schema:text
| - বাংলাদেশে চলমান সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর শেষে দেশে ফিরে ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এই বক্তব্যের প্রেক্ষিতে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং আন্দোলনের মাত্রা বেড়ে সংঘর্ষ ও সহিংসতায় রূপ নেয়। এসময় বহু হতাহতের খবরও পাওয়া যায়।
এই প্রেক্ষাপটে, শেখ হাসিনার পদত্যাগের আবেদন জানিয়ে একটি অনলাইন পিটিশনের লিংক ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, যেখানে স্বাক্ষরের বিনিময়ে ২০ জিবি ডাটা উপহার দেওয়ার প্রলোভন দেখানো হয়।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনার পদত্যাগের দাবি জানিয়ে আলোচ্য পিটিশনের লিংকটি আসল নয় বরং এটি একটি ফিশিং ওয়েবসাইটের লিংক, যার মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, এই কথিত পিটিশনের ওয়েবসাইটটি পিটিশন সংক্রান্ত আন্তর্জাতিক প্লাটফর্ম চেঞ্জ ডট ওআরজির ডিজাইন নকল করে তৈরি করা হয়েছে। ওয়েবসাইটে চেঞ্জ ডট ওআরজির লোগো এবং প্ল্যাটফর্মের কিছু অংশও ব্যবহৃত হয়েছে।
কথিত পিটিশনটিতে ‘#stepdownhasina’ ও স্বৈরাচার পতনের আন্দোলন’ শীর্ষক ব্যানার প্রদর্শিত হয়। ওয়েবসাইটে দাবি করা হয় যে, পিটিশনে ইতোমধ্যে ২৫,৬৩০ জন মানুষ স্বাক্ষর করেছেন। এছাড়া, এতে “SAVE BANGLADESH BY SIGNING THIS PETITION SEEKING HASINA TO STEPDOWN FOR KILLING STUDENTS (এই পিটিশনে স্বাক্ষর করে বাংলাদেশকে বাঁচান এবং শিক্ষার্থীদের হত্যার জন্য হাসিনাকে পদত্যাগ করতে বলুন)” শীর্ষক লেখা দেখা যায়।
ওয়েবসাইটটিতে স্বাক্ষরকারীদের নাম ও লিঙ্গের তথ্য চাওয়া হয় এবং তাদেরকে পাঁচটি হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ১০ জন বন্ধুর কাছে এই লিংকটি প্রেরণ করতে বলা হয়। শেষ ধাপে, পিটিশনটি সাবমিট করার পর ১০ জিবি ডাটা জেতার দুটি বাটন আসে, যা ক্লিক করলে বিভিন্ন স্প্যাম ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়।
মূলত, বাংলাদেশে সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের টানা আন্দোলনের প্রেক্ষাপটে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে একটি পিটিশনের লিংক ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, যেখানে স্বাক্ষরের বিনিময়ে ২০ জিবি ডাটা উপহার দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, এটি একটি ভুয়া পিটিশন লিংক। পিটিশনের ওয়েবসাইটটি চেঞ্জ ডট ওআরজির ডিজাইন নকল করে তৈরি করা হয়েছে এবং ম্যালওয়্যার শনাক্তকরণ ওয়েবসাইট ভাইরাসটোটাল এই ক্ষতিকর বলে চিহ্নিত করেছে।
সুতরাং, কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়া পিটিশনটি ভুয়া।
তথ্যসূত্র
- Virustotal: Verification.
- Whois: Domain Information
- BBC – ফিশিং লিঙ্ক: কৌতূহলে বা পুরস্কারের লোভে ক্লিক করে ফেললে কী করবেন
- Rumor Scanner’s own analysis
|