Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
শেষপর্যন্ত ভারত রেল সম্পূর্ণ ভাবেই আদানির কাছে চলে গেলো – এমনি দাবি উঠেছে সোশ্যাল মিডিয়াতে জুড়ে। ভাইরাল হয়েছে ভারতীয় রেল ইঞ্জিনের ছবি ও ভিডিও। দেখা যাচ্ছে ইঞ্জিনের গায়ে আদানি গ্রুপের লোগো, তাদের রিফাইন্ড তেল ফরচুনের ছবি।
টুইটারে ভিডিও শেয়ার করেছেন হার্দিক প্যাটেল এবং দাবি করেছেন ভারতীয় রেল আদানির বিজ্ঞাপন দেখানোরই যোগ্য। এবার জোরের সাথে বলা যেতে পারে কৃষকরা সত্যের জন্যই লড়ছে।
ভারতীয় রেল আদানি গ্রুপের কাছে বিক্রি হয়নি,আদানি কোম্পানির বাণিজ্যিক বিজ্ঞাপনের ছবি বিভ্রান্তিকর ভাবে ছড়ালো সোশ্যাল মিডিয়াতে। গুগলে কিছু কীওয়ার্ড দিয়ে খোঁজার পর Financial Express এর একটি রিপোর্ট আমরা পাই। জানা যায় মোট সাতটি লোকোমোটিভ নির্বাচিত হয়েছে আদানি গ্রুপের বাণিজ্যিক বিজ্ঞাপনের জন্য। শুধু আদানি নয়, মুখরোচক খাবার প্রস্তুতকারক সংস্থা হলদিরামের বিজ্ঞাপনও দেওয়ায় যাবে বলে জানা যায়। যাত্রীদের ক্রয়করা টিকিটের টাকা ছাড়াও এই বিজ্ঞাপন থেকে বেশ মোটা অংকের আয় আসবে ভারতীয় রেলের ভাণ্ডারে বলে জানা যায়।
Times Now ও আনন্দবাজার পত্রিকার রিপোর্টে এই ভাইরাল দাবিকে মিথ্যে বলা হয়েছে। টুইটার থেকে PIB র একটি টুইট পাই এই ভাইরাল ছবি ও ভিডিও সম্পর্কে। জানায় হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভারতীয় রেলের সম্পূর্ণ দ্বায়িত্ব এখন আদানির হাতে, এটি ভুল। ছবিতে ইঞ্জিনের গায়ে আদানির বাণিজ্যিক বিজ্ঞাপনকে বিভ্রান্তিকর ভাবে শেয়ার করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে।
ভারতীয় রেল আদানির হাতে চলে যায়নি। রেলের লোকোমোটিভের গায়ে আদানি ও হলদিরামের বাণিজ্যিক বিজ্ঞাপনের ছবি ও ভিডিও ভুল উদ্দেশ্য নিয়ে ছড়িয়েছে।
Financial Express – https://www.financialexpress.com/infrastructure/railways/indian-railways-earns-big-revenue-from-adani-haldirams-branded-locomotives-details-here/1888611/
Times Now – https://www.timesnownews.com/business-economy/companies/article/govt-clarifies-adani-branding-on-indian-railways-rolling-stock-in-facebook-video-shared-by-priyanka-gandhi/695267
আনন্দবাজার পত্রিকা – https://www.anandabazar.com/national/centre-clarifies-its-stance-after-priyanka-gandhi-shares-video-of-adani-branding-on-indian-railway-1.1244513?utm_source=facebook&utm_medium=social&utm_campaign=daily&fbclid=IwAR11uE17FzyRSsv6L0m7VBkFZh_MOsJwvxZGB7Vd1KVddfnJ00-GQ0nNxHI
PIB tweet – https://twitter.com/PIBFactCheck/status/1339117519907405826
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।
Tanujit Das
July 9, 2024
Paromita Das
December 2, 2020
Paromita Das
December 6, 2020