schema:text
| - সম্প্রতি, পৃথিবীর সব থেকে বড় রাস্তা এটি ! পৃথিবীর সবচেয়ে প্রশস্ত হাইওয়ে টেক্সাস এর ক্যাথি ফ্রিওয়ে যেটির কিছু জায়গায় একাধারে ২৬ টি লেন রয়েছে। শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যুক্তরাষ্ট্রের ২৬ লেন বিশিষ্ট টেক্সাস ক্যাথি ফ্রিওয়ে পৃথিবীর সবচেয়ে প্রশস্ত হাইওয়ে বা রাস্তা নয় বরং চীনের জি৪ বেইজিং-হংকং-ম্যাকাউ এক্সপ্রেসওয়ের ৫০ লেনের পার্কিং লট হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রশস্ত রাস্তা বা হাইওয়ে।
এ বিষয়ে সত্যতা জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে যুক্তরাষ্ট্রের ইলেক্ট্রনিক মিডিয়া ব্লুমবার্গ এর ওয়েবসাইটে ২০১৫ সালের ৮ অক্টোবর “China’s 50-Lane Traffic Jam Is Every Commuter’s Worst Nightmare” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, চীনের জি৪ বেইজিং-হংকং-ম্যাকাউ এক্সপ্রেসওয়ের রাস্তা ৫০ লেন বিশিষ্ট।
চীন ভিত্তিক গণমাধ্যম China’s Daily এর এক্স অ্যাকাউন্টে ২০১৫ সালের ৬ অক্টোবরে প্রকাশিত এক পোস্টেও একই তথ্য জানা যায়।
এছাড়া, উক্ত বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম USA Today এর ফ্যাক্টচেক বিভাগ ও যুক্তরাষ্ট্র ভিত্তিক ফ্যাক্টচেকিং সংস্থা Politifact এর পৃথক দুইটি ফ্যাক্টচেকিং প্রতিবেদন থেকেও পৃথিবীর সবচেয়ে প্রশস্ত রাস্তা হিসেবে চীনের ৫০ লেন বিশিষ্ট জি৪ রাস্তার কথা জানা যায়।
মূলত, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ২৬ লেন বিশিষ্ট ক্যাথি ফ্রিওয়ে দীর্ঘদিন যাবত বিশ্বের সবচেয়ে প্রশস্ত রাস্তা দাবিতে ইন্টারনেটে প্রচার হয়ে আসছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি বিশ্বের সবচেয়ে প্রশস্ত রাস্তা নয়। প্রকৃতপক্ষে চীনের জি৪ বেইজিং-হংকং-ম্যাকাউ এক্সপ্রেসওয়ের ৫০ লেনের রাস্তা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রশস্ত রাস্তা।
সুতরাং, যুক্তরাষ্ট্রের টেক্সাসের ২৬ লেন বিশিষ্ট ক্যাথি ফ্রিওয়ে পৃথিবীর সবচেয়ে প্রশস্ত রাস্তা দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Bloomberg – China’s 50-Lane Traffic Jam Is Every Commuter’s Worst Nightmare
- China’s Daily – X Post
- USA Today – Images largely misidentify Texas highway, and title of world’s widest is debated
- Politifact – World’s widest highway not where Sylvester Turner thinks it is
|