schema:text
| - সম্প্রতি, ‘স্বতন্ত্র প্রার্থীর পাশে মেয়র লিটন, স্থানীয় আওয়ামী লীগে ক্ষোভ’ শীর্ষক শিরোনামে রাজশাহী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন দাবিতে শুভেচ্ছা বিনিময়ের একটি ছবি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক ইত্তেফাক।
দৈনিক ইত্তেফাক-এ প্রকাশিত প্রতিবেদনটি দেখুন এখানে (আর্কাইভ)।
নিউজটি দ্বারা বিভ্রান্ত হয়ে অনেকে তাদের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে উক্ত নিউজটির লিংক শেয়ার করেছেন। এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (এখানে)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, রাজশাহী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকের সঙ্গে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের শুভেচ্ছা বিনিময়ের এই ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, গত ১৫ অক্টোবর তৃতীয় মেয়াদে রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণ করেন এএইচএম খায়রুজ্জামান লিটন। সেদিন বাঘা উপজেলার পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম ও রাজশাহী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকসহ বেশকয়েক জন মেয়রের প্রথম কার্যদিবসে শুভেচ্ছা জানাতে তার কার্যালয়ে যান। এটি সেসময়ে তোলা ছবি। এছাড়া, গত ৬ ডিসেম্বর এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে রাহেনুল হক কিংবা মেরাজুল ইসলামের কোনো সৌজন্য সাক্ষাৎ অথবা শুভেচ্ছা বিনিময়ের কোনো ঘটনা ঘটেনি।
অনুসন্ধানের শুরুতে ইত্তেফাকে প্রকাশিত প্রতিবেদনটি পড়ে দেখে রিউমর স্ক্যানার টিম। এতে দেখা যায়, প্রতিবেদনটিতে দাবি করা হচ্ছে, গত ৬ ডিসেম্বর (বুধবার) রাজশাহী সিটি করপোরেশন ভবনে রাজশাহী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকের সঙ্গে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এছাড়াও দাবি করা হয়, এসময় তার সঙ্গে রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলার পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলামও উপস্থিত ছিলেন।
উক্ত ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। তবে প্রতিবেদনটিতে এটিও দেখা যায়, উক্ত সাক্ষাতের বিষয়ে মেয়র লিটনের কাছে জানতে চাইলে তিনি স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করার বিষয়টি অস্বীকার করেন এবং এ বিষয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও জানান তিনি।
তাই উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ে প্রতিবেদনে ব্যবহৃত ছবিটি রির্ভাস ইমেজ সার্চের মাধ্যমে পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম-এর ফেসবুক আইডিতে গত ১৫ অক্টোবর রাজশাহীর আলোকবর্তিকা, মাননীয় রাসিক মেয়র জননন্দিত জননেতা জনাব এএইচএম খায়রুজ্জামান লিটন ভাইয়ের তৃতীয় মেয়াদে প্রথম কার্যদিবসে শুভেচ্ছা…… শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ছবি খুঁজে পাওয়া যায়।
ছবিটি পর্যালোচনা করে দেখা যায় দৈনিক ইত্তেফাকে ব্যবহৃত ছবিটির সাথে উক্ত ছবির হুবহু মিল রয়েছে।
এছাড়াও ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, ছবিটি মূলত রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের তৃতীয় মেয়াদে সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসে শুভেচ্ছা জানানোর সময় ধারণ করা হয়েছে।
পরবর্তী অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Khalid Hossain Sajan নামের একটি ফেসবুক আইডিতে গত ৮ ডিসেম্বর করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
পোস্টটিতে তিনি লিখেছেন, ‘Mohammad Sirajul Islam ভাই একটি দায়িত্বশীল পোস্ট এ থেকে আপনার থেকে এই ধরনের পোস্ট বা নিউজ জনগণ এমনকি কি আপনার কর্মীরাও আসা করেনা। যে ছবি দিয়েছেন তা Md Merazul Islam Meraz ভাই গত ১৫ অক্টোবর ই পোস্ট দিয়েছে। চারঘাট বাঘার জনগণ আসা করে আপনি সবসময় সত্যের সাথে থাকবেন। আপনার জন্য শুভকামনা সবসময়’
