ফেসবুক পোস্ট এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্ট
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, গত ০৩ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে মাশরাফি বিন মোর্ত্তজা কোনো মিছিলে অংশ নেননি বরং ভিন্ন ঘটনার পুরোনো একটি ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়।
অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে টিকটকে ২০২৩ সালের ০৩ সেপ্টেম্বর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে প্রচারিত ভিডিওর হুবহু মিল রয়েছে। এছাড়াও, দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে মাশরাফি বিন মোর্ত্তজার মিছিল বা অংশগ্রহণ করার বিষয়ে কোনো খবর সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, মাশরাফি বিন মোর্ত্তজার পুরোনো ও ভিন্ন ঘটনার একটি ভিডিওকে কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে মাশরাফি বিন মোর্ত্তজা মিছিলে যোগ দিয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
বিঃদ্রঃ দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রথাগত পদ্ধতির পরিবর্তে দ্রুততম সময়ে সংক্ষিপ্ত আকারে ফ্যাক্টচেক প্রকাশের উদ্যোগ হিসেবে এই ফ্যাক্টচেকটি প্রকাশিত হলো।
তথ্যসূত্র
- Mass Reporter Official: Tiktok Post
- Rumor Scanner’s own analysis