schema:text
| - সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় অভিনেতা প্রকাশ রাজের ছবি সংবলিত একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হচ্ছে তিনি বলেছেন, “ইন্দোনেশিয়ায় মুসলিম ৯০ শতাংশ, হিন্দু ২ শতাংশ এবং ১১ হাজার মন্দির রয়েছে। তবে, আমি কখনোই দাঙ্গার খবর শুনিনি কারণ সেখানে কোনো আরএসএস নেই।”
উল্লেখ্য যে, ভারতে আরএসএস (RSS) বলতে সাধারণত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বোঝানো হয়। এটি একটি হিন্দু জাতীয়তাবাদী সংগঠন, যা ১৯২৫ সালে কেশব বালিরাম হেডগেওয়ার প্রতিষ্ঠা করেন।
উক্ত দাবিতে এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইন্দোনেশিয়ার ধর্মীয় জনসংখ্যার শতাংশ ও আরএসএস এর বিষয়ে প্রকাশ রাজ প্রকাশ্য এরূপ কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনোরকম নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। এছাড়া, প্রকাশ রাজ নিশ্চিত করেছেন, তিনি এমন কোনো মন্তব্য করেননি।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে, তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও প্রচারিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
অপরদিকে, ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে ২০২৪ সালের গত ২৭ আগস্টে “Actor Prakash Raj denies statement, to take legal action” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, Megh Updates নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে আলোচিত ফটোকার্ডটি সংযুক্ত করে উল্লিখিত দাবিটি প্রচার করা হয়। এর জবাবে প্রকাশ রাজ তার নিজস্ব এক্স অ্যাকাউন্ট থেকে সেই পোস্টটি কোট করে জানান, প্রচারিত দাবিটি ভুয়া।
উক্ত সংবাদ প্রতিবেদনটিতে এই ঘটনার একটি স্ক্রিনশটও সংযুক্ত করা হয়। আলোচিত দাবির বিপরীতে তার এমন প্রত্যুত্তরের সংবাদ আরো একাধিক সংবাদমাধ্যমেও পাওয়া যায়।
এরই সূত্র ধরে প্রকাশ রাজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে চলতি বছরের গত ২৬ আগস্টে মেঘ আপডেটসের দাবি ভুয়া উল্লেখ করে প্রচারিত উক্ত পোস্টটি পাওয়া যায়৷ তবে, মেঘ আপডেটসের উক্ত পোস্টটি বর্তমানে অপসারন করা হয়েছে বলে প্রতীয়মান হয়।
পাশাপাশি, ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে ২০২৪ সালের গত ২৭ আগস্টে “Actor Prakash Raj denies statement, to take legal action” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, সংবাদমাধ্যমটির সাথে এক সাক্ষাৎকারে প্রকাশ রাজ তার নামে প্রচারিত উক্ত মন্তব্য করার বিষয়টি অস্বীকার করে এটি প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন।
সুতরাং, ভারতীয় অভিনেতা প্রকাশ রাজ “ইন্দোনেশিয়ায় মুসলিম ৯০ শতাংশ, হিন্দু ২ শতাংশ এবং ১১ হাজার মন্দির রয়েছে। তবে, আমি কখনোই দাঙ্গার খবর শুনিনি কারণ সেখানে কোনো আরএসএস নেই” শীর্ষক মন্তব্যটি করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- The Indian Express – Actor Prakash Raj denies statement, to take legal action
- Free Press Journal – Prakash Raj On His Viral ‘No Riots In Indonesia Because No RSS’ Comment: ‘Not My Statement, Right-Wingers Fabricate Them
- Prakash Raj – X Post
- Rumor Scanner’s own analysis
|