About: http://data.cimple.eu/claim-review/26a8d142e8847d1571a147bac0266f224665c86a1e8ab0164edabae7     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • ফুটবলের অন্যতম সম্মানজনক ও প্রতিযোগিতাপূর্ণ টুর্নামেন্ট হচ্ছে Union of European Football Associations (UEFA) কর্তৃক আয়োজিত UEFA European Football Championship বা ইউরো। ২৪ দল নিয়ে এই টুর্নামেন্টটি ১৬তম বার EURO 2020 হিসেবে আয়োজন করা হয় ২০২১ সালে। ইউরোপের আরো নানা দেশের মতো টুর্নামেন্টটিতে অংশ নিয়েছিল পর্তুগাল পুরুষ ফুটবল দল যার অধিনায়ক ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সম্প্রতি এরই প্রেক্ষিতে পর্তুগাল পুরুষ ফুটবল দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো এবং জার্মান পুরুষ ফুটবল দলের অধিনায়ক ম্যানুয়েল নয়্যারের একটি ছবি প্রচার করে কয়েকটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হতে লক্ষ্য করেছে রিউমর স্ক্যানার টিম। প্রচারিত দাবিগুলো হচ্ছে: ১। ইউরো ২০২০ এ সব দলের অধিনায়ককে ওয়ান লাভ আর্মব্যান্ড পরার নির্দেশ দিয়েছিল ইউরোর আয়োজক সংস্থা উয়েফা। ২। উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের মধ্যে রোনালদোই একমাত্র অধিনায়ক যিনি ওয়ান লাভ আর্মব্যান্ড পরেননি। এছাড়াও, সরাসরি উল্লেখ না করলেও ম্যানুয়েল নয়্যারের হাতের আর্মব্যান্ডটিও ওয়ান লাভ আর্মব্যান্ড হিসেবেই পরোক্ষভাবে দাবি করা হয়। উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইউরো ২০২০ এ উয়েফা সব দলের অধিনায়ককে ওয়ান লাভ আর্মব্যান্ড পরিধান করার নির্দেশ দেয়নি। তাছাড়া, ক্রিশ্চিয়ানো রোনালদো ইউরো ২০২০ এ ওয়ান লাভ বা রেইনবো আর্মব্যান্ড না পরা একমাত্র অধিনায়ক নন। বরং, আরো অনেকেই ওয়ান লাভ বা রেইনবো আর্মব্যান্ড না পরেই রোনালদোর মতো স্বাভাবিক বা প্রচলিত আর্মব্যান্ড পরিধান করেছিলেন। এছাড়া, জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের হাতের আর্মব্যান্ডটি ওয়ান লাভ আর্মব্যান্ড নয়, বরং এটি রেইনবো আর্মব্যান্ড। নয়্যারের পরিধানকৃত আর্মব্যান্ডটি কি ওয়ান লাভ আর্মব্যান্ড নয়্যারের পরিধানকৃত আর্মব্যান্ডটি ওয়ান লাভ আর্মব্যান্ড না, বরং রেইনবো আর্মব্যান্ড। দুটির গঠন এবং উদ্দেশ্যে মিল থাকলেও দুটো হুবহু একই নয়। রেইনবো আর্মব্যান্ড সাধারণত LGBTQ+ এর প্রতীক রেইনবো পতাকা ফিচার করে এবং মূলত LGBTQ+ সম্প্রদায়কে সমর্থন প্রদান করে। অপরদিকে, ওয়ান লাভ আর্মব্যান্ড একটি প্রচারণার অংশ হিসেবে তৈরি করা হয়েছে যেটি মূলত সমতা ও আরো কিছু বিষয়ের সমর্থন বা প্রচারণা করে। এটি সাধারণত রেইনবো পতাকার রঙসহ একাধিক রঙের একটি হার্ট ফিচার করে যার মধ্যে ইংরেজি নম্বর ওয়ান (1) এবং উভয় পাশ মিলিয়ে One Love লেখাটিও থাকে। এটি মূলত বর্ণবাদ বিরোধীতা, LGBTQ+ সম্প্রদায়ের মানুষদের প্রতি বৈষম্যের বিরোধীতা সহ আরো নানা সামাজিক বিষয়সহ সব রকমের বৈষম্যের বিরুদ্ধে কাজ করে। যদিও দুটির উদ্দেশ্যের মধ্যে মিল পাওয়া যায়, তবে দুটির প্রসঙ্গ এবং ইতিহাস আলাদা। অর্থাৎ, ম্যানুয়েল নয়্যারের হাতে থাকা আর্মব্যান্ডটি ওয়ান লাভের নয় বরং রেইনবো আর্মব্যান্ড। ইউরো ২০২০ এ উয়েফা কি সকল দলের অধিনায়কদের ওয়ান লাভ আর্মব্যান্ড পরার নির্দেশ দিয়েছিল? এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে বিশ্বস্ত সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তাছাড়া, উয়েফার ওয়েবসাইটে এরকম কোনো পলিসি বা নীতি পাওয়া যায়নি। উক্ত দাবিটি সম্পর্কে ভারতীয় ডিজিটাল নিউজ ও ভিউজ প্ল্যাটফর্ম দ্যা কুইন্ট একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটি পড়ে জানা যায়, দ্যা কুইন্টের তরফ থেকে