ইউরো ২০২০-তে উয়েফা (ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশন) সকল দলের অধিনায়কদের "OneLove" ব্যান্ড পরিধান করার নির্দেশ দিয়েছিল। এই ব্যান্ডটি বিভিন্ন ধরণের বৈষম্যের বিরুদ্ধে ঐক্য ও সহনশীলতার এলজিবিটিকিউ+ (লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, কুইয়ার এবং ইন্টারসেক্স) গর্ব ও সামাজিক আন্দোলনের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছিল। | কিন্তু, পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছিলেন একমাত্র ইউরোপীয় অধিনায়ক যিনি এই ব্যান্ডটি পরিধান করেননি।