schema:text
| - সম্প্রতি,“চাঁদপৃষ্ঠ থেকে তোলা পৃথিবীর ছবি, ছবি তুলেছে চন্দ্রযান-৩” শীর্ষক দাবিতে কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চাঁদপৃষ্ঠ থেকে চন্দ্রযান-৩ এর তোলা পৃথিবীর ছবিগুলো বাস্তব নয় বরং ছবিগুলো আর্টিফিশিয়ান ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম DINAMALAR এ “Earth as seen by Chandrayaan-3 from the Moon?: Artificial intelligence images go viral” (ইংরেজি অনুবাদ) শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, চন্দ্রযান-৩ মহাকাশযান চাঁদে অবতরণের পর চাঁদ থেকে পৃথিবীকে কীভাবে দেখা যায় তা নিয়ে ‘এআই’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একটি ছবি প্রকাশ করেছে ওয়েবসাইট ‘ডব্লিউআইএন’।
পরবর্তীতে ভারতীয় গণমাধ্যম WION News এর ওয়েবসাইটে গত ২৩ আগস্ট প্রকাশিত একটি স্টোরি নিউজে ছবিগুলো খুঁজে পাওয়া যায়।
স্টোরি নিউজে বলা হয়, চন্দ্রযান-৩ ল্যান্ড করার পর চাঁদ থেকে পৃথিবী কেমন দেখাবে? কৃত্রিম বুদ্ধিমত্তা এই অত্যাশ্চর্য ছবিগুলো তৈরি করেছে, চাঁদের পৃষ্ঠ থেকে দেখা পৃথিবী কল্পনা করে।
অর্থাৎ, ছবিগুলো আর্টিফিশিয়ান ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে WION News তৈরি করে গত ২৩ আগস্ট একটি স্টোরি নিউজে ব্যবহার করে।
মূলত, ভারতের চন্দ্রযান-৩ দিয়ে চাঁদের পৃষ্ঠ থেকে পৃথিবীর ছবি শীর্ষক দাবিতে পাঁচটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে। তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবিগুলো বাস্তব নয় বরং ছবিগুলো আর্টিফিশিয়ান ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করে গত ২৩ আগস্ট ভারতীয় গণমাধ্যম WION NEWS স্টোরি নিউজ করে। পরবর্তীতে ছবিগুলো বাস্তব দাবিতে ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, মহাকাশে দীর্ঘ এক মাস নয় দিনের যাত্রা শেষে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ চাঁদের বুকে সফলভাবে অবতরণ করেছে গত ২৩ আগস্ট। সফল এই অবতরণের মাধ্যমে ভারত চাঁদের বুকে চতুর্থ দেশ এবং চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম অবতরণকারী দেশ হিসেবে ইতিহাস গড়ে। গত ১৪ জুলাই চন্দ্রযান-৩ ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে চাঁদের দিকে রওনা দিয়েছিল৷
সুতরাং, ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কিছু ছবিকে চাঁদের পৃষ্ঠ থেকে চন্দ্রযান- ৩ এর মাধ্যমে তোলা ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- DINAMALAR- Earth as seen by Chandrayaan-3 from the Moon?: Artificial intelligence images go viral (ইংরেজি অনুবাদ)
- WION News
- Prothom Alo- চন্দ্রাভিযানে ইতিহাস গড়ল ভারত
- BBC- চাঁদের দক্ষিণ মেরুতে ভারতীয় মহাকাশযানের সফল অবতরণ
- BBC- চাঁদের দিকে ছুটছে ভারতের চন্দ্রযান ৩, পৌঁছতে সময় লাগবে ৪০ দিন
|