দক্ষিণ লেবাননে জিভ এরলিচ নামের ৭১ বছর বয়সী এক গবেষক ও দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। একই হামলায় এরলিচ এবং একজন সৈন্য নিহত হন, এতে গোলানি ব্রিগেডের একজন অফিসার গুরুতর আহত হন। এছাড়া অপর এক ঘটনায় ২২ বছর বয়সী এক সৈন্য নিহত হয়েছেন। এই দুই সৈন্যের মৃত্যুর ফলে গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত লেবাননে আট শতাধিক ইসরায়েলি সেনার মৃত্যু হলো। সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।