সম্প্রতি, ফেসবুকে ‘ব্যাঙ্গার’ নামে একটি পেজ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর বক্তব্যের ফুটেজ ব্যাবহার করে ‘ক্রেজি টাইম’ নামের একটি জুয়ার অ্যাপের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ড. মুহাম্মদ ইউনুস বলছেন Crazy Time অ্যাপটি ব্যাবহার স্বল্প বিনিয়োগে অনেক মুনাফা অর্জন করা সম্ভব।
ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে, ‘Crazy Time’ নামের কথিত জুয়ার অ্যাপের সাথে ড. মুহাম্মদ ইউনূস এর কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে ড. মুহাম্মদ ইউনূস এর ভিন্ন ঘটনার ভিডিওর সাথে এআই প্রযুক্তির সহায়তায় নকল কণ্ঠস্বর ব্যবহার করে আলোচিত বিজ্ঞাপনের ভিডিওটি তৈরি করা হয়েছে।
আলোচিত দাবিটির সত্যতা যাচাইয়ে জুয়ার বিজ্ঞাপনে ব্যবহৃত ড. মুহাম্মদ ইউনূসের ক্লিপটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল ATN Bangla News এর ইউটিউব চ্যানেলে গত ২৫শে আগস্ট ‘জাতির উদ্দেশ্যে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর ভাষণ’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এটির সাথে আলোচিত জুয়ার বিজ্ঞাপনে ব্যবহৃত ড. মুহাম্মদ ইউনূস এর বক্তব্যের ফুটেজের বেশকিছু অংশের হুবহু মিল রয়েছে। এটি মূলত ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর বিভিন্ন বিষয় নিয়ে জাতির উদ্দেশ্য দেয়া ভাষণের ফুটেজ। উক্ত ভাষণে তিনি Crazy Time অ্যাপ নিয়ে কোনো কথা বলেননি।
অর্থাৎ, ড. মুহাম্মদ ইউনূসের সম্পূর্ণ ভিন্ন একটি ভিডিওর সাথে জুয়ার বিজ্ঞাপনের অডিও ও ভিডিও যুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। যার সাথে ড. মুহাম্মদ ইউনূসের কোনো প্রকার সম্পর্ক নেই।
পাশাপাশি ডিপফেক ডিটেক্টর Resemble.ai এর পর্যালোচনা বলছে, ভিডিওতে AI (এ আই) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
ভিডিওটি প্রচার করা ফেসবুক পেজ সম্পর্কে যা জানা যায়
আলোচিত জুয়ার বিজ্ঞাপন প্রচারকারী পেজ (আর্কাইভ) পর্যালোচনা করে দেখা যায়, পেজটিতে নিয়মিত কোনো পোস্ট নেই, তবে একাধিকবার জুয়ার বিজ্ঞাপন প্রচার করা হয়েছে। এছাড়াও পেজের ট্রান্সপারেন্সি সেকশন যাচাই করে দেখা যায়, উক্ত পেজ ২০২৪ সালের ৩ অক্টোবর তৈরি করা হয়েছে। পেজটি ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া থেকে পরিচালিত হচ্ছে।
সুতরাং, ড. মুহাম্মদ ইউনূসের নামে প্রচারিত জুয়ার অ্যাপের বিজ্ঞাপনের দাবিটি মিথ্যা এবং উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- ATN Bangla News Youtube Channel: জাতির উদ্দেশ্যে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর ভাষণ
- Deepfake Detection Tool- Resemble.ai
- Rumor Scanner’s Own Analysis