schema:text
| - সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন সাকিব আল হাসান শীর্ষক দাবিতে একটি তথ্য শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হচ্ছে।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশি ক্রিকেট তারকা সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি বরং কোনো প্রকাশ গ্রহণযোগ্য তথ্যসূত্র ছাড়াই উক্ত দাবিটি টিকটকে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি লক্ষ্য করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটিতে দেখা যায় গত ৬ নভেম্বর একদিনের আন্তর্জাতিক পুরুষ ক্রিকেট বিশ্বকাপ – ২০২৩ এর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার খেলার কিছু দৃশ্য এবং ম্যাচ পরবর্তী সাকিব আল হাসানের উপস্থাপনার দৃশ্য প্রচার করা হয়েছে।
সেই সূত্র ধরে একদিনের আন্তর্জাতিক পুরুষ ক্রিকেট বিশ্বকাপ – ২০২৩ এ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার খেলার শেষে সাকিব আল হাসান অবসরের ঘোষণা দিয়েছেন কিনা তা জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে দেশিয় এবং আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া সাকিব আল হাসানের ভ্যারিফাইড ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও খোঁজ করে তার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কোনো বিবৃতি বা তথ্য খুজে পাওয়া যায়নি।
পরবর্তী অনুসন্ধানে ক্রিকেট বিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোতে গত ৬ নভেম্বর একদিনের আন্তর্জাতিক পুরুষ ক্রিকেট বিশ্বকাপ – ২০২৩ এর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার খেলা শেষে সাকিব আল হাসানের ম্যাচ পরবর্তী উপস্থাপনা খুঁজে পাওয়া যায়।
উপস্থাপকের প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেন, “যখন আমি টস জিতেছিলাম, প্রথমে বোলিং করতে আমার কোন দ্বিধা ছিল না কারণ আমরা এখানে (কুয়াশায়) প্রশিক্ষণ নিয়েছিলাম। আমাদের খুব ভালো করে ব্যাটিং করতে হয়েছিল। ভাগ্যক্রমে আমরা একটি বড় জুটি পেয়েছি। শান্ত এবং আমি নিজেদেরকে খুব ভালোকরে চেষ্টা করেছি। উইকেট থাকলে আমরা তাড়াতাড়ি শেষ করতে পছন্দ করতাম। কিন্তু জয় মানেই জয়। আমাদের একজন সতীর্থ্য আমার কাছে এসে বললেন যে আমি আবেদন করলে সে আউট হয়ে যাবে। আম্পায়ার আমাকে জিজ্ঞাসা করেছিল আমি সিরিয়াস কিনা। এটা আইনে আছে; এটা ঠিক না ভুল আমি জানি না। আমার মনে হয়েছিল আমি যুদ্ধে ছিলাম। আমার যা করার ছিল, আমি করেছি। বিতর্ক হবে। আজকে এই টাইম আউট আমাদের সাহায্য করেছে, আমি অস্বীকার করব না!”
তবে এখানে সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ব্যাপারে কিছু বলেননি।
এছাড়া, গত ৬ নভম্বরে Dream Line নামক ইউটিউব চ্যানেলে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার খেলা শেষে সাকিব আল হাসান প্রেস কনফারেন্সে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নোত্তরের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। তবে তিনি সেখানে তার অবরস নিয়ে কোনো কথা বলেননি।
এছাড়া বাংলাদেশি ক্রীড়া ভিত্তিক বেসরকারি টিভি চ্যানেল Tsports এর ইউটিউব চ্যানেলে গত ২৭ সেপ্টেম্বরে সাকিব আল হাসানের একটি সাক্ষাতকার খুঁজে পাওয়া যায়।
ভিডিও থেকে জানা যায়, উক্ত সাক্ষাতকারে সাংবাদিক আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে সাকিব আল হাসান কখন অবসর নিবেন এমন প্রশ্ন করলে সাকিব জানান, ওডিআই থেকে তিনি ২০২৫ সালে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফি শেষ করে অবসর নিবেন এবং টি২০ তে ২০২৪ সালের বিশ্বকাপের পর অবসর নিবেন। টেস্ট খেলায় কবে তিনি অবসর নিবেন এমন প্রশ্নের জবাবে সাকিব জানান খুব দ্রুত অবসর নিবেন। তবে কবে নিবেন নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।
মূলত, সম্প্রতি বাংলাদেশি ক্রিকেট তারকা সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দাবিতে একধিক ভিডিও শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেশিয় ও আন্তর্জাতিক গণমাধ্যম এবং সাকিব আল হাসানের ভ্যারিফাইড ফেসবুকে পেজে এ সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
উল্লেখ্য, পূর্বে সাকিব আল হাসানকে নিয়ে ইন্টারনেটে ভুল তথ্য ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে:
- সাকিব বা বাংলাদেশকে নিয়ে বাজে মন্তব্যের কারণে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেনি আইসিসি
- সাকিব আল হাসানের ইনজুরি নিয়ে টুইট করেননি এঞ্জেলো ম্যাথিউস
- ডিবিসির ফটোকার্ড নকল করে তামিমের কাছে ব্যাটিং পরামর্শ নিতে ঢাকা এসেছেন সাকিব দাবিতে প্রচার
সুতরাং, বাংলাদেশি ক্রিকেট তারকা সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দাবিতে ইন্টারনেটে একটি তথ্য প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Shakib Al Hasan – Facebook Page
- Shakib Al Hasan – Instagram
- Espncricinfo – BAN vs SL WC2023
- Dream Line – Youtube Video
- Tsports – Exclusive | #SAH75 Uncensored | Episode: 01 | Shakib Al Hasan | T Sports
|