সম্প্রতি, দেশীয় গণমাধ্যম চ্যানেল ২৪ এ ‘সৌদিতে বাড়ি, গাড়ী এমনকি বিমানও দেয়া হচ্ছে নেইমারকে!’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদনে দাবি করা হয় সৌদি আরব দেশটিকে নিয়ে ইন্সটাগ্রামে একটি পোস্ট করলেই প্রায় ৬০ কোটি টাকা পাবেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার।
ইউটিউবে প্রচারিত ভিডিও প্রতিবেদনটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সৌদি আরবকে প্রোমোট করে দেওয়া প্রতি ইন্সটাগ্রাম পোস্টের জন্য ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের ৬০ কোটি টাকা পাবার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে সৌদি আরবকে প্রোমোট করে দেওয়া প্রতি ইনস্টাগ্রাম পোস্টের জন্য নেইমার ঠিক কত টাকা পাবেন তার অফিশিয়াল কোনো তথ্য নেই। তবে বিভিন্ন মিডিয়ায় সৌদি আরব নিয়ে প্রতি ইন্সটাগ্রাম পোস্টের জন্য নেইমার প্রায় ৬ কোটি টাকা পাবেন বলে দাবি করা হয়/উল্লেখ করা হয়।
অনুসন্ধানের শুরুতে কিওয়ার্ড সার্চের মাধ্যমে চ্যানেল ২৪ এর অনলাইন পোর্টালে ২৫ রুমের বাড়ি, ব্যক্তিগত বিমান-গাড়িসহ সৌদিতে যত সুবিধা পাবেন নেইমার শীর্ষক শিরোনামে গত ১৭ আগস্ট প্রকাশিত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়।
সংবাদটির শেষাংশে বলা হয়েছে, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি আরবকে প্রমোট করে নেইমার যদি কোনো পোস্ট দেন তাহলে প্রতি পোস্টের জন্য পাবেন ৪.৫ কোটি টাকা।’
অর্থাৎ, ওয়েব আর্টিকেলে সৌদিকে প্রমোট করে করা প্রতি পোস্টের জন্য নেইমার ৪.৫ কোটি টাকা পাবেন উল্লেখ করা হলেও ভিডিও প্রতিবেদনে ৬০ কোটি টাকা উল্লেখ করা হয়। যার মাধ্যমে ব্যাপক পার্থক্য পরিলক্ষিত হয়।
তথ্যের সত্যতা যাচাইয়ে পরবর্তী অনুসন্ধানে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম Daily Mail এর অনলাইন পোর্টালে ‘Saudi Arabia ‘will pay Neymar £430k for every Instagram post promoting his new home’ as bonus clauses of his incredible £130m-a-year contract are revealed’ শীর্ষক শিরোনামে গত ১৫ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি আরবকে প্রোমোট করে এমন প্রতিটি পোস্ট বা স্টোরি আপলোড করার জন্যে ব্রাজিলিয়ান এই তারকাকে ৪৩০০০০ পাউন্ড অর্থ প্রদান করা হবে বলে উল্লেখ করা হয়।
গুগলের আজকের এক্সচেঞ্জ রেট অনুসারে ১ পাউন্ড = ১৩৯.৩৫ টাকা। সে অনুসারে ৪৩০০০০ পাউন্ড = ৫৯৯১৯৯৩৬.৩৬ টাকা। যা প্রায় ৬ কোটি টাকার সমান
বৃটিশ আরেক সংবাদমাধ্যম Daily Star এর অনলাইন পোর্টালে ‘Inside Neymar’s incredible Saudi contract – from ‘private jet to £430K social media posts’ শীর্ষক শিরোনামে গত ১৫ আগস্ট প্রকাশিত আরেকটি সংবাদ খুঁজে পাওয়া যায়।
উক্ত সংবাদেও নেইমারের সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি আরবকে প্রমোট করে প্রতিটি পোস্টের জন্যে ৪.৩০ লাখ পাউন্ড পাওয়ার বিষয়টি লক্ষ্য করা যায়।
অপদরিকে Worldsoccertalk নামের একটি ফুটবল ভিত্তিক অনলাইন পোর্টালে Neymar to be paid $500K per social media post by Saudi Arabia শিরোনামে গত ১৪ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে সৌদি আরব নিয়ে প্রতি সোস্যাল মিডিয়া পোস্টের জন্য নেইমার ৫০০ হাজার ডলার পাবেন বলে উল্লেখ করা হয়।
অর্থাৎ, বিভিন্ন গণমাধ্যম ও ওয়েবসাইটের দাবি অনুযায়ী নেইমার সৌদি আরবকে প্রোমোট করে দেওয়া প্রতিটি পোস্টের জন্য প্রায় ৬ কোটি টাকা পাবেন। আন্তর্জাতিক কোনো মিডিয়া বা সাইটে প্রতি পোস্টের জন্য ৪৩০ হাজার ডলার বা ৫০০ হাজার ডলার (৫ কোটি ৪৫ লাখ বা প্রায় সাড়ে ৫ কোটি) এর বেশি কোনো তথ্য পাওয়া যায় না।
মূলত, সম্প্রতি ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার সৌদি আরবের আল হিলাল ক্লাবের সাথে চুক্তি বদ্ধ হয়। সেই প্রেক্ষিতেই গত ১৫ আগস্ট চ্যানেল ২৪ এ সৌদি আরবে ব্রাজিলিয়ান এই তারকাকে কি কি সুবিধা প্রদান করা হবে তা নিয়ে একটি ভিডিও প্রতিবেদনে এবং লিখিত প্রতিবেদন প্রচার করা হয়। ওয়েব আর্টিকেলে সৌদিকে প্রোমোট করে প্রতি ইন্সটাগ্রাম পোস্টের জন্য নেইমার ৪.৫ কোটি টাকা উল্লেখ করা হলোও ভিডিও প্রতিবেদনে ৬০ কোটি টাকা উল্লেখ করা হয়। তবে অনুসন্ধানে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া ও সাইটে ৬-৭ কোটি টাকার বেশি কোনো তথ্য পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, নেইমার ঠিক কত পাবেন এর অফিশিয়াল কোনো ঘোষণা না থাকলেও বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া/সাইটের তথ্য অনুযায়ী সৌদি আরবকে প্রোমোট করে দেওয়া প্রতি ইনস্টাগ্রাম পোস্টের জন্য নেইমার ৬ কোটি থেকে ৭ কোটি টাকা পাবেন বলে জানা যায়।
সুতরাং, সৌদিকে প্রমোটে প্রতি ইনস্টাগ্রাম পোস্টের জন্য নেইমারের ৬০ কোটি টাকা পাওয়ার বিষয়টি সঠিক নয়।
তথ্যসূত্র
- Daily Mail Website: Saudi Arabia ‘will pay Neymar £430k for every Instagram post promoting his new home’ as bonus clauses of his incredible £130m-a-year contract are revealed | Daily Mail Online
- Daily Star Website: Inside Neymar’s incredible Saudi contract – from ‘private jet to £430K social media posts’ – Daily Star
- WorldSoccerTalk Website: Neymar to be paid $500K per social media post by Saudi Arabia – World Soccer Talk
- Rumor Scanner’s Own Analysis