গত ৫ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এরই প্রেক্ষিতে ট্রাম্পের জয়ের ফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ হার্ট অ্যাটাক করেছেন শীর্ষক একটি দাবি এবং তার সাথে অ্যাম্বুলেন্সে হাসনাত আবদুল্লাহর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গিয়েছে, হাসনাত আবদুল্লাহ হার্ট অ্যাটাক করেছেন দাবিতে প্রচারিত ভিডিওগুলো সাম্প্রতিক সময়ের নয় বরং, পুরোনো ফুটেজ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর হাসনাতের অসুস্থতার বিভ্রান্তিকর দাবিটি প্রচার করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার সংবাদমাধ্যম চ্যানেল২৪ এর ইউটিউব চ্যানেলে গত ২৬ আগস্ট প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়।
গত ২৫ আগস্ট রাতে রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরদিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়। চ্যানেল২৪ এর ইউটিউব চ্যানেলের ভিডিওটি হাসনাত আবদুল্লাহকে ঢামেক থেকে সিএমএইচে স্থানান্তরের সময়ে ধারণকৃত৷
পরবর্তী অনুসন্ধানে হাসনাত আবদুল্লাহর ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট যাচাই করা হয়। সেখানে গত ৬ নভেম্বর তার একাধিক পোস্টের (১, ২) মাধ্যমে তাকে সক্রিয় থাকতে দেখা যায়। তাছাড়া, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে সাম্প্রতিক সময়ের হাসনাত আবদুল্লাহর হার্ট অ্যাটাক করা অথবা কোনো প্রকার শারীরিক অসুস্থতার সংবাদ বা তথ্য পাওয়া যায়নি৷
সুতরাং, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় হাসনাত আবদুল্লাহর হার্ট অ্যাটাক করেছেন দাবিতে পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Channel 24 – ঢামেক থেকে সিএমএইচে নিয়ে যাওয়া হচ্ছে হাসনাত আবদুল্লাহকে
- Channel 24 – সংঘর্ষে আহত সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, ঢামেকে ভর্তি
- Dhaka Tribune – সিএমএইচে নেওয়া হলো হাসনাত আব্দুল্লাহকে
- Rumor Scanner’s Own Analysis