গত জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন ছেড়ে ভারতে আশ্রয় নেন। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নেওয়ার পর গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করার ঘোষণা দেয়। ইতিমধ্যে এই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে একটি কমিটিও ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর এর দৃশ্য দাবিতে ইন্টারনেটে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের ভেতরে নির্মাণাধীন জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের দৃশ্যের নয় বরং এটি ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর জুলাই কর্ণারের দৃশ্য।
অনুসন্ধানে Armed Police Battalion Scout Group নামক পেজে গত ১৯ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়।
ভিডিও থেকে জানা যায়, এই ভিডিওটি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে ধারণ করা হয়েছে।
একই ফেসবুক পেজে গত ১৯ নভেম্বর তারিখে একই দৃশ্যের একটি স্থিরচিত্র প্রকাশ করা হয়। উক্ত পোস্টের লোকেশনেও হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এর নাম বলা হয়।
হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চেক ইন দিয়ে একই ছবি একাধিক ফেসবুক ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টে পোস্ট করেছেন। এমন কিছু পোস্ট দেখুন (১, ২)।
ভিডিওটির বিষয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মার্কেটিং বিভাগের এমডি সাদমান সালাহউদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ভিডিওটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের।
সুতরাং, গণভবনের জুলাই স্মৃতি জাদুঘরের দৃশ্য দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর জুলাই কর্ণারের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Armed Police Battalion Scout Group – Facebook Video
- Armed Police Battalion Scout Group – Facebook Post
- Jewel Rana – Facebook Post
- Nurnobi Rinku – Facebook Post