About: http://data.cimple.eu/claim-review/e6a49f55e71495fed8777afc8a73a49f0d3ae4a1b8195ed424e541e6     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • টাইটানিক চলচ্চিত্র খ্যাত গায়িকা সিলিন ডিওনের প্রয়াণের গুজব ছড়ালো সোশাল মিডিয়ায় সিএনএন সংবাদমাধ্যমের লোগো, গ্রাফিক্স ও সংবাদ পাঠকে সুকৌশলে ব্যবহার করে তৈরি করা হয়েছে সিলিন ডিওনের মৃত্যু সংবাদের ভুয়ো ভিডিও। টাইটানিক সিনেমার ‘মাই হার্ট উইল গো অন’-এর গায়িকা সিলিন ডিওনের মৃত্যুর ভুয়ো খবর ছড়ালো সোশাল মিডিয়ায়। আমেরিকার মিলওয়াকি শহরে বিশ্ব সঙ্গীত সফরের পর একটি প্লেন দুর্ঘটনায় এই কানাডিয় সঙ্গীত শিল্পীর মৃত্যু হয়েছে বলে ওই ভুয়ো খবরে দাবি করা হয়েছে। সিএনএন গণমাধ্যমের লোগো ব্যবহার করে ভুয়ো ভিডিও-এর মাধ্যমে ছড়ানো হয়েছে এই গুজব। কুশলেই আছেন সঙ্গীত শিল্পী সিলিন ডিওন। ফেসবুক পোস্টে ক্যাপশন লেখা হয়েছে, ‘‘কানাডা হারাল কিংবদন্তীকে! তার ছেলেময়েরা এখন হারাল দুই অবিভাবককে। খুবই দুঃখিত!! #MyHeartWillGoOn’’ (‘‘ইংরেজিতে মূল পোস্ট: Canada has lost a legend! Her children have lost both parents now. So very very sad!! #MyHeartWillGoOn’’) ফেসবুক পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে। ভুয়ো লিঙ্ক ওয়ার্ল্ড সিএনএন ট্রেন্ডিংনিউজ নামে একটি ভুয়ো খবরের লিঙ্কে লেখা হয়েছে, ‘‘এই মাত্র। কিংবদন্তি সংগীত তারকা ব্যক্তিগত প্লেন দুর্ঘটনায় মারা গেলেন তার সাহসী বিশ্ব সঙ্গীত সফর মিলওয়াকির পরে।’’ (‘‘JUST IN | The Singing Legend Celine Dion Died In Private Plane Crash After Her Courage World Tour In Milwaukee.’’) লিঙ্কটি আর্কাইভ করা আছে এখানে। ওয়ার্ল্ড সিএনএন ট্রেন্ডিংনিউজ (https://world.cnntrendingnews.com/) লিঙ্কটিতে ক্লিক করলেই অন্য একটি লিঙ্ক (https://worldnews.hytactv.info/#news/806) খুলে যায়। দেখলেই মনে হবে যেন ফেসবুক লাইভ সেটি। সিএনএন গণমাধ্যমের লোগো রয়েছে ওই ভিডিওতে। উপরের লিঙ্ক https://world.cnntrendingnews.com/ ও https://worldnews.hytactv.info/#news/806 দুটিই ভুয়ো। সিএনএন এর খবর প্রকাশ হয় cnn.com থেকে। ভিডিওটির নিউজ টিকারে (সংবাদ চ্যানেলে খবরের মাঝে চলমান লেখা ) দেখা যায়, অনুবাদ: ‘‘৫১ বছর বয়সে সংগীত তাড়কা সিলিন ডিওন প্রয়াত’’ মূল ইংরেজিতে: SUPERSTAR AND SINGING LEGEND CELINE DION DEAD AT 51 এই নিউজ টিকারের সঙ্গে সঙ্গে পুরুষ সংবাদ পাঠকককে বলতে শোনা যায়, ‘‘এই সকালে একটি ভীষণ খারাপ খবর রয়েছে। অপ্রীতিকর এবং বিপর্যয়ের।’’ "We have some terrible sad news at this.. morning heartbreaking and devastating." ভিডিওটি দেখুন নীচে। সিলিন ডিওনের মৃত্যুর ভুয়ো সংবাদের একটি ভিডিও ২০১৯ সালের ৩ নভেম্বর আপলোড হয়েছিল ইউটিউবে। যদিও মৃত্যু সংবাদটি শোনানোর সময় ওই সংবাদ পাঠকদের একজনও গায়িকা সিলিন ডিওনের নাম উচ্চারন করেননা । ভুয়ো ভিডিওতে অন্য ব্যক্তির মৃত্য়ুসংবাদ পাঠের অংশ ব্যবহার ওই ভিডিওটিতে সিলিন ডিওনের ছবি দিয়ে ভুয়ো ভাবে তৈরি করা হয়েছে। মূল ভিডিওটির সংবাদ পাঠকের গলা ২০১৮ সালের জুন মাসে আত্মহত্যা করে মারা যাওয়া বিশিষ্ট সেফ ও তথ্যচিত্র নির্মাতা অ্যান্টনি বুরডেনের মৃত্যু সংবাদ ঘোষণার সিএনএন এর ভিডিও থেকে নেওয়া হয়েছে। গতকাল সিলিন ডিওন তার সর্বশেষ টুইটের মাধ্যমে তার 'কারেজ টুরে'র ব্যাপারে টুইট করেছেন। ২০১৩ সালেও সিলিন ডিওনের মৃত্যু গুজব ছড়িয়েছিল। স্নপস সেসময় খবরটিকে নস্যাৎ করেছিল।
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • English
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 11 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software