গত ৯ অক্টোবর থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে দেশের বেশকিছু এলাকায় পূজামণ্ডপে মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এসব ঘটনার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলায় বিধ্বস্ত একটি পূজা মণ্ডপের ছবি প্রচার করে দাবি করা হচ্ছে এটি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের দুর্গাপূজায় মূর্তি ভাঙচুরের ছবি।
উক্ত দাবিতে ভারতের ত্রিপুরা ভিত্তিক পোর্টাল জুম্মো টাইমস কর্তৃক ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
বাংলাদেশি ফেসবুক অ্যাকাউন্ট থেকেও একই দাবি প্রচার করা হচ্ছে। উক্ত দাবিতে বাংলাদেশি অ্যাকাউন্ট থেকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
দ্য জুম্মো টাইমস কর্তৃক প্রচারিত সবচেয়ে ভাইরাল পোস্টটিতে এককভাবে ২ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং অর্ধ সহস্রাধিক বার শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পূজামণ্ডপে মূর্তি ভাঙচুরের এই ছবিটি সাম্প্রতিক সময়ের নয়, বরং ছবিটি ২০২১ সালের ১৩ অক্টোবরে চাঁদপুরের পূজা মণ্ডপে ভাঙচুরের দৃশ্যের।
এ বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে অনলাইন সংবাদমাধ্যম নিউজ বাংলা২৪ এ ২০২২ সালের ২৫ জানুয়ারি তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি পাওয়া যায়। ছবিটির বর্ণনায় বলা হয়, “গত বছর (২০২১) ১৩ অক্টোবর চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায় একটি মন্দিরে হামলা করা হয়।”
পরবর্তীতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলা এবং জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে বাংলার ওয়েবসাইটে যথাক্রমে ২০২১ এবং ২০২২ সালে প্রকাশিত পৃথক দুইটি প্রতিবেদনেও আলোচিত ছবিটি পাওয়া যায়। প্রতিবেদন দুইটিতেও ছবিটি চাঁদপুরের বলে উল্লেখ করা হয়।
সুতরাং, ২০২১ সালে চাঁদপুরের মন্দিরে হামলার ঘটনার ছবিকে সাম্প্রতিক সময়ে পূজামণ্ডপে হামলার ছবি দাবিতে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- News Bangla24 – মন্দির ভাঙা জঘন্য অপরাধ: হাইকোর্ট
- DW Bangla – দুর্গাপূজায় হামলা, অভিযুক্তরা মুক্ত
- BBC Bangla – কুমিল্লার পূজামণ্ডপে কোরআন পাওয়ার জের ধরে চাঁদপুরেও হামলা, সংঘর্ষে ৪ জন নিহত
- Rumor Scanner’s own analysis