schema:text
| - জাতীয় পতাকা অবমাননার দায়ে রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেন এবং আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এসবেরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চিন্ময় কৃষ্ণ দাসকে জড়িয়ে মূলধারার গণমাধ্যম চ্যানেল২৪, আরটিভি ও ডিবিসি নিউজের ফটোকার্ডের আদলে একাধিক ফটোকার্ড প্রচার করা হয়েছে।
ডিবিসি নিউজের আদলে ফটোকার্ড প্রচার করে দাবি করা হচ্ছে, ডিবির জিজ্ঞাসাবাদে ইসকন নেতা বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পারলে চট্টগ্রাম আমাদের (ইসকন বা হিন্দুদের) দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
চিন্ময় কৃষ্ণ দাসকে জড়িয়ে চ্যানেল২৪ এর ফটোকার্ডের ডিজাইন সম্বলিত আরো দুইটি ফটোকার্ডও প্রচার করা হয়েছে।
ডিবি জিজ্ঞাসাবাদে ইসকন নেতা চিন্ময় বলেছেন, “আমার কোনো দুষ নাই, আমাকে ওরা যা বলতে বলতো আমি বাধ্য হয়ে তাই বলতাম” শীর্ষক দাবিতে চ্যানেল২৪ এর ডিজাইন সম্বলিত ফটোকার্ড ব্যবহার করে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
“জানা যায় শিশু বলাৎকার ও উস্কানীমূলক বক্তব্যের জন্য গ্রেপ্তার হয় ইসকন নেতা: চিন্ময় কৃষ্ণ দাস” শীর্ষক দাবিতে চ্যানেল২৪ এর ডিজাইন সম্বলিত ফটোকার্ড ব্যবহার করে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
পাশাপাশি, এই তিনটি ফটোকার্ডের সাথে আরটিভির ফটোকার্ডের আদলে আরেকটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। আরটিভির আদলে তৈরি ফটোকার্ডটিতে দাবি করা হচ্ছে, “ইসকন নেতাকে গ্রেফতার করা হয়নি | সে স্বেচ্ছায় গ্রেপ্তার হয়েছেন”
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চিন্ময় কৃষ্ণ দাসকে জড়িয়ে ডিবিসি নিউজ, চ্যানেল২৪ ও আরটিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। মূলত ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ডিবিসি, চ্যানেল২৪ ও আরটিভির ফটোকার্ডের ডিজাইন নকল করে ভুয়া এই ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ডিবিসি নিউজের আদলে তৈরি ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম৷ পর্যবেক্ষণে দেখা যায়, ফটোকার্ডটিতে ডিবিসি নিউজের লোগোর পাশাপাশি ফটোকার্ড প্রকাশের তারিখ হিসেবে ২৬ নভেম্বর ২০২৪ উল্লেখ করা হয়েছে। এরই সূত্র ধরে ডিবিসি নিউজের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে অনুসন্ধান করলে ডিবির জিজ্ঞাসাবাদে ইসকন নেতা বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পারলে চট্টগ্রাম আমাদের (ইসকন বা হিন্দুদের) দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে শীর্ষক দাবিতে ২৬ নভেম্বরে কোনো ফটোকার্ড প্রকাশের প্রমাণ মেলেনি৷ তবে, আলোচিত ফটোকার্ডে চিন্ময় কৃষ্ণ দাসের ব্যবহৃত ছবি সংযুক্ত করে ২৬ নভেম্বরে ভিন্ন একটি ফটোকার্ড ডিবিসি নিউজ প্রকাশ করেছে।
ডিবিসি কর্তৃক প্রকাশিত সেই ফটোকার্ডটিতে বলা হয়েছে, “রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ”। উক্ত ফটোকার্ডটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটিতে ব্যবহৃত ছবি, তারিখ, ডিজাইন ও তারিখের ফন্টের সাদৃশ্য পাওয়া যায় যা থেকে নিশ্চিত হওয়া যায় ডিবিসি কর্তৃক প্রকাশিত উক্ত ফটোকার্ডটির ছবি ও ফটোকার্ডটির উপরের অংশ ব্যবহার করে আলোচিত দাবিতে প্রচারিত নকল ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। তবে, ডিবিসি কর্তৃক প্রকাশিত উক্ত ফটোকার্ডটির নিচের অংশে নগদের বিজ্ঞাপন দেখা যায় কিন্তু আলোচিত দাবিতে ফেসবুকে প্রচারিত ফটোকার্ডটিতে ওয়ালটন ক্যাবলের বিজ্ঞাপন দেখা যায়৷ পরবর্তীতে অনুসন্ধানে দেখা যায়, ডিবিসি কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ডে সংযুক্ত ওয়ালটন ক্যাবলের বিজ্ঞাপনটি ক্রপ করে এনে নকল ফটোকার্ডটি তৈরিতে ব্যবহার করা হয়েছে। তাছাড়া, নকল ফটোকার্ডটিতে “বিস্তারিত কমেন্ট” লেখা হয়েছে, কিন্তু ডিবিসি সাধারণত লিখে থাকে “বিস্তারিত কমেন্টে”। পাশাপাশি, শিরোনামটির ফন্টের মধ্যেও পার্থক্য লক্ষ্য করা যায় এবং ডিবিসি সাধারণত কোনো ছবি ভিন্ন সূত্র থেকে সংগ্রহ করে থাকলে “সংগৃহীত” লিখে থাকে কিন্তু আলোচিত দাবিতে ফেসবুকে প্রচারিত ফটোকার্ডটিতে এটি “সংগ্রহীত” লেখা হয়েছে যা অধিকতর নিশ্চিত করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি নকল। এটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট বা সম্পাদনার সাহায্যে তৈরি করা হয়েছে। একইসাথে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবিটির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
