Authors
Claim
রাজস্থানের বিকানেরের লালগড় স্টেশনের কাছে দুটি ট্রেনের সংঘর্ষ। উদ্ধার অভিযান অব্যাহত।
Fact
ভাইরাল ভিডিয়োর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায়, ১৪ নভেম্বর Dainik Bhaskar– সংবাদমাধ্য়মের ওয়েবসাইটে একই ধরনের একটি ভিডিয়ো এবং প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেই প্রতিবেদন থেকে জানা যায় যে, ভিডিয়োটি কোনও সত্য়িকারের ট্রেন দুর্ঘটনার নয়। বরং সেটি একটি রক ড্রিলের ভিডিয়ো।
এরপর আরও সার্চ করলে দেখা যায় যে, উত্তর-পশ্চিম রেলের অফিসিয়াল এক্স হ্য়ান্ডেলে একই ঘটনার কথা উল্লেখ করে, দৈনিক ভাস্করের প্রতিবেদনটি পোস্ট করা হয়েছিল।
এছাড়া সংবাদসংস্থা IANS-এর অফিসিয়াল এক্স হ্য়ান্ডেলেও মক ড্রিলের ভিডিয়োটি দেখতে পাওয়া যায়।
সুতরাং বোঝাই যাচ্ছে যে ভাইরাল দাবিতে যে রেল দুর্ঘটনার কথা বলা হয়েছে, সেটি সত্য়ি নয়।
Result: False
Sources
Report by Dainik Bhaskar
X post by North Western Railway
X post by IANS
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।