Last Updated on April 24, 2022 by Team THIP
সারমর্ম
একটি সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে যে বেকিং সোডা চুলের বৃদ্ধির জন্য ব্যবহার করা যেতে পারে। আমরা ফ্যাক্ট চেক করে দেখেছি এই দাবিটি বেশিরভাগই মিথ্যা।
দাবি
একটি ইউটিউব চ্যানেল একটি পোস্ট প্রকাশ করেছে। পোস্টটি বলা হয়েছে বেকিং সোডা চুলের বৃদ্ধির জন্য ভাল এবং চুল পরা থামায়।
ফ্যাক্ট চেক
বেকিং সোডা চুলে ব্যবহার করা কি নিরাপদ?
না। গবেষণায় পরামর্শ দেখা গেছে যে 5.5 এর চেয়ে বেশি pH এর কোনোকিছুই মাথার ত্বকের পক্ষ্যে ক্ষতিকর হতে পারে। বেকিং সোডা যা সোডিয়াম বাইকার্বোনেট নামেও পরিচিত, প্রায় 9 pH এর একটি শক্তিশালী ক্ষার । মাথার ত্বকের জন্যে বেকিং সোডার প্রয়োগ খুবই ক্ষতিকর হতে পারে।
বেকিং সোডা চুলের কিউটিকলগুলিকে খুলতে সাহায্য করে । এর ফলে চুলের গোড়ায় অধিক মাত্রায় জল শোষণ হতে পারে । আর্দ্রতা চুলের জন্য ভাল, তবে খুব বেশি আর্দ্রতা চুলকে দুর্বল করতে পারে। এছাড়া বেকিং সোডার অতিরিক্ত pH এর মাত্রা চুলের ফাইবারের মধ্যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি এবং ঘর্ষণ বাড়িয়ে তুলে চুলের ক্ষতি করতে পারে।
বেকিং সোডা কি চুলের বৃদ্ধির জন্য ব্যবহার করা যেতে পারে?
না। এই দাবির কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই।
গবেষণায় দেখা গেছে যে প্রয়োজনীয় তেল, পুষ্টি, ম্যাসেজ, কফি ভিত্তিক উপাদান চুলের বৃদ্ধিতে সাহায্য করতে পারে। তবে বেকিং সোডার পক্ষে কোনও গবেষণা ভিত্তিক প্রমাণ নেই।