সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনের আলিঙ্গনের দৃশ্য দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
প্রায় একই সময়ে ড. আসিফ নজরুল ও ভিন্ন একজন নারীর অলিঙ্গনের দৃশ্য দাবিতে আরেকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসিফ নজরুলের সাথে দুই নারীকে জড়িয়ে প্রচারিত ছবি দুইটি বাস্তব নয় বরং প্রযুক্তির মাধ্যমে ভিন্ন ব্যক্তির স্থলে আসিফ নজরুল ও বাঁধনের মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো বানানো হয়েছে।
ছবি যাচাই: ০১
ছবিটির বিষয়ে অনুসন্ধানে দেখা গেছে, গত ১৫ অক্টোবর Abeer Film নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইউটিউবার সালমান মুক্তাদির ও তার স্ত্রী দিশা ইসলামের সঙ্গে তোলা কিছু ছবি খুঁজে পাওয়া যায়। ভাইরাল ছবিটি মূলত এখানে থাকা একটি ছবিরই বিকৃত সংস্করণ। উভয় ছবির পোশাক, ব্যাকগ্রাউন্ডসহ অন্যান্য উপাদানের মধ্যে মিল থাকলেও ভাইরাল ছবিটিতে মূল ছবির সালমান মুক্তাদির ও তার স্ত্রীর মুখমণ্ডলের স্থানে অধ্যাপক আসিফ নজরুল এবং অভিনেত্রী আজমেরী হক বাঁধনের মুখমণ্ডল বসানো হয়েছে।
ছবি যাচাই: ০২
ছবিটির বিষয়ে অনুসন্ধানে দেখা গেছে, গত ১০ মার্চ সালমান মুক্তাদির তার ফেসবুক পেজে একজন নারীর সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করেন। ভাইরাল ছবিটি মূলত এই ছবিরই বিকৃত সংস্করণ। উভয় ছবির পোশাক, ব্যাকগ্রাউন্ডসহ অন্যান্য উপাদানের মধ্যে মিল থাকলেও, ভাইরাল ছবিটিতে মূল ছবির সালমান মুক্তাদির ও তার সাথে থাকা নারীর মুখমণ্ডলের স্থানে অধ্যাপক আসিফ নজরুলের মুখমণ্ডল বসানো হয়েছে।
ছবিটি বিকৃতির জন্য ফেস সোয়াপিং (Face Swapping) নামে পরিচিত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে একজন ব্যক্তির মুখমণ্ডল অন্য কারও শরীরের সঙ্গে প্রতিস্থাপন করা সম্ভব হয়। এটি এতটাই সূক্ষ্মভাবে করা যায় যে সাধারণ মানুষের পক্ষে আসল এবং বিকৃত ছবির মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। বর্তমানে বিভিন্ন অ্যাপ এবং সফটওয়্যারের সাহায্যে খুব সহজেই এমন ভুয়া ছবি তৈরি করা সম্ভব।
অনুসন্ধানের স্বার্থে রিউমর স্ক্যানার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং এআই প্রযুক্তি ব্যবহার করে সালমান মুক্তাদির এবং তার স্ত্রীর আসল ছবির ওপর অধ্যাপক আসিফ নজরুল ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনের মুখমণ্ডল প্রতিস্থাপনের চেষ্টা করেছে। এতে বিকৃত ছবির মতোই অনুরূপ ফলাফল পাওয়া গেছে।
সুতরাং, প্রযুক্তির সহায়তায় সালমান মুক্তাদিরের সাথে তার স্ত্রী এবং ভিন্ন একজন নারীর ছবিতে আসিফ নজরুল ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনের মুখমণ্ডল বসিয়ে তাদের আলিঙ্গনের ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পাদিত।
তথ্যসূত্র
- Salman Mohammad Muqtadir – Facebook Post
- Abeer Film – Instagram Post