schema:text
| - ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ইফতারের জন্য মসজিদে ১০ কোটি টাকা দান করেছেন দাবিতে গত ১১ মার্চ একটি ভিডিও শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভিডিওটি প্রায় ২ লাখ ২০ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটিতে ২২ হাজারের অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটি সাড়ে ৫ শতাধিক বার শেয়ার করা হয়েছে এবং ভিডিওটিতে প্রায় ২ শতাধিক মন্তব্য করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি রমজানে ইফতারের জন্য মসজিদে ১০ কোটি টাকা দান করেননি বরং প্রায় ৭ বছর পূর্বে বিরাট কোহলি অভিনীত একটি বাণিজ্যিক বিজ্ঞাপনের ভিডিওর সাথে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ভিন্ন একটি গানের অডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। উক্ত ভিডিওটিতে বিরাট কোহলিকে একটি কক্ষে কয়েকজনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। তবে সেখানে কোনো দৃশ্যে তাকে কোনো অর্থ দান করতে দেখা যায়নি। তাছাড়া উক্ত কক্ষটি কোনো মসজিদের কক্ষের মত নয়।
বিষয়টি অধিকতর যাচাইয়ের লক্ষ্যে ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে পোশাক ও ফ্যাশন বিষয়ক ভারতীয় প্রতিষ্ঠান Manyavar এর ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ১০ মার্চ ‘Virat Kohli against boundaries’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি বিরাট কোহলি অভিনীত একটি বাণিজ্যিক বিজ্ঞাপন। মেনিয়েভার ব্যান্ডের পোশাকে উক্ত বিজ্ঞাপনে ধর্মীয় সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে।
এই ভিডিওটি’র একটি অংশের সাথে আলোচিত ভিডিওটি’র হুবহু মিল পাওয়া যায়।
পরবর্তীতে একই তারিখে Manyavar এর ভেরিফাইড ফেসবুক পেজেও একই শিরোনামে প্রকাশিত উক্ত ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। এটি প্রায় ৭ বছর পূর্বের ভিডিও। এর সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।
তাছাড়া, আলোচিত ভিডিওটিতে প্রচারিত অডিওতে ‘নূর-ই-রমজান’ শীর্ষক একটি গান বাজতে শোনা যায়। কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে উক্ত গানটি খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, উপরোক্ত বিজ্ঞাপনের ভিডিওর সাথে উক্ত গানের অডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
এছাড়াও, ভারতীয় গণমাধ্যম, বিরাট কোহলি’র ভেরিফাইড ফেসবুক পেজ, ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট, এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে এখন পর্যন্ত বিরাট কোহলির পক্ষ থেকে রমজানে ইফতারের জন্য মসজিদে ১০ কোটি টাকা দানের বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ, উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, বিরাট কোহলি ইফতারের জন্য মসজিদে ১০ কোটি টাকা দান করেননি।
মূলত, ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ইফতারের জন্য মসজিদে ১০ কোটি টাকা দান করেছেন দাবিতে একটি ভিডিও সাম্প্রতিক সময়ে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে প্রায় ৭ বছর পূর্বে বিরাট কোহলি অভিনীত একটি বাণিজ্যিক বিজ্ঞাপনের ভিডিওর সাথে ভিন্ন একটি গানের অডিও যুক্ত করে তাতে উক্ত দাবি সম্বলিত টেক্সট বসিয়ে আলোচিত ভিডিওটি প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বেও বিরাট কোহলিকে নিয়ে ইন্টারনেটে বিভিন্ন ভুয়া তথ্য প্রচারের প্রেক্ষিতে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি রমজানে ইফতারের জন্য মসজিদে ১০ কোটি টাকা দান করেছেন দাবিতে টিকটকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Manyavar YouTube: Virat Kohli against boundaries
- Manyavar Facebook: Virat Kohli against boundaries
- Virat Kohli: Facebook Page
- Virat Kohli: Instagram Account
- Virat Kohli: X Account (Formerly Twitter)
- Talk Shows Central YouTube: Noor e Ramazam | Anthem of Ramadan
- Rumor Scanner’s Own Analysis
|