Fact Check: কেজরিওয়াল এবং AAP সরকারকে লক্ষ্য করে পাঞ্জাব পুলিশের নামে ভাইরাল ভিডিও পাকিস্তানের
বিশ্বাস নিউজ নিজেদের তদন্তে জেনেছে যে ভাইরাল করা ভিডিও ভারতের পাঞ্জাবের নয়। এই ভিডিও পাকিস্তানের পাঞ্জাবের। পাকিস্তানের ভিডিওটিকে ভুয়ো দাবি সহ ছড়ানো হচ্ছে।
- By: Umam Noor
- Published: জানু. 23, 2025 at 05:37 অপরাহ্ন
নতুন দিল্লি (বিশ্বাস নিউজ)। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে একজন রিপোর্টারকে একজন পুলিশের পেছনে দৌড়াতে দেখা যাচ্ছে। পুলিশকর্মীর পেছনে দৌড়ানোর সময় রিপোর্টারকে এটা বলতে শোনা যাচ্ছে যে পাঞ্জাব পুলিশ গাঁজা বিক্রিও করছে এবং বিক্রি করাচ্ছেও।
ভারতের পাঞ্জাব পুলিশের বলে কেজরিওয়াল সরকারকে লক্ষ্য করে ভিডিওটি আলাদা- আলাদা প্ল্যাটফর্মে শেয়ার করা হচ্ছে।
বিশ্বাস নিউজ নিজেদের তদন্তে জেনেছে যে ভাইরাল করা ভিডিও ভারতের পাঞ্জাবের নয়। এই ভিডিও পাকিস্তানের পাঞ্জাবের। পাকিস্তানের ভিডিওটিকে ভুয়ো দাবি সহ ছড়ানো হচ্ছে।
কী আছে ভাইরাল পোস্টে ?
ফেসবুক ব্যবহারকারী ভাইরাল পোস্টটি শেয়ার করে লিখেছেন, এটিকে বলা যেতে পারে.. “High Level Ground Reporting” যদি সমস্ত Reporter এরকম হয়ে যায় তাহলে, দেশ শুধরাতে দেরী হবে না! যদিও এ কেজরিওয়ালের পাঞ্জাব পুলিশ, ভাই Face Reveal হতে দেয়নি।”
পোস্ট এর আর্কাইভ ভার্শন এখানে দেখুন।
তদন্ত
আমাদের তদন্ত শুরু করার সময় সবার প্রথমে আমরা ভিডিওটিকে মনযোগ সহকারে দেখেছি। ভিডিওর তিন সেকেন্ডের ফ্রেমে পুলিশ কর্মীর উর্দিতে পাকিস্তানের পতাকা চোখে পড়ে।
এই ভিত্তিতে আমরা আমাদের তদন্তে এগিয়েছি এবং গুগল লেন্স ব্যবহার করে ভাইরাল ভিডিওর কী-ফ্রেম সার্চ করেছি। সার্চ করে আমরা এই ভিডিও একজন এক্স ব্যবহারকারীর প্রোফাইলে 18 ডিসেম্বর 2024 এ আপলোড হয়েছে বলে পাই। সেখানে ভিডিওর সঙ্গে দেওয়া তথ্য অনুযায়ী, এটি পাকিস্তানের পাঞ্জাবের ভিডিও। এই ভিডিওতে আমাদের ‘SA times’ নাম সহ লোগো চোখে পড়ে।
এই বিষয়ে তদন্ত আরো এগিয়ে নিয়ে যেতে আমরা গুগলে ‘SA Times’ সার্চ করি। এবং এই নামে একটি ফেসবুক পেজ পাই। এই পেজে ভাইরাল ভিডিওটি 20 নভেম্বর 2024 এ আপলোড করা হয়েছে। এখানেও ভিডিওটি পাকিস্তানের পাঞ্জাবের বলা হয়েছে। এছাড়াও ভিডিওতে লেখা আছে, পুলিশ অফিসার প্রকাশ্যে গাঁজা বিক্রি করার সময় ধরা পড়ে। ভাইরাল ভিডিওটির লম্বা ভার্শন এখানে দেখা যেতে পারে।
এছাড়াও এই ভিডিওতে পরিষ্কার ভাবে পুলিশের উর্দিতে পাকিস্তানের পতাকা এবং রিপোর্টারের মাইকে ‘SA Times‘ ও চোখে পড়ছে।
ভাইরাল ভিডিও সম্পর্কিত নিশ্চিতকরণের জন্য আমরা পাকিস্তানের সংবাদদাতা আদিল আলীর সঙ্গে যোগাযোগ করি এবং ভাইরাল পোস্টটি তার সঙ্গে শেয়ার করি। উনি আমাদের নিশ্চিত করে বলেন যে এই ভিডিও পাকিস্তানেরই।
এবার পালা ছিল ভুয়ো পোস্ট শেয়ার করা ফেসবুক ব্যবহারকারী ‘Ramesh Verma Mauryavanshi’ এর সোশ্যাল স্ক্যানিং করা। আমরা পেয়েছি যে ব্যবহারকারীকে 21 হাজার মানুষ ফলো করেন। একই সঙ্গে, এই প্রোফাইল থেকে বিশেষ বিচারধারা দ্বারা অনুপ্রাণিত পোস্ট শেয়ার করা হয়।
উপসংহার: বিশ্বাস নিউজ নিজেদের তদন্তে পেয়েছে যে ভাইরাল করা ভিডিও ভারতের পাঞ্জাবের নয়। এই ভিডিও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরের। লাহোরের ভিডিওটি ভুয়ো দাবি সহ ছড়ানো হচ্ছে।
- Claim Review : ভারতের পাঞ্জাব পুলিশের ভিডিও।
- Claimed By : FB User: Ramesh Verma Mauryavanshi
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.