schema:text
| - সম্প্রতি, বেসরকারি ইলেকট্রনিক গণমাধ্যম চ্যানেল ২৪ ‘Krikya Crazy Time’ নামের একটি অনলাইন জুয়ার অ্যাপের বিজ্ঞাপন প্রচার করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, চ্যানেল ২৪ Krikya Crazy Time নামের কোনো জুয়ার অ্যাপের বিজ্ঞাপন প্রচার করেনি। বরং, মেহেরপুর জেলার অনলাইন জুয়া চক্র নিয়ে চ্যানেল ২৪ এ প্রকাশিত পুরোনো একটি প্রতিবেদনের কিছু অংশের সাথে ভিন্ন ভয়েস-ওভার এবং জুয়ার বিজ্ঞাপন যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওতে থাকা চ্যানেল ২৪ এর লোগো এবং তার নিচে থাকা মেহেরপুর লেখাটির সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Channel 24 এর ওয়েবসাইটে ২০২২ সালের ১৫ এপ্রিল ‘একটি গ্রাম নিয়ন্ত্রণ করে গোটা দেশের জুয়া চক্র’ | Bangla News | Online Gambling | Channel 24 শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, এটির ২ মিনিট ১৪ সেকেন্ড থেকে ২ মিনিট ২৭ সেকেন্ড পর্যন্ত অংশের সাথে আলোচিত ভিডিওতে দেখানো চ্যানেল ২৪ এর ফুটেজের হুবহু মিল রয়েছে।
পাশাপাশি জানা যায়, মেহেরপুর জেলার অনলাইন জুয়া চক্রের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অবাধ অর্থ লেনদেনের ফলে কতিপয় মানুষের হঠাৎ বিত্তবান বনে যাওয়ার ঘটনা নিয়ে চ্যানেল ২৪ উক্ত অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করে। আলোচিত ভিডিওতে দেখতে পাওয়া ব্যক্তি মূলত একজন মোবাইল ব্যাংকিং এজেন্ট। তার অগোচরেই জুয়া চক্রের সাথে জড়িত ব্যক্তিরা তার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করেন। চ্যানেল ২৪ এর ভিডিও ক্লিপ ব্যবহার করে তৈরিকৃত জুয়ার বিজ্ঞাপনে উক্ত ব্যক্তিরই ক্লিপ দেখানো হয়েছে।
অর্থাৎ, চ্যানেল ২৪ এর প্রতিবেদনে দেখানো মোবাইল ব্যাংকিং এজেন্টের কণ্ঠস্বর পরিবর্তন করে তাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নকল কণ্ঠস্বর বসিয়ে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।
ভিডিওটি প্রচার করা ফেসবুক পেজ সম্পর্কে যা জানা গেল
আলোচিত জুয়ার বিজ্ঞাপনটি Muxntic-V (আর্কাইভ) নামের একটি পেজ থেকে প্রচার করা হয়েছে। পেজটি পর্যালোচনা করে দেখা যায় পেজে উল্লেখ্যযোগ্য কোনো পোস্ট নেই এবং জুয়ার ভিডিওটি বুস্ট করে প্রচার করা হচ্ছে। এছাড়াও, পেজের ট্রান্সপারেন্সি সেকশন যাচাই করে দেখা যায় পেজটি ২০২৩ সালের ১২ অক্টোবর তৈরি করা হয়েছে।
মূলত, সম্প্রতি ফেসবুকে Muxntic-V নামে একটি পেজ থেকে বেসরকারি ইলেকট্রনিক গণমাধ্যম চ্যানেল ২৪ এর লোগো সম্বলিত ‘Krikya Crazy Time’ নামের একটি জুয়ার অ্যাপের বিজ্ঞানপনমূলক ভিডিও প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত জুয়ার বিজ্ঞাপনটি ভুয়া। প্রকৃতপক্ষে, মেহেরপুর জেলার অনলাইন জুয়া চক্র নিয়ে চ্যানেল ২৪ এ প্রকাশিত পুরোনো একটি প্রতিবেদনের কিছু অংশের কণ্ঠস্বর পরিবর্তন করে তাতে কৃত্তিম বুদ্ধিমত্তার সহায়তায় নকল কণ্ঠস্বর বসানোর পাশাপাশি জুয়ার বিজ্ঞাপন যুক্ত করে প্রতারণার উদ্দেশ্যে ভুয়া এই ভিডিওটি প্রচার করা হয়েছে।
সুতরাং, চ্যানেল ২৪ ‘Krikya Crazy Time’ নামে অনলাইন জুয়ার অ্যাপের বিজ্ঞাপন প্রচার করেছে শীর্ষক দাবিটি মিথ্যা এবং উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Channel 24 Youtube Channel: ‘একটি গ্রাম নিয়ন্ত্রণ করে গোটা দেশের জুয়া চক্র’ | Bangla News | Online Gambling | Channel 24
- Rumor Scanner’s Own Analysis
|