About: http://data.cimple.eu/claim-review/1242d57433c1bff3ece52b89ba82e0627f3739ccd45e1cb3d2e9477d     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Authors Claim: বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে ৭২ ঘণ্টা সময় দিল জাতিসংঘ বা রাষ্ট্রসংঘের (ইউনাইটেড নেশনস) সংস্থা ইউনেস্কো। ওই সময়ের মধ্যে দেশে শান্তি না ফিরলে ও পরিস্থিতি স্বাভাবিক না হলে, সরকারকে বহিষ্কার করা হবে। Fact: কোনও সরকারি বিবৃতিতেই এমনটা দেখা যায়নি যে, সংস্থাটি শেখ হাসিনার সরকারকে বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। হতাহাতের সংখ্যা বহু। রাস্তায় নেমেছে ছাত্র সমাজ, শিক্ষক ও সাধারণ মানুষের একাংশ। রক্তপাত, যানবাহন জ্বালিয়ে দেওয়া, মারামারি, হামলা ইত্য়াদি তাণ্ডব-লীলা থামাতে দেশজুড়ে চলছে কারফিউ। এই উত্তপ্ত পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে নানান তথ্য। যার মধ্যে একটি হল, যা অনেকেই ফেসবুকে পোস্ট করছেন– “সরকারকে ৭২ ঘণ্টা সময় দিয়েছে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো। যদি দেশ আর দেশের পরিস্থিতিকে ঠিক করা না হয়,সরকারকে বহিষ্কার করা হবে!!” Fact Check/ Verification রাষ্ট্রসংঘ বা ইউনেস্কো, যে কেউ যদি বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে বহিষ্কারের হুঁশিয়ারি দিয়ে থাকত তাহলে তা আন্তর্জাতিক মহলে বড় খবর হত। তাই ভাইরাল দাবিটির সত্যতা যাচাইয়ের জন্য আমরা প্রথমে ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করি। কিন্তু এই সংক্রান্ত কোনও তথ্য আমাদের নজরে পড়েনি। তবে আমরা দেখতে পেয়েছি যে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গত ১৭ জুলাই উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের মানবাধিকার বিভাগের প্রধান ফলকার ট্রুর্ক। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, শিক্ষার্থীদের উপর হামলা অত্যন্ত মর্মান্তিক এবং তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়৷ এছাড়া মতপ্রকাশের স্বাধীনতার উপর জোর দিয়েছেন তিনি। রাষ্ট্রসংঘের মানবাধিকার বিভাগের ফেসবুক পেজেও একই পোস্ট আমাদের নজরে পড়েছে। ১৮ জুলাই প্রকাশিত প্রেস বিবৃতিকে বাংলাদেশের আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে রাষ্ট্রসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিককে। তিনিও জানিয়েছেন যে, বাংলাদেশসহ বিশ্বের অন্য সব জায়গায় মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে। একই সঙ্গে, প্রতিবাদকারীদের, তরুণ, শিশু ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতেও বাংলাদেশ সরকারকে পরামর্শ দিয়েছেন তিনি। ১৯ জুলাই, প্রাত্যহিক প্রেস বিবৃতিতে একি ভাবে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিবের সহকারী মুখপাত্র ফারহান হককে। Conclusion প্রতি ক্ষেত্রেই রাষ্ট্রসংঘকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে। কোনও সরকারি বিবৃতিতেই এমনটা দেখা যায়নি যে, সংস্থাটি শেখ হাসিনার সরকারকে বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছে। Result: Missing Context Sources Press Briefing by UN rights chief Volker Türk Press Briefing by Stéphane Dujarric, Spokesman for the Secretary-General, UN Press Briefing by Farhan Haq, Deputy Spokesman for the Secretary-General, NU
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 11 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software