schema:text
| - সম্প্রতি, আলোচিত ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে এবং এঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন দাবিতে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম চ্যানেল২৪ এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘ইসলামিক বক্তা তাহেরীর উপর গাড়িতে হামলা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু’ শীর্ষক শিরোনামে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম চ্যানেল২৪ কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। এছাড়াও ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর মারা যাওয়ার তথ্যটি মিথ্যা। প্রকৃতপক্ষে, গত ১ অক্টোবর চ্যানেল২৪ এর ফেসবুক পেজে ‘ইসলামি বক্তা তাহেরীর গাড়িতে হামলা’ শীর্ষক শিরোনামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, ফটোকার্ডটিতে চ্যানেল২৪ এর লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ৭ অক্টোবর, ২০২৪ তারিখের কথা উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে আলোচিত ফটোকার্ডটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যমের লোগো ও তারিখের সূত্র ধরে চ্যানেল২৪ এর ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যালোচনা করে ‘ইসলামিক বক্তা তাহেরীর উপর গাড়িতে হামলা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু’ শীর্ষক শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও চ্যানেল২৪ এর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলে উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তবে গত ১ অক্টোবর চ্যানেল২৪ এর ভেরিফাইড ফেসবুক পেজে ‘ইসলামি বক্তা তাহেরীর গাড়িতে হামলা’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে উক্ত ফটোকার্ডের ডিজাইন ও ফিচারে ব্যবহৃত ছবির হুবহু মিল রয়েছে। তবে, আলোচিত ফটোকার্ডের শিরোনাম ও শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে চ্যানেল২৪ এর ফটোকার্ডের ফন্টের পার্থক্য পরিলক্ষিত হয়।
মূলত, উক্ত ফটোকার্ডের শিরোনামে এবং প্রকাশের তারিখ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় পরিবর্তনের মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
ফটোকার্ডটির মন্তব্যের ঘর থেকে প্রাপ্ত প্রতিবেদন থেকে জানা যায়, ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আহলে সুন্নত ওয়াল জামাতের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধনের কর্মসূচি আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনে তাহেরী অংশগ্রহণ করতে আসলে সম্মিলিত কওমি প্রজন্ম ব্রাহ্মণবাড়িয়া নামের একটি সংগঠনের ব্যানারে বেশ কয়েকজন মাদরাসার ছাত্র তার গাড়িতে হামলা করেন। এতে তার গাড়ি ভাঙচুরসহ বেশ কয়েকজন আহত হন। তবে এ ঘটনায় কারও গুরুতর আহত হওয়ার কোনো তথ্য প্রতিবেদনটিতে পাওয়া যায়নি।
পরবর্তীতে বিষয়টির অধিকতর সত্যতা যাচাইয়ে ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর ব্যক্তিগত ফেসবুক আইডি পর্যালোচনার মাধ্যম একই দিনে দুপুর ১২ টা ৫৪ মিনিটে করা একটি পোস্টের (আর্কাইভ) সন্ধান পাওয়া যায়। যেখানে তিনি ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে করা কটূক্তির প্রতিবাদ করতে না দিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে আয়োজকদের গাড়ী ভাঙচুরের কথা জানান।
এছাড়াও একই দিনে সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে তার আইডি থেকে করা ব্রাহ্মণবাড়িয়ার ঘাটিয়ারাতে আয়োজিত একটি অনুষ্ঠানের লাইভ প্রচার করতে দেখা যায়। উক্ত অনুষ্ঠানেও গিয়াস উদ্দিন তাহেরীকে সুস্থ অবস্থায় আলোচনা করতে দেখা যায়।
সুতরাং, ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর গাড়িতে হামলার ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা এবং এ বিষয়ে চ্যানেল২৪ এর নামে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Md. Gias Uddin Facebook Post
- Md. Gias Uddin Facebook Account: ০৭ ই অক্টোবর ২০২৪ ইং ঘাটিয়ারা, ব্রাহ্মণবাড়ীয়া
- Channel 24 Facebook Post
- Channel 24 Website: ইসলামি বক্তা তাহেরীর গাড়িতে হামলা
- Rumor Scanner’s Own Analysis
|