উয়েফার মিডিয়া রিলেশন টিমের সাথে যোগাযোগ করা হলে উয়েফা কর্তৃপক্ষ ওয়ান লাভ আর্মব্যান্ড বাধ্যতামূলকভাবে পরিধানের এরকম নিয়ম বা নির্দেশের বিষয় অস্বীকার করে এবং এটি শতভাগ ভুয়া সংবাদ হিসেবে দাবি করে। এমনকি অধিকতর অনুসন্ধানে জানা যায়, জার্মান পুরুষ ফুটবল দলের গোলরক্ষক ও অধিনায়ক ম্যানুয়েল নয়্যার এমন আর্মব্যান্ড পরিধানের কারণে উয়েফার পক্ষ থেকে তদন্ত করা হয়। উয়েফা আশঙ্কা করে নয়্যারের এরকম আর্মব্যান্ড পরিধান উয়েফার নিয়মভঙ্গ করতে পারে। তবে, পরবর্তীতে এটিকে উয়েফা “ভালো উদ্দেশ্যের প্রচার” ছিল বলেই সিদ্ধান্ত গ্রহণ করে এবং এর ফলে নয়্যার কিংবা কাউকে কোনো শাস্তির মুখোমুখি হতে হয়নি। রোনালদো কি ইউরো ২০২০ এ অংশগ্রহণ করা একমাত্র অধিনায়ক যিনি রেইনবো বা ওয়ান লাভ আর্মব্যান্ড পরেননি? এ বিষয়ে অনুসন্ধান করে রোনালদো ছাড়াও আরো একাধিক ফুটবলারদেরকে ইউরোর নানা ম্যাচে ওয়ান লাভ আর্মব্যান্ড বা রেইনবো আর্মব্যান্ড ছাড়া উয়েফার প্রচলিত বা সাধারণ আর্মব্যান্ড পরতে দেখা যায়। অর্থাৎ, ক্রিশ্চিয়ানো রোনালদো ইউরো ২০২০ এ ওয়ান লাভ বা রেইনবো আর্মব্যান্ড না পরা একমাত্র অধিনায়ক নন। প্রথমত, রোনালদোর ছবিটির উৎসের খোঁজ করতে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে স্টোক ইমেজ প্ল্যাটফর্ম অ্যালামিতে উক্ত ছবিটি পাওয়া যায়। ছবিটির শিরোনাম পড়ে জানা যায়, ছবিটি ২০২১ সালের ১৯ জুন তারিখে জার্মানির মিউনিখে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের (ইউরো) গ্রুপ এফ এর প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচের আগে তুলা ছবি। অতঃপর, তথ্যটি যাচাই করতে অধিকতর অনুসন্ধান করলে তথ্যটির সত্যতা পাওয়া যায় এবং জানা যায় উক্ত তারিখে অর্থাৎ ২০২১ সালের ১৯ জুন তারিখে উয়েফা ইউরো ২০২০ এর এফ গ্রুপের গ্রুপ স্টেজের ম্যাচে জার্মানির মিউনিখের স্টেডিয়াম আলিয়াঞ্জ অ্যারেনাতে মুখোমুখি হয় পর্তুগাল এবং জার্মানি। ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ম্যানুয়েল নয়্যার দুজনই ম্যাচটি খেলেন এবং উক্ত ম্যাচটি ৪-২ গোলে পর্তুগাল হারে। ম্যাচটিতে রোনালদো একটি গোল করেন। অর্থাৎ, ছবিটি ইউরো ২০২০ এর এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়। অতঃপর আলোচিত দাবির বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ভিজ্যুয়াল মিডিয়া কোম্পানি Getty Images এ ইউরো ২০২০ এ আরো নানা দলের অধিনায়কদের ওয়ান লাভ আর্মব্যান্ড বা রেইনবো আর্মব্যান্ডের বদলে নানা ম্যাচে রোনালদোর মতো সাধারণ বা প্রচলিত আর্মব্যান্ড পরা অবস্থায় দেখা যায়। ২ জুলাই ২০২১ তারিখে ইউরো ২০২০ এর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড বনাম স্পেনের ম্যাচে স্পেনের অধিনায়ক সার্জিও বুস্কেটসের হাতে রোনালদোর মতোই রেসপেক্ট আর্মব্যান্ডটি পরা অবস্থায় দেখা যায়। ২৮ জুন ২০২১ তারিখে ফ্রান্স এবং সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচে ফ্রান্সের অধিনায়ক হুগো লরিসের হাতেও রোনালদোর মতো রেসপেক্ট আর্মব্যান্ড দেখা যায়। তাছাড়া, ইতালির অধিনায়ক জর্জিও চিয়েল্লিনিকেও রেসপেক্ট আর্মব্যান্ড হাতে দেখা যায়। এছাড়াও ওয়ান লাভ আর্মব্যান্ড বা রেইনবো আর্মব্যান্ড ছাড়া সাধারণভাবে প্রচলিত রোনালদোর মতো রেসপেক্ট আর্মব্যান্ডটি পরা অবস্থায় যাদেরকে দেখা যায়: ৪. ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মড্রিচ ৫. বেলজিয়ামের অধিনায়ক অবস্থায় জ্যান ভার্টোন্ঘেন ৬. সুইজারল্যান্ডের অধিনায়ক অবস্থায় গ্রানিত জাকা ৭. পোল্যান্ডের অধিনায়ক অবস্থায় রবার্ট লেওয়ানডস্কি ৮. স্কটল্যান্ডের অধিনায়ক অবস্থায় অ্যান্ড্রু রবার্টসন সহ আরো একাধিক অধিনায়ক। অর্থাৎ, রোনালদো ছাড়া আরো অনেকেই ইউরো ২০২০ এর নানা ম্যাচে ওয়ান লাভ আর্মব্যান্ড বা রেইনবো আর্মব্যান্ডের বদলে রোনালদোর মতোই উয়েফার নানা ম্যাচে প্রচলিত রেসপেক্ট লেখা সমৃদ্ধ আর্মব্যান্ডটি পরিধান করেন। সুতরাং, ইউরো ২০২০ এ রোনালদোই একমাত্র অধিনায়ক যিনি ওয়ান লাভ আর্মব্যান্ড (বা রেইনবো আর্মব্যান্ড) পরিধান করেননি শীর্ষক দাবিটি মিথ্যা। উল্লেখ্য, ইউরো ২০২০ এ কিছু দলের অধিনায়ক যেমন ইংল্যান্ড পুরুষ ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেন, জার্মানি ফুটবল দলের অধিনায়ক ম্যানুয়েল নয়্যার এবং নেদারল্যান্ডস ফুটবল দলের অধিনায়ক উইজনালডম রেইনবো বা ওয়ান লাভ আর্মব্যন্ড পরিধান করে ম্যাচ খেলতে দেখা যায় । মূলত, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি জার্মানি পুরুষ ফুটবল দলের অধিনায়ক ও গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার ও পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি ছবি ব্যবহার করে দাবি করা হচ্ছে, ইউরো ২০২০ এ সব দলের অধিনায়কদের ওয়ান লাভ আর্মব্যান্ড পরতে উয়েফা নির্দেশ দেয়। কিন্তু, রোনালদোই একমাত্র অধিনায়ক যিনি ওয়ান লাভ আর্মব্যান্ড পরেননি। কিন্তু, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উয়েফা এরকম কোনো নির্দেশ দেয়নি এবং রোনালদো একমাত্র অধিনায়ক নন যিনি ইউরোর ম্যাচে ওয়ান লাভ আর্মব্যান্ড পরেননি বরং আরো অনেক দলের অধিনায়করাই ইউরোতে রোনালদোর মতোই ওয়ান লাভ আর্মব্যান্ডের বদলে প্রচলিত রেসপেক্ট আর্মব্যান্ড পরিধান করেছেন। এছাড়া, ছবিতে দেখানো ম্যানুয়েল নয়্যারের আর্মব্যান্ডটি ওয়ান লাভ আর্মব্যান্ড নয় বরং রেইনবো আর্মব্যান্ড। সুতরাং, ইউরো ২০২০ এ উয়েফা নির্দেশ প্রদান করা সত্ত্বেও টুর্নামেন্টটিতে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের মধ্যে রোনালদো একমাত্র অধিনায়ক যিনি ওয়ান লাভ আর্মব্যান্ড পরেননি শীর্ষক দাবিগুলো মিথ্যা। তথ্যসূত্র - UEFA – EURO 2020: All you need to know - Mirror – Cristiano Ronaldo announces Euro 2020 hope as Portugal bid to defend crown - Creative Support – LGBTQ+ History Month- Rainbow Laces - Reuters – World Cup 2022: what is the OneLove armband and why did FIFA ban it? - The Quint – No, Ronaldo Didn’t Defy Rule of Wearing ‘One Love’ Bands During UEFA Euro 2020 - ESPN – Germany’s Manuel Neuer won’t face disciplinary action for rainbow armband - Alamy – Munich, Germany. 19th June, 2021. Football: European Championship, Portugal – Germany, preliminary round, Group F…. - The New York Times – Germany beat Portugal in six-goal thriller at Euro 2020 - Getty Images – Switzerland v Spain – UEFA Euro 2020: Quarter-final - Getty Images – France v Switzerland – UEFA Euro 2020: Round of 16 - The New York Times – Chiellini, Bonucci and the Art of Defending - Getty Images – England v Croatia – UEFA Euro 2020: Group D - Getty Images – Belgium v Italy – UEFA Euro 2020 – Quarter-final - Getty Images – FBL-EURO-2020-2021-MATCH41-FRA-SUI - Getty Images – Spain v Poland – UEFA Euro 2020: Group E - Getty Images – Croatia v Scotland – UEFA Euro 2020: Group D - Independent UK – Harry Kane: England captain wears rainbow armband against Germany - Getty Images – EURO 2020 round of 16″The Netherlands v Czech Republic” - Rumor Scanner’s own analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 3 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software