schema:text
| - সম্প্রতি, ইসরায়েলের একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। এরই প্রেক্ষিতে, ‘হিজবুল্লাহর ড্রোন হামলায় ইজরায়েলের সেনাবাহিনীর প্রধান সহ ৬৭ জন নিহত’ এমন দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হিজবুল্লাহর ড্রোন হামলায় ইজরায়েলের সেনাবাহিনীর প্রধানসহ ৬৭ জন নিহত হওয়ার দাবিটি সঠিক নয়। বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে। মূলত, আলোচিত হামলায় ৪ সেনা সদস্যের নিহতের তথ্য জানা গেছে। যার মধ্যে ইসরায়েলের সেনাপ্রধান হার্জি হালেভি নেই।
অনুসন্ধানের শুরুতে গুগলে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এর ওয়েবসাইটে গত ১৪ অক্টোবর ‘Hezbollah drone attack kills four Israeli soldiers and injures 58’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, ইসরায়েলে উত্তরে বেনইয়ামিনা এলাকায় একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে ৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন ও এই হামলায় ৫৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। লেবানন ও বৈরুতে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে বলে দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে হিজবুল্লাহ।
প্রতিবেদনটিতে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) বরাত দিয়ে উল্লেখ করা হয়, হামলায় ৬১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে ৩৭ জনকে অ্যাম্বুলেন্স বা হেলিকপ্টারে করে আটটি আঞ্চলিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
উক্ত ঘটনায় আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এবং আল-জাজিরার এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
সিএনএন এর প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, নিহত চার সেনার সবার বয়স ১৯ বছর এবং তারা ঘাঁটিতে পদাতিক বাহিনীর প্রশিক্ষণে নিয়োজিত ছিলেন বলে জানিয়েছে আইডিএফ।
এছাড়া, ইসরায়েলের গণমাধ্যম ‘The Jerusalem Post’ এর ওয়েবসাইটে ‘False rumors of IDF Chief Halevi’s death in Hezbollah attack flood social media’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ইসরায়েলের সেনাপ্রধান হার্জি হালেভির মৃত্যুর দাবিটি মিথ্যা বলে উল্লেখ করা হয়।
অর্থাৎ, এটি নিশ্চিত যে সাম্প্রতিক হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি কয়েকজন সেনা সদস্যের মৃত্যু হলেও এই হামলায় ইজরায়েলের সেনাবাহিনীর প্রধান নিহত হননি এবং, ৬৭ জন নিহত হওয়ার দাবির সপক্ষেও কোনো তথ্যও পাওয়া যায়নি।
সুতরাং, হিজবুল্লাহর ড্রোন হামলায় ইজরায়েলের সেনাবাহিনীর প্রধানসহ ৬৭ জন নিহত হয়েছেন মর্মে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- BBC: Hezbollah drone attack kills four Israeli soldiers and injures 58
- CNN: 4 Israeli soldiers killed, more than 60 people injured by Hezbollah drone in one of bloodiest attacks on Israel since Oct. 7
- Al Jazeera: Four soldiers killed in Hezbollah drone attack on Israeli military site
- The Jerusalem Post: False rumors of IDF Chief Halevi’s death in Hezbollah attack flood social media
- Rumor Scanner’s Own Analysis
|