schema:text
| - সম্প্রতি, র্যাবের হাতে অস্ত্রসহ বোরকা পরিহিত এক নারী আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্সে (সাবেক টুইটার) প্রচার করে দাবি করা হয়েছে, এটি সাম্প্রতিক সময়ের ঘটনা এবং শিবির সমন্বয়কদের ম্যাটিকুলাস প্ল্যানের অংশ। উক্ত পোস্টে আরও দাবি করা হয়েছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে এমন ঘটনা ঘটেনি।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি এ বিষয়ে ফেসবুকে সর্বাধিক ভাইরাল ভিডিওটি এ পর্যন্ত ৮ লাখের অধিক বার দেখা হয়েছে। ভিডিওটিতে প্রায় ১০ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটি শেয়ার করা হয়েছে প্রায় ৯ শত বার। ভিডিওটিতে প্রায় ১ হাজার মন্তব্য করা হয়েছে। ভিডিওটির মন্তব্যঘর ঘুরে অধিকাংশ নেটিজেনকে উক্ত দাবির পক্ষে মতামত দিতে দেখা যায়।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বোরকা পরিহিত এই নারীর অস্ত্রসহ র্যাবের হাতে আটক হওয়ার ঘটনাটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের নয় বরং, র্যাবের হাতে এই নারীর আটক হওয়ার ঘটনাটি গত জুলাইয়ের। তখন আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় ছিল।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। সেখানে দেখা যায়, বোরকা পরিহিত এক নারী অস্ত্রসহ র্যাবের হাতে আটক হয়েছেন। এসময় তার হাতে একটি পিস্তল থাকতেও দেখা যায়।
পরবর্তীতে বিষয়টি নিয়ে অনুসন্ধানে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির ইউটিউব চ্যানেলে গত ০৯ জুলাই ‘সাতক্ষীরায় র্যাবের হাতে অস্ত্র নিয়ে নারীসহ আটক ২’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির নারী ও আনুষ্ঠানিক বিষয়বস্তুর মিল পাওয়া যায়।
জানা যায়, এটি গত জুলাইয়ে সাতক্ষীরার কলারোয়ায় র্যাবের হাতে পিস্তল নিয়ে নারীর আটক হওয়ার ঘটনায় ধারণকৃত ভিডিও।
এছাড়াও, সাতক্ষীরার স্থানীয় গণমাধ্যম কলারোয়া নিউজ নামে অন্য একটি গণমাধ্যমেও একই তারিখে প্রকাশিত উক্ত ঘটনার ভিডিও খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
পাশাপাশি, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে বোরকা পরিহিত কোনো নারী অস্ত্রসহ র্যাবের হাতে আটক হওয়ার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, গেল জুলাইয়ে র্যাবের হাতে অস্ত্রসহ বোরকা পরিহিত নারীর আটকের ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Jamuna TV YouTube: সাতক্ষীরায় র্যাবের হাতে অস্ত্র নিয়ে নারীসহ আটক ২
- Kalaroa News YouTube: সাতক্ষীরার কলারোয়ায় একটি পিস্তলসহ নারী ও পুরুষ আটক
- Rumor Scanner’s Own Analysis
|