schema:text
| - সকল গ্রেডের সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার করে কোটা ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীরা গত পহেলা জুলাই থেকে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরই মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফর নিয়ে গত ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়েও কথা বলেন। সে সময় প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হন। এর প্রেক্ষিতে আন্দোলনের কর্মসূচিতে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা। এর মধ্যে ঘটেছে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা, এসেছে বহু হতাহতের খবরও। এদিকে গত ২৬ জুলাই অনুষ্ঠিত হয় প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি প্রচার করা হচ্ছে, প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে সারা বিশ্বের টেলিভিশন পর্দায় বাংলাদেশের কোটা সংস্কারের দাবিতে প্রতিবাদী ছাত্রদের মিছিলের দৃশ্য ও ধারা-বিবরণী প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে সারা বিশ্বের টেলিভিশনের পর্দায় কোটা সংস্কার আন্দোলনের দৃশ্য ও ধারা বিবরণী প্রচারিত হয়নি বরং, কোনোরকমের বিশ্বস্ত তথ্যপ্রমাণ ছাড়াই ভিত্তিহীনভাবে এই দাবিটি প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের প্রাথমিক পর্যায়ে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। কিন্তু, কোনো পোস্টেই প্রচারিত দাবিটির স্বপক্ষে কোনো বিশ্বস্ত তথ্যসূত্র বা তথ্যপ্রমাণ উল্লেখ করা হয়নি।
তাছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মূলধারার গণমাধ্যমে বা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণই পাওয়া যায়নি৷
টেলিভিশনে এ বিষয়ে কিছু প্রচার হয়নি তা নিশ্চিত হলেও উদ্বোধনী অনুষ্ঠানে কোটা সংস্কার আন্দোলন নিয়ে কোনো কার্যক্রম করা হয়েছিল কি না অতঃপর তার অনুসন্ধান করি আমরা। অনুসন্ধানে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের বেশকিছু দৃষ্টিনন্দন ছবি নানা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার হতে দেখা যায়। বিবিসিও বেশকিছু ছবি তাদের ওয়েবসাইটে প্রচার করে। কিন্তু, কোথাও কোটা সংস্কার আন্দোলন সংশ্লিষ্ট কোনো কার্যক্রমের ছবি বা উল্লেখ পাওয়া যায়নি। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে অলিম্পিকের ওয়েবসাইটেও নানা তথ্য পাওয়া গেলেও কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে কিছুই পাওয়া যায়নি।
উল্লেখ্য, অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে সারাবিশ্বের টেলিভিশনের পর্দায় কোটা সংস্কার আন্দোলনের কোনো দৃশ্য দেখানো না হলেও রয়টার্স, আল জাজিরা, নিউ ইয়র্ক টাইমস, বিবিসি, এএফপি, ডয়েচে ভেলে, দ্যা গার্ডিয়ানসহ আন্তর্জাতিক অঙ্গনের একাধিক প্রভাবশালী সংবাদমাধ্যম গুরুত্বসহকারে বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের বিষয় নিয়ে প্রতিনিয়ত সংবাদ প্রকাশ করছে।
মূলত, গত পহেলা জুলাই থেকে বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। এর মাঝে আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের পর এই আন্দোলন দেশব্যাপী তীব্র আকার ধারণ করে। আন্দোলনে বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় নেতা-কর্মীদের সাথে আন্দোলনকারীতে দফায় দফায় সংঘর্ষ বাঁধে। এতে বহু হতাহতের ঘটনাও ঘটে।
এদিকে, গত ২৬ জুলাই ফ্রান্সের প্যারিসে বিশ্বের অন্যতম জমকালো ইভেন্ট অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এরই প্রেক্ষিতে ফেসবুকে দাবি প্রচার করা হচ্ছে, প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে সারা বিশ্বের টেলিভিশন পর্দায় বাংলাদেশের প্রতিবাদী ছাত্রদের মিছিলের দৃশ্য ও ধারা-বিবরণী প্রচার করা হয়েছে। কিন্তু, রিউমর স্ক্যানার টিম যাচাই করে জানতে পারে, চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে সারাবিশ্বের টেলিভিশনে আন্দোলন নিয়ে কোনো তথ্য প্রদর্শিত হয়নি এবং এখন অবধি এবারের অলিম্পিকের কোনো কার্যক্রমেই কোটা আন্দোলন বিষয়ক কোনো তথ্য বা দৃশ্য দেখা যায় নি৷
সুতরাং, প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে সারা বিশ্বের টেলিভিশন পর্দায় বাংলাদেশের প্রতিবাদী ছাত্রদের মিছিলের দৃশ্য ও ধারা-বিবরণী প্রচার করা হয়েছে শীর্ষক দাবিটি ভিত্তিহীন এবং মিথ্যা।
তথ্যসূত্র
- BBC – Spectacular photos from the Paris 2024 opening ceremony
- Olympics – PARIS 2024 WELCOMES THE WORLD IN GROUND-BREAKING OPENING CEREMONY ON THE SEINE
- Rumor Scanner’s own analysis
|