ডিবি জিজ্ঞাসাবাদে ইসকন নেতা চিন্ময় বলেছেন, “আমার কোনো দুষ নাই, আমাকে ওরা যা বলতে বলতো আমি বাধ্য হয়ে তাই বলতাম” শীর্ষক দাবিতে চ্যানেল২৪ এর ডিজাইন সম্বলিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে চ্যানেল২৪ এর লোগোর পাশাপাশি ফটোকার্ড প্রকাশের তারিখ হিসেবে ২৬ নভেম্বর ২০২৪ উল্লেখ করা হয়েছে। এরই সূত্র ধরে চ্যানেল২৪ এর ফেসবুক পেজ ও ওয়েবসাইটে অনুসন্ধান করলে ডিবি জিজ্ঞাসাবাদে ইসকন নেতা চিন্ময় বলেছেন, “আমার কোনো দুষ নাই, আমাকে ওরা যা বলতে বলতো আমি বাধ্য হয়ে তাই বলতাম” শীর্ষক দাবিতে ২৬ নভেম্বরে কোনো ফটোকার্ড প্রকাশের প্রমাণ মেলেনি৷
পাশাপাশি, চ্যানেল২৪ এ প্রকাশিত অন্য আসল ফটোকার্ডের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটিতে ব্যবহৃত ফন্ট, লেখার আকার, ব্যাকগ্রাউন্ড ও ডিজাইনের ব্যাপক পার্থক্য দেখা যায় যা প্রমাণ করে আলোচিত ফটোকার্ডটি চ্যানেল২৪ এর লোগো সংযুক্ত করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে। পাশাপাশি প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবিটির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি যা অধিকতর নিশ্চিত করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
তাছাড়া, “জানা যায় শিশু বলাৎকার ও উস্কানীমূলক বক্তব্যের জন্য গ্রেপ্তার হয় ইসকন নেতা: চিন্ময় কৃষ্ণ দাস” শীর্ষক দাবিতে চ্যানেল২৪ এর ডিজাইন সম্বলিত অপর ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে চ্যানেল২৪ এর লোগোর পাশাপাশি ফটোকার্ড প্রকাশের তারিখ হিসেবে ২৫ নভেম্বর ২০২৪ উল্লেখ করা হয়েছে। এরই সূত্র ধরে চ্যানেল২৪ এর ফেসবুক পেজ ও ওয়েবসাইটে অনুসন্ধান করলে আলোচিত দাবিতে ২৫ নভেম্বরে কোনো ফটোকার্ড প্রকাশের প্রমাণ মেলেনি৷
পাশাপাশি, চ্যানেল২৪ এ প্রকাশিত ফটোকার্ডের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটিতে ব্যবহৃত ফন্ট, লেখার আকার, ব্যাকগ্রাউন্ড, ডিজাইনের ব্যাপক পার্থক্য দেখা যায় যা প্রমাণ করে আলোচিত ফটোকার্ডটি চ্যানেল২৪ এর লোগো সংযুক্ত করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে। পাশাপাশি প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবিটির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। বরং জানা যায়, রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। যা অধিকতর নিশ্চিত করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। উল্লেখ্য যে, সোমবার (২৫ নভেম্বর) উক্ত দাবিতে চ্যানেল২৪ কোনো ফটোকার্ড প্রকাশ করে না থাকলেও নানা সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বলাৎকার, সমকামীতার মতো নানা অভিযোগ প্রচার করতে লক্ষ্য করা গেছে।
এদিকে “ইসকন নেতাকে গ্রেফতার করা হয়নি | সে স্বেচ্ছায় গ্রেপ্তার হয়েছেন” শীর্ষক দাবিতে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, ফটোকার্ডটিতে আরটিভির লোগোর পাশাপাশি ফটোকার্ড প্রকাশের তারিখ হিসেবে ২৫ নভেম্বর ২০২৪ উল্লেখ করা হয়েছে। এরই সূত্র ধরে আরটিভির ফেসবুক পেজ ও ওয়েবসাইটে অনুসন্ধান করলে আলোচিত দাবিতে ২৫ নভেম্বরে কোনো ফটোকার্ড প্রকাশের প্রমাণ মেলেনি৷
পাশাপাশি, আরটিভির ফেসবুক পেজে প্রকাশিত অন্য আসল ফটোকার্ডের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির তুলনা করলে বৈসাদৃশ্য দেখা যায়। তাছাড়া, একই শিরোনামে ‘গ্রেফতার’ বানান দুইবার দুইরকমভাবে লেখা হয়েছে। পাশাপাশি প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবিটির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। বরং জানা যায়, রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। যা নিশ্চিত করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
উল্লেখ্য যে, আলোচিত ফটোকার্ডে চিন্ময়কে ইসকন নেতা বলে দাবি করা হলেও সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের কারণে তিনিসহ আরও কয়েকজনকে গত জুলাই মাসে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানা যায়।
সুতরাং, চিন্ময় কৃষ্ণ দাসকে জড়িয়ে ডিবিসি নিউজ, চ্যানেল২৪ ও আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Prothom Alo – চিন্ময় কৃষ্ণর জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ
- DBC News – Facebook Post
- Channel24 – Facebook Page
- RTV – Facebook Page
- Rumor Scanner’s own analysis
|