Diane Friedman এর বয়স ১০৩ বছর। ৭০ বছর বয়সে এই মানুষটি সিদ্ধান্ত নেয় দৌড়বিদ হওয়ার। তার বন্ধুরা এটা নিয়ে তাকে খুব উপহাস করতো। বলতো, "এটা দৌঁড়ের বয়স নয়।" আমাদের দেশেও বলে এই বয়সে দৌঁড়ালে হাঁটু ক্ষয় হয়। Diane কারো উপহাসে মনযোগ দিতেন না। তিনি দৌঁড়াতেই থাকেন। অবশেষে তিনি অলিম্পিকে বয়সভিত্তিক (১০০-১০৪) কয়েকটি রেকর্ড ভাঙেন। 100 meters - 36.71 seconds 200 meters - 1 minute and 29.78 seconds আসুন দৌঁড়াই।