schema:text
| - গত বছরের (২০২৩) ০৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে হামলা শুরু করে। এই হামলা কেন্দ্র করে ইসরায়েল-হামাস সংঘাত শুরু হয়, যা এখনো চলছে। সংঘাতের মধ্যেই ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে এই সংঘাত সংক্রান্ত নানা তথ্য আসছে। সম্প্রতি, দেশের কতিপয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়, সুমাইয়া ইউশাহ নামে ১১ বছর বয়সী এক মেয়ে বর্তমানে গাজার সর্বকনিষ্ঠ সাংবাদিক।
উক্ত দাবিতে দেশিয় গণমাধ্যমের প্রতিবেদন দেখুন খবরের কাগজ, বিডিনিউজ২৪, নয়া দিগন্ত।
একই দাবিতে ভারতের সংবাদমাধ্যমের প্রতিবেদন দেখুন পুবের কলম।
একই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
একই দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ১১ বছর বয়সী সুমাইয়া ইউশাহ বর্তমানে গাজার সর্বকনিষ্ঠ সাংবাদিক নন বরং লামা আবু জামুস বর্তমানে গাজার সবচেয়ে কম বয়সী সাংবাদিক।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে দেশীয় কতিপয় গণমাধ্যমে আলোচিত দাবিটির সূত্র হিসেবে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার নাম উল্লেখ করার বিষয় রিউমর স্ক্যানার টিমের নজরে আসে। বিডিনিউজ২৪ যেমন দাবি করছে, ‘আল জাজিরা তাদের প্রতিবেদনে এই শিশুকে গাজার সবচেয়ে কম বয়সী সাংবাদিক বলে পরিচয় করিয়ে দেয়।’
গত ২৭ ফেব্রুয়ারি সুমাইয়া ইউশাহকে (Sumayya Wushah) নিয়ে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে আল জাজিরা।
উক্ত প্রতিবেদনে স্পষ্টভাবেই উল্লেখ করা হয়েছে যে ১১ বছর বয়সী সুমাইয়া গাজার সবচেয়ে কম বয়সী সাংবাদিকদের একজন।
অর্থাৎ, সুমাইয়াই যে গাজার সর্বকনিষ্ঠ সাংবাদিক এমন তথ্য আল জাজিরা দেয়নি।
নয়া দিগন্ত এর এ সংক্রান্ত দাবি সম্বলিত প্রতিবেদনে আরো দাবি করা হচ্ছে, ‘বর্তমানে সুমাইয়া আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিনিধি হিসেবে কাজ করছেন।’
তবে আল জাজিরার প্রতিবেদনে এমন কোনো তথ্য উল্লেখ নেই। বরং বলা হয়েছে, আল জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহ যিনি ফিলিস্তিনের পশ্চিম তীরে এই সংঘাতের মধ্যেই নিহত হন তাকে সুমাইয়া অনুপ্রেরণা হিসেবে মানেন।
পরবর্তীতে গাজায় বর্তমানে সবচেয়ে কম বয়সী সাংবাদিকের বিষয়ে অনুসন্ধানে তুরস্কের সংবাদমাধ্যম TRT World এর ইউটিউব চ্যানেলে গত বছরের (২০২৩) ২৯ ডিসেম্বর প্রকাশিত ‘Meet Lama Abu Jamous: Gaza’s 9 years old journalist’ শীর্ষক শিরোনামের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়৷ এই ভিডিও থেকে জানা যাচ্ছে, গাজার নয় বছর বয়সী মেয়ে লামা আবু জামুস স্বাধীন সাংবাদিক হিসেবে কাজ করছেন। লামাকে নিয়ে চলতি বছরের জানুয়ারিতে সংবাদ প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্কাই নিউজ। স্কাইয়ের প্রতিবেদনে লামাকে গাজার সবচেয়ে কম বয়সী সাংবাদিক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। কাছাকাছি সময়ে আল জাজিরাও লামাকে নিয়ে ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছে। লামার জন্ম তারিখের বিষয়ে জানা যায়নি, তাই এখন তার ঠিক কত বয়স সে সম্পর্কেও নিশ্চিত হওয়ার উপায় নেই। এ সংক্রান্ত প্রতিবেদনগুলো অন্তত দেড় মাসের বেশি পুরোনো হওয়ায় তার বয়স এক বছর বাড়ার সম্ভাবনা থাকলেও তা কোনোভাবেই দশ বছরের বেশি হওয়া সম্ভব নয়৷ এক্ষেত্রেও তাই সুমাইয়া ইউশাহকে বর্তমানে গাজার সর্বকনিষ্ঠ সাংবাদিক বলা যাবে না৷
মূলত, সম্প্রতি দেশের কতিপয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়, সুমাইয়া ইউশাহ নামে ১১ বছর বয়সী এক মেয়ে বর্তমানে গাজার সর্বকনিষ্ঠ সাংবাদিক। কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সুমাইয়া নয়, গাজার সবচেয়ে কম বয়সী সাংবাদিক ৯ বছরের (জানুয়ারির তথ্য অনুযায়ী) লামা আবু জামুস।
সুতরাং, সুমাইয়া ইউশাহ নামে ১১ বছর বয়সী এক মেয়েকে বর্তমানে গাজার সর্বকনিষ্ঠ সাংবাদিক হিসেবে ইন্টারনেটে দাবি করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Al Jazeera: Gaza’s budding 11-year-old journalist reporting the war
- TRT World: Meet Lama Abu Jamous: Gaza’s 9 years old journalist
- Sky News: Meet Gaza’s youngest journalist, 9-year-old Lama Abu Jamous
- Rumor Scanner’s own analysis
|