গত ২৫ অক্টোবর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরই প্রেক্ষিতে, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ফেসবুকের পোস্টে বলা হয়েছে, “আগামী ২৫ শে অক্টোবর ২০২৪ ইং অনুষ্ঠিত হবে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা। প্রশ্নের প্রথম পৃষ্ঠার ছবি পরীক্ষার আগে পোস্ট করলাম। মিলিয়ে নিয়েন এটিই পরীক্ষায় ১০০% হুবহু কমন আসবে ইনশাআল্লাহ। সম্পূর্ণ প্রশ্ন নিতে চাইলে আমাকে ম্যাসেজ দিন।”
Solaiman Chowdhury নামে একটি অ্যাকাউন্ট থেকে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্নের প্রথম পৃষ্ঠার ছবিসহ ২৪ অক্টোবর রাত ৪ টা ৪০ মিনিটের একটি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
Asad Shikdar নামে একটি অ্যাকাউন্ট থেকে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্নের প্রথম পৃষ্ঠার ছবিসহ ১৯ অক্টোবরে একটি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
আব্দুল্লাহ আল নোমান নামে একটি অ্যাকাউন্ট থেকে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্নের প্রথম পৃষ্ঠার ছবিসহ ২৪ অক্টোবর রাত ৪ টা ৪১ মিনিটের একটি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে দাবিতে ফেসবুকে পরীক্ষার আগে প্রশ্নপত্র পোস্টের দাবিটি সত্য নয় বরং পরীক্ষার পরবর্তী সময়ে উক্ত প্রশ্নপত্র পূর্বের পোস্টে যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত তিনটি ফেসবুক পোস্ট পর্যবেক্ষণ করে দেখা যায় এটি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষারই প্রশ্নপত্র।
Solaiman Chowdhury নামক অ্যাকাউন্টের পোস্ট যাচাই
এই অ্যাকাউন্ট থেকে প্রকাশিত পোস্টের এডিট হিস্টোরি যাচাই করে দেখা যায়, উক্ত পোস্টটি সর্বপ্রথম শুধুমাত্র একটি ডট “.” লিখে ২৪ অক্টোবর ভোর ৪ টা ৪০ মিনিটে পোস্ট করা হয়।
পরবর্তীতে ২৫ অক্টোবর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হওয়ার পর ২৮ অক্টোবর ভোর রাত ৪ টা ৩৬ মিনিটে পোস্টটি সম্পাদনা করে এই পরীক্ষার প্রশ্নপত্রের ছবি জুড়ে দেওয়া হয়।
Anis Shikdar নামক অ্যাকাউন্টের পোস্ট যাচাই
এই অ্যাকাউন্ট থেকে হওয়া পোস্টের এডিট হিস্টোরি যাচাই করে দেখা যায়, গত ১৯ অক্টোবর তারিখে এইচএসসি পরীক্ষার ফলাফল পরিবর্তন বিষয়ক পোস্ট করার পর একই কায়দায় ২৮ অক্টোবর ভোর ৪ টা ৫৫ মিনিটে পোস্টটিতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের ছবি জুড়ে দেওয়া হয়।
আব্দুল্লাহ আল নোমান নামক অ্যাকাউন্টের পোস্ট যাচাই
এই অ্যাকাউন্ট থেকে হওয়া পোস্টের এডিট হিস্টোরি যাচাই করে দেখা যায়, গত ২৪ অক্টোবর পোস্টটি সর্বপ্রথম শুধু একটি ডট “.” লিখে সেদিন ভোর রাত ৪ টা ৪১ মিনিটে পোস্ট করা হয়।
পরবর্তীতে ২৮ অক্টোবর ভোর রাত ৪ টা ৪৯ মিনিটে পোস্টটি সম্পাদনা করে পরীক্ষার প্রশ্নপত্রের ছবি জুড়ে দেওয়া হয়েছে।
অর্থাৎ, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার পূর্বে করা ফেসবুক পোস্ট সম্পাদনা করে সেখানে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন পত্রের ছবি যুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়ে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্টগুলো মিথ্যা এবং প্রতারণামূলক।
তথ্যসূত্র
- todaypostbd.com – Website
- Rumor Scanner Own Analysis