সম্প্রতি, এক নারীর আপত্তিকর দৃশ্যের একটি ছবি ইন্টারনেটে প্রচার করে দাবি করা হচ্ছে, তিনি কুমিল্লা সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র তাহসীন বাহার সূচনা। ভিডিওটি গত ১৭ আগস্ট Atika Binte Hossain নামক একটি ফেসবুক পেজ থেকে শেয়ার করে দাবি করা হচ্ছে, “আমাদের দলের মেয়র কুমিল্লার রসমালাই। এই পোস্ট টি ১০০০ শেয়ার দেখতে চাই তারপর ভিডিও আপলোড দিব।’
ফেসবুকে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন দেখুন, এখানে (আর্কাইভ)।
এছাড়া, একই ছবি ইউটিউবে থাম্বনেল হিসেবে Nur Fact নামক ইউটিউব চ্যানেলেও ব্যবহার করা হয়।
ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটিতে যে নারীকে দেখা যাচ্ছে তিনি তাহসীন বাহার সূচনা নন বরং ভিন্ন এক নারীর আপত্তিকর ছবির মুখের স্থলে তাহসীন বাহারের মুখ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বসিয়ে এই ছবিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে Indian Housewife’s নামক একটি ফেসবুক পেজে ২০১৮ সালের ৩ আগস্ট প্রকাশিত একটি ছবি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
ছবিতে নগ্ন অবস্থায় যে নারীকে দেখা যায়, তার চেহারার সাথে আলোচিত ছবির নারীর চেহারার মিল খুঁজে পাওয়া যায়নি। তবে ভিডিওটি পর্যবেক্ষণ করে উক্ত নারীর পেছনের দেয়াল, ছাদের রংসহ আনুষঙ্গিক অন্যান্য বিষয়বস্তুর সাথে তাহসীন বাহারের ছবি দাবিতে প্রচারিত দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।
সুতরাং, ভিন্ন এক নারীর আপত্তিকর ছবিতে তাহসীন বাহারের মুখ বসিয়ে ছবিটি তাহসীন বাহারের দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা বিকৃত।
তথ্যসূত্র
- Indian Housewife’s – Facebook Post
- Rumor Scanner’s own analysis