schema:text
| - সম্প্রতি, ভোলা পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪’ দাবিতে জাতীয় দৈনিক ‘প্রথম আলো’র লোগো ব্যবহার করে একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিবরণীতে উল্লেখ করা হয়, ‘এই চাকরিতে বাংলাদেশের সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ংসম্পূর্ণ নারী ও পুরুষ উভয় পদ অনুযায়ী আবেদন করতে পারবেন। তবে, আবেদনকারী পুরুষ বা মহিলা প্রত্যেকের বয়স ১৮-৩০ বছরের মাঝে হতে হবে এবং সেসকল চাকরি প্রার্থীরা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। তবে বীর মুক্তিযোদ্ধার কোটা ও শারীরিক প্রতিবন্ধী চাকরি প্রার্থীরা ১৮-৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবে।’
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রথম আলো’র লোগোসহ প্রচারিত ভোলা পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রথম আলো বা সংশ্লিষ্ট পৌরসভা কর্তৃপক্ষ প্রকাশ করেনি বরং, আলোচিত বিজ্ঞপ্তিটি ভুয়া বলে ভোলা পৌরসভা কার্যালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে কথিত নিয়োগ বিজ্ঞপ্তির ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশের সময় উল্লেখ করা হয়েছে মাসের ২৪ এপ্রিল এবং ছবির উপরে ‘প্রথম আলো’র লোগো যুক্ত করা হয়েছে।
এছাড়া, যে কোনো একটি পদে বা প্রযোজ্য যোগ্যতা থাকলে একাধিক পদে আবেদন দাখিল করতে পারবেন উল্লেখ করে, উক্ত পদ সমূহের জন্য আগ্রহী প্রার্থীদের ৩০ এপ্রিল ২০২৪ ইং রাত ১০টার মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত PDF আকারে [email protected] ঠিকানায় ই-মেইল করতে বলা হয়েছে।
উক্ত দাবির সত্যতা যাচাইয়ের লক্ষ্যে আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ‘প্রথম আলো’র প্রিন্ট সংস্করণে প্রকাশিত হয়েছে কিনা তা জানতে বিজ্ঞপ্তিটিতে উল্লিখিত তারিখের সূত্র ধরে গত ২৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত প্রথম আলো প্রিন্ট সংস্করণগুলো পর্যবেক্ষণ করে দেখেছে রিউমর স্ক্যানার টিম। তবে সেখানে কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটির সন্ধান মেলেনি।
এই বিষয়ে আরও অনুসন্ধানে ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানের ব্যক্তিগত ফেসবুক পেইজে এই নিয়োগ সংক্রান্ত পোস্ট (আর্কাইভ) পাওয়া যায়। যেখানে বলা হয়েছে, “‘পৌরসভা কার্যালয়’ নামক একটি ফেক আইডি থেকে ভোলা পৌরসভা কার্যালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে Bhola District Citizen Society (BDCS) গ্রুপ সহ বিভিন্ন স্থানে পোস্ট করা হয়েছে। এটি একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। অজ্ঞাতনামা ব্যক্তি ভোলা পৌরসভার বিজ্ঞপ্তি মিথ্যা প্রকাশ করিয়া আসিতেছে। আদৌ ভোলো পৌরসভায় কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। ইতমধ্যেই এ বিষয়ে ভোলা সদর থানায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাই ভুয়া এই নিয়োগে কেউ আবেদন করে প্রতারিত না হওয়ার অনুরোধ রইল। বিষয়টি সকলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন।”
এছাড়াও, ভোলা পৌরসভা ওয়েবসাইট পর্যবেক্ষণ করেও এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যায়নি।
তবে, অনেকে বিজ্ঞপ্তি অনুসারে আবেদন করলে আবেদন শেষ করতে তাদের কাছে টাকা চেয়ে মেসেজ দেয়া হয়। যা পরবর্তীতে ভুক্তভোগীরা ফেসবুকে (আর্কাইভ) শেয়ার করেন।
মূলত, ভোলা পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দাবিতে প্রথম আলো’র লোগো ব্যবহার করে একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ফেসবুকে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের [email protected] এই ইমেইল ঠিকানায় পূর্ণ জীবন বৃত্তান্ত PDF আকারে পাঠাতে বলা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রথম আলো বা ভোলা পৌরসভা কর্তৃপক্ষ কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেনি।
তাছাড়া, কথিত বিজ্ঞপ্তিটির একই ফর্মেট ব্যবহার একাধিক প্রতিষ্ঠানের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের প্রমাণ পাওয়া গেছে। এসব ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন (১, ২, ৩, ৪) প্রকাশ করেছে রিউমর স্ক্যানার৷
সুতরাং, ভোলা পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দাবিতে প্রথম আলো’র লোগো সম্বলিত একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ বানোয়াট।
তথ্যসূত্র
- Prothom Alo – E-Paper
- Website: Bhola Municipality
- Mayor of Bhola Municipality: Facebook Page
- Rumor Scanner’s own analysis
|