schema:text
| - সম্প্রতি, “একুশ মানে অন্য দলের মহাসচিব কে শহীদ মিনারে ঢুকতে না দেয়া। শহীদদের প্রতি শ্রদ্ধা।” শীর্ষক শিরোনামে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শহীদ মিনারে ঢুকতে না দেয়ার দাবিটি সত্য নয় বরং বিএনপি মহাসচিবের উক্ত ছবিগুলো সংযুক্ত করে ২০১৮ সাল থেকেই এই তথ্যটি সামাজিক মাধ্যমে প্রচার হয়ে আসছে।
তথ্য যাচাই
কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, সংবাদমাধ্যম ‘The Daily Star’ এর অনলাইন সংস্করণে আজ (২১শে ফেব্রুয়ারি) সকাল ১১:১৫ মিনিটে “দেশে ভয়াবহ ফ্যাসিজম চলছে: মির্জা ফখরুল” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ করার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সাথে কথা বলেন।
এছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজেও আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে জনাব মির্জা ফখরুল ইসলামের ফুল দিয়ে আসার পর সাংবাদিকদের সাথে কথা বলার সময়ের ছবি এবং তার বক্তব্য সম্বলিত একটি পোস্ট পাওয়া যায়। ফুল দিয়ে আসার পর সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্যে তিনি শহীদ মিনারে বাঁধা প্রাপ্ত হয়েছেন এমন কোনো অভিযোগ করেন নি।
অর্থাৎ, তিনি আজ কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বিঘ্নে ফুল দিয়েছেন এবং ফুল দেওয়ার পর সাংবাদিকদের কাছে বক্তব্য প্রদান করেছেন।
ছবি যাচাই
বিস্তর অনুসন্ধানের মাধ্যমে, ‘Dibakor Rajbangshi‘ এবং ‘Md Munna Mir‘ নামের ফেসবুক আইডিতে ২০১৮ সালের ২১শে ফেব্রুয়ারিতে প্রকাশিত পোস্টে আলোচিত ছবিটি এবং ভিন্ন ভিন্ন কোণ থেকে তোলা একাধিক ছবি পাওয়া যায়। যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মেঝেতে কাগজ বিছিয়ে বসে থাকতে দেখা যায়।
এই ছবিগুলোই ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি থেকে ‘শহীদ মিনারে ঢুকতে বাধা দেওয়ার পর এই ভাবে রাস্তার পাশে বসে থাকেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির।’ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়ে আসছে।
পরবর্তীতে, গণমাধ্যম সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারিতে প্রকাশিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের দেওয়া বক্তব্যের একটি ভিডিও পাওয়া যায়। যেখানে তার ঐ দিনের পোশাকের সাথে আলোচিত ছবির পোশাকের হুবহু মিল পাওয়া যায়।
মূলত ২০১৮ সালের ২১শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে কোনো একসময় কাগজ বিছিয়ে মেঝেতে বসেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ঐ অবস্থার ছবি তুলে অনেকে বিএনপি মহাসচিবকে শহীদ মিনারে ঢুকতে দেওয়া হয় নি দাবিতে প্রচার করেছিলেন এবং একই দাবিতে সাম্প্রতিক সময়েও প্রচার করা হচ্ছে।
Also Read: ভারতীয় অভিনেতা টিকু তালসানিয়ার ইসলাম গ্রহণের তথ্যটি মিথ্যা
তবে ২০১৮ সালের ২১শে ফেব্রুয়ারিতে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি শহীদ মিনারে ঢুকতে বাধাপ্রাপ্ত হয়েছেন এমন কোনো অভিযোগ করেন নি। অর্থাৎ ২০১৮ সালের ২১শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাধাপ্রাপ্ত হয়েছিলেন সেই দাবিরও সত্যতা পাওয়া যায় না।
তাছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে পোশাক পরে আজ শহীদ মিনারে ফুল ও শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছেন, সেই ছবির সাথে সাম্প্রতিক সময়ে প্রচারিত আলোচিত ছবির পোশাকের মধ্যে কোনো মিল নেই।
প্রসঙ্গত, ২০১২ সালে এবং ২০১৬ সালে কেন্দ্রীয় শহীদ মিনারে বেগম খালেদা জিয়াকে ঢুকতে না দেয়া ও ঢোকার সময়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা সংক্রান্ত বিষয়ে বিএনপির অভিযোগ খুঁজে পাওয়া যায়। তবে ২০১৭ সালের ২১শে ফেব্রুয়ারিতে ফুল দিতে গিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সুতরাং, ৪ বছর পুরোনো কিছু ছবি সংযুক্ত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ শহীদ মিনারে ফুল দিতে বাধা দেওয়া হয়েছে দাবিতে একটি তথ্য সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: একুশ মানে অন্য দলের মহাসচিব কে শহীদ মিনারে ঢুকতে না দেয়া
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- The Daily Star: https://www.thedailystar.net/bangla/%E0%A6%B8%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF/%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%AD%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B9-%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%AE-%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE-%E0%A6%AB%E0%A6%96%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B2-317346
- BNP Official Facebook Page: https://www.facebook.com/bnpbd.org/posts/483444629811138
- Somoy TV: https://youtu.be/4RhucZohMKk
- Dibakor Rajbangshi FB Post: https://www.facebook.com/100007537776192/posts/1984535645141009 – Archive: https://perma.cc/7Z7Y-SBLJ
- Md Munna Mir FB Post: https://www.facebook.com/groups/Bnp.Online.Wing.offical.group/posts/1158598254277000/ – Archive: https://perma.cc/3PDD-63RG
- Alamin FB Post: https://www.facebook.com/100009296421304/posts/1977424159244112/ – Archive: https://perma.cc/F3VY-XUPA
- Jugantor: https://www.jugantor.com/politics/20168/%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%97%E0%A6%A3%E0%A6%A4%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%AC%E0%A6%B0-%E0%A6%B9%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AB%E0%A6%96%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B2
- Banglanews24: https://www.banglanews24.com/index.php/national/news/bd/90402.details
- Prothom Alo: https://www.prothomalo.com/politics/%E0%A6%B6%E0%A6%B9%E0%A7%80%E0%A6%A6-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%87%E0%A6%BE%E0%A6%97
- Bangla Tribune: https://www.banglatribune.com/182861/%E0%A6%B6%E0%A6%B9%E0%A7%80%E0%A6%A6-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE-%E0%A6%AB%E0%A6%96%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B2
|