এছাড়াও তিনি পোস্টটিতে দুটো স্ক্রিনশট যুক্ত করেছেন, একটি হলো Mohammad Sirajul Islam নামের ব্যক্তির নিজস্ব ফেসবুক আইডিতে দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনটিরর শেয়ার করা লিংকের এবং অপরটি হলো পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম-এর ফেসবুক আইডিতে গত ১৫ অক্টোবর মেয়রের সাথে শুভেচ্ছা বিনিময় নিয়ে করা আলোচিত ছবিযুক্ত ফেসবুক পোস্টের।
পরবর্তী অনুসন্ধানে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের তৃতীয় মেয়াদে সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণের বিষয়ে দৈনিক যুগান্তর-এর ওয়েবসাইটে গত ১৫ অক্টোবর তৃতীয় মেয়াদে রাসিক মেয়রের দায়িত্ব নিলেন লিটন শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ১৫ অক্টোবর দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের নগর ভবনের গ্রিন প্লাজায় নির্বাচিত মেয়র এবং ৪০ জন কাউন্সিলরের অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর বিকালে নগর ভবনে মেয়র দপ্তর কক্ষে নবনির্বাচিত পরিষদের উপস্থিতিতে তৃতীয়বারের মত সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণের পর দাপ্তরিক কার্যক্রম শুরু করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
তাছাড়া, আলোচিত ছবির বিষয়ে জানতে পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলামের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি জানান, ছবিটি মূলত গত ১৫ অক্টোবর তোলা। মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন তৃতীয়বারের মত সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণ করার দিন তার প্রথম কার্যদিবসে শুভেচ্ছা জানাতে তারা মেয়রের কার্যালয়ে যান। সেসময় তাদের সাথে রাজশাহী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকও উপস্থিত ছিলেন। এছাড়াও তিনি আরও জানান, গত ৬ ডিসেম্বর মেয়রের সাথে তাদের কোনো সাক্ষাৎ কিংবা শুভেচ্ছা বিনিময়ের ঘটনা ঘটেনি। প্রতিবেদনে ব্যবহৃত ছবিটি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলেও ১৫ অক্টোবরেই আপলোড করা হয়েছিল।
অর্থাৎ, ‘স্বতন্ত্র প্রার্থীর পাশে মেয়র লিটন, স্থানীয় আওয়ামী লীগে ক্ষোভ’ শীর্ষক শিরোনামে দৈনিক ইত্তেফাক-এ প্রকাশিত প্রতিবেদনে ব্যবহৃত ছবিটি সাম্প্রতিক সময়ের নয়।
মূলত, গত ১৫ অক্টোবর তৃতীয়বারের মত রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণ করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সেদিন বাঘা উপজেলার পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম ও রাজশাহী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকসহ বেশকয়েক জন মেয়রের প্রথম কার্যদিবসে শুভেচ্ছা জানাতে তার কার্যালয়ে যান। সেদিনের শুভেচ্ছা বিনিময়ের একটি ছবি সম্প্রতি দৈনিক ইত্তেফাক তাদের একটি প্রতিবেদনে সাম্প্রতিক সময়ের দাবিতে করে প্রচার করে। প্রতিবেদনটিতে দাবি করা হয়, গত ৬ ডিসেম্বর রাজশাহী সিটি করপোরেশন ভবনে রাজশাহী-৬ (বাঘা ও চারঘাট উপজেলা) আসনে স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত প্রতিবেদনে ব্যবহৃত ছবিটি ৬ ডিসেম্বরের নয় এবং উক্ত দিনে মেয়রের সাথে পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম ও রাজশাহী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকের সাক্ষাৎ কিংবা শুভেচ্ছা বিনিময়ের কোনো ঘটনা ঘটেনি।
সুতরাং, গত ১৫ অক্টোবরের একটি ছবিকে দৈনিক ইত্তেফাক তাদের ‘স্বতন্ত্র প্রার্থীর পাশে মেয়র লিটন, স্থানীয় আওয়ামী লীগে ক্ষোভ’ শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদনে সাম্প্রতিক সময়ের ছবি দাবিতে প্রচার করেছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Md Merazul Islam Meraz Facebook Account: Post
- Khalid Hossain Sajan Facebook Account: Post
- Daily Jugantor Website: তৃতীয় মেয়াদে রাসিক মেয়রের দায়িত্ব নিলেন লিটন (jugantor.com)
- Rumor Scanner’s Own Analysis
|