সম্প্রতি, পাকিস্তানের বেলুচিস্তানের হাঙ্গু মসজিদের ভিতরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় বাংলাদেশের একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে একটি ছবি ব্যবহার করা হয়েছে।
ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা২৪।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বোমা হামলার ঘটনার নয় বরং পূর্বের ভিন্ন ঘটনার পুরোনো ছবিকে পাকিস্তানের সাম্প্রতিক বোমা হামলার দাবিতে প্রচার করা হয়েছে।
ছবিটির মূল সূত্রের বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক সংবাদ সংস্থা Al jazeera এর ওয়েবসাইটে ছবিটি খুঁজে পাওয়া যায়।
ছবির ক্যাপশন থেকে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের পেশাওয়ার শহরের একটি মসজিদে হওয়া আত্মঘাতী বোমা হামলার দৃশ্য এটি।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত ছবিটির ক্যাপশনে স্পষ্ট করেই দাবি করা হয়েছে যে ছবিটি বেলুচিস্তানের হাঙ্গু মসজিদে হওয়া বোমা হামলার পরের দৃশ্য। কিন্তু ছবিটি এই মসজিদের এবং সাম্প্রতিক সময়ের নয়।
মূলত, গত ২৯ সেপ্টেম্বর পাকিস্তানের বেলুচিস্তানের মাসতাং বিভাগে ঈদে মিলাদুন্নবীর মিছিলে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় দেশের একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে পাকিস্তানের সাম্প্রতিক বোমা হামলার ঘটনার দাবিতে একটি ছবি ব্যবহার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। পাকিস্তানের পুরোনো ও ভিন্ন ঘটনার ছবিকে সাম্প্রতিক বোমা হামলার ঘটনার খবরে ব্যবহার করে এটিকে উক্ত ঘটনার পরের দৃশ্য বলে দাবি করা হয়েছে, যা বিভ্রান্তির জন্ম দিয়েছে।
সুতরাং, পাকিস্তানের সাম্প্রতিক বোমো হামলার ঘটনায় বাংলাদেশের একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে পুরোনো ঘটনার ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।