Last Updated on June 20, 2021 by Team THIP
সারমর্ম
ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে একটি ভুয়ো ছবি ঘুরে বেড়াচ্ছে। ছবিটিতে একটি নীল তরমুজ দেখা যাচ্ছে, বলা হচ্ছে এর নাম মুন মেলন – একধরনের তরমুজ যা জাপানে চাষ হয়। ২০১৪ থেকে ছবিটি পিন্টারেস্ট, ফেসবুক, ট্যুইটার এবং হোয়াটস অ্যাপে ঘুরে বেড়াচ্ছে, এর বহুবার ফ্যাক্ট চেকও করা হয়েছে। আমরা দেখেছি মেসেজটি অসত্য।
দাবি
ফেসবুকে শেয়ার করা ছবিটি নিচে দেওয়া হল। অনেক ওয়েবসাইটে এই ছবিটি বর্ণনা সহ পাওয়া যায়। বেশ কিছু ওয়েবসাইট আবার এও দাবি করে যে নীল তরমুজ খেলে মুখের স্বাদ বদলে যায় অর্থাৎ এর পরে টক জিনিস মিষ্টি লাগবে । অনেক অনলাইন শপিং ওয়েবসাইট যেমন ebay বা amazon india তে এটি দাম সমেত বিক্রির জন্য লিস্ট করা আছে।
সত্যানুন্ধান
মুন মেলন বা নীল তরমুজ কি সত্যিই আছে?
না। এই প্রকারের মুন মেলন নামে কোন ফল বা সবজি নেই। ছবিটিতে যে নীল তরমুজের ছবি দেখা যাচ্ছে তা ফটোশপ করা। ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট Snopes.com ২০১৪ সালেই একে ভুয়ো বলেছিল। আপনারা এখানে রিপোর্টটি পড়ে দেখতে পারেন।
এধরনের ‘স্বাদ পরিবর্তন‘ বৈশিষ্টযুক্ত আর কোন ফল আছে কি?
এরকম রং-এর বা এরকম দেখতে কোন ফল নেই।
তবে এর বর্ণনায় যে বৈশিষ্টগুলির কথা বলা হয়েছে তার মধ্যে একটি হল ‘স্বাদের পরিবর্তন’, তা পশ্চিম আফ্রিকায় মিরাকল বেরি ফলের সঙ্গে মেলে। মিরাকল বেরিতে মিরাকুলিন নামে একধরনের প্রোটিন উৎপন্ন হয় যেটা সাময়িকভাবে স্বাদের বদল ঘটাতে পারে (যেমন – এটি মিষ্টি স্বাদকে স্নিগ্ধ করতে পারে।)
এই ফল বা এর নির্যাস শক্ত জমাট বাঁধা অবস্থায় বিক্রি করা হয়, পাউডার বা ট্যাবলেটের আকারেও এটি পাওয়া যায়। একে ‘স্বাদ বদলের ফল’ বা এমন কিছু যা ‘টক কে মিষ্টিতে’ পরিণত করে দিতে পারে, বলে প্রচার করা হয়। তবে, এটা খেয়াল রাখা দরকার যে মিরাকল বেরি ‘ব্লু ওয়াটারমেলন’ বা নীল তরমুজের মত দেখতে নয়। এগুলো ছোট ছোট লাল বের (নিচে ছবি দেওয়া রয়েছে)