেন। এরপর আর তাকে একাদশে দেখা যায়নি। এরই সূত্র ধরে, তিনি দশম শ্রেণির পরীক্ষার জন্য আইপিএল থেকে বাদ পড়েছে দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানার অনুসন্ধানে, উক্ত দাবি ইন্টারনেটে ছড়িয়ে যাওয়ার পরেও কিউনা মাফাকাকে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের সাথে দেখা যায় । এছাড়া দশম শ্রেণির পরীক্ষা জন্য ভারত ছেড়ে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার বিষয়ে কোনো তথ্য বিশ্বস্ত কোনো সূত্রে পাওয়া যায়নি। উল্লেখ্য, চলমান আইপিএলে চোটে ছিটকে পড়া শ্রীলঙ্কার পেসার দিলশান মাদুশঙ্কার বদলি হিসেবে মাফাকাকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। মুম্বাই শিবিরে যোগ দেওয়ার পরপরই মুম্বাই ইন্ডিয়ান্সের অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্টে এক সাক্ষাৎকারে মাফাকা বলেন খেলার পাশাপাশি পড়াশোনার বিষয়ে প্রশ্নের উত্তরে বিষয়টা তার জন্য চ্যালেঞ্জের হবে বলে জানান। সুতরাং, ‘দশম শ্রেণির পরীক্ষা জন্য কিউনা মাফাকা আইপিএল থেকে বাদ পড়েছে’ শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা। তথ্যসূত্র - Mumbai Indians: Instagram Post (আর্কাইভ) - Mumbai Indians: X (twitter) Post (আর্কাইভ) - Mumbai Indians: X (twitter) Post (আর্কাইভ) - Rumor Scanner’s Own Research - The Government Technical Advisory Centre (GTAC) – An overview of the south aftican basic education system - Wikipedia – List of secondary education systems by country
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 11 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software