schema:text
| - গত ৫ আগস্ট ছাত্র ও জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ফলে আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এই ঘটনার পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। দেশের রাজনৈতিক অঙ্গনে এই পরিবর্তনের প্রেক্ষিতে আজ ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।
এরই প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের পোস্ট দাবিতে ‘কালকে সবাই ফোনের ওয়ালপেপারে ইউনুস এর ছবি দিয়ে রাখবেন’ শীর্ষক একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘কালকে সবাই ফোনের ওয়ালপেপারে ইউনুস এর ছবি দিয়ে রাখবেন’ শীর্ষক কোনো পোস্ট বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া হয়নি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধমে আলোচিত স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে।
আলোচিত দাবির সত্যতা যাচাইয়ের বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে আজ (১০ নভেম্বর) বা এর আগে আলোচিত স্ক্রিনশট সম্বলিত কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।
পরিবর্তীতে আলোচিত দাবির সূত্রপাত অনুসন্ধানে ‘বিবর্তনমূলক মিমস’ নামের একটি ফেসবুক গ্রুপে আলোচিত স্ক্রিনশট সম্বলিত পোস্ট খুঁজে পাওয়া যায়। এছাড়াও ‘Bangladesh Cringe Association 2.0’ নামের একটি ফেসবুক পেজেও আলোচিত স্ক্রিনশট সম্বলিত পোস্ট খুঁজে পাওয়া যায়।
উক্ত পেজ এবং গ্রুপের অন্যান্য পোস্ট পর্যবেক্ষণ করে প্রতীয়মান হয় যে, এগুলো মিম/সার্কাজম গ্রুপ ও পেজ।
দাবিকৃত পোস্ট দুইটিতে একই স্ক্রিনশট দেখা যাচ্ছে। পোস্টের সময়ও (৫ মিনিট) একটাই দেখা যাচ্ছে। আওয়ামী লীগের পেজে এমন পোস্ট হলে যদি পেজ থেকে সরিয়েও নিতো তাহলেও ভিন্ন ভিন্ন সময়ের স্ক্রিনশট পাওয়া যেত।
অর্থাৎ, সার্কাজমের উদ্দেশ্যে তৈরি স্ক্রিনশট সম্বলিত পোস্ট পরবর্তীতে বাস্তব দাবিতে ছড়িয়ে পড়ে।
আজ (১০ নভেম্বর) আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
তবে সেখানে আলোচিত স্ক্রিনশটের মত কোনো তথ্য পাওয়া যায়নি।
উক্ত পোস্টে বলা হয়, “১০ নভেম্বর আওয়ামী লীগের সমাবেশ ঘিরে সেনাবাহিনীকে জাতিসংঘের কাছে প্রশ্নবিদ্ধ করতে চায় অবৈধ ইউনুস সরকার। সেনাবাহিনীর সব কর্মকর্তাকে তাদের এই কূটচালের ফাঁদে পা নেওয়ার আহ্বান থাকবে।”
তাছাড়া, বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে আজ (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবস উপলক্ষ্যে ঘোষিত কর্মসূচি পালন নিয়ে সতর্কতামূলক একাধিক পোস্ট (১, ২) খুঁজে পাওয়া যায়।
এসব পোস্টে আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশ্যে বলা হয়, “সাথে মোবাইল থাকলেও সেই মোবাইলে কোনো ছবি, কোনো ওয়ালপেপার রাখবেন না।” এমনকি মোবাইলে কোনো তথ্য না রাখার জন্যও বলা হয়।
গতকাল (০৯ নভেম্বর) আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রচারিত এক পোস্টেও নেতাকর্মীদের ফোনের ওয়ালপেপারে কোনো ছবি না রাখার নির্দেশনা দেওয়া হয়।
অর্থাৎ, আওয়ামী লীগের পেজ থেকে মোবাইলের ওয়ালপেপারে কোনো ছবি না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
অতএব, আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের পোস্ট দাবিতে প্রচারিত ‘কালকে সবাই ফোনের ওয়ালপেপারে ইউনুস এর ছবি দিয়ে রাখবেন’ শীর্ষক স্ক্রিনশটটি আওয়ামী লীগের পেজের নয়।
সুতরাং, ‘কালকে সবাই ফোনের ওয়ালপেপারে ইউনুস এর ছবি দিয়ে রাখবেন’ শীর্ষক একটি স্ক্রিনশট আওয়ামী লীগের পেজের পোস্ট দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা এবং প্রচারিত স্ক্রিনশটটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Bangladesh Awami League: Verified Facebook Page
- Rumor Scanner’s Own Analysis
|