সম্প্রতি হলদিয়ার দিকে বঙ্গোপসাগরে আসা প্রবল ঝড়ে ১৫-সহ মৎস্যজীবী-সহ একটি ট্রলার উল্টে যায়। সেই ট্রলারে থাকা রবীন্দ্রনাথ দাস নামে এক মৎস্যজীবী ভেসে যান এবং টানা পাঁচ দিন জল ও খাবার ছাড়া তিনি সমুদ্রে ভেসে থাকেন। পরে বাংলাদেশের একটি জাহাজ তাঁকে উদ্ধার করে।