schema:text
| - বিশ্বাস নিউজের তদন্তে এই তথ্য জানা গেছে যে, ভাইরাল দাবি ভুল। ভাইরাল ভিডিও কোনো সত্যি ঘটনার ভিডিও নয়, আসলে অভিনেতাদের দ্বারা অভিনীত একটি সাজানো ভিডিও।
নতুন দিল্লি (বিশ্বাস নিউজ): সামাজিক মাধ্যমে একটি ভিডিও দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে, একজন ব্যক্তি সেলুনে যান এবং নিজের ঘাড় মালিশ করান। এর মাঝেই ব্যক্তিটি পক্ষাগাতে আক্রান্ত হয়ে সিটে পড়ে যান। ব্যবহারকারীরা এই ভিডিওটিকে সত্যি মনে করে ভাইরাল করছেন।
বিশ্বাস নিউজের তদন্তে এই তথ্য জানা গেছে যে, ভাইরাল দাবি ভুল। ভাইরাল ভিডিও কোনো সত্যি ঘটনার ভিডিও নয়, আসলে অভিনেতাদের দ্বারা অভিনীত একটি সাজানো ভিডিও।
ফেসবুক ব্যবহারকারী আনন্দ দেব তিওয়ারি 2024 সালের 13 নভেম্বর ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন যে, “এইভাবে যে সেলুনওয়ালারা মালিশ করেন তাদের থেকে সাবধান, এটি একটি সত্য ঘটনা, যেখানে গ্রাহকের ঘাড়ে ঝাকুঁনি দেওয়া মাত্রই তিনি পক্ষাঘাতে(Paralysis) আক্রান্ত হন। ঘাড়ের কোনো ধরনের মালিশ করানো থেকে বিরত থাকুন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন।”
পোস্টের আর্কাইভ সংষ্করণ এখানে দেখুন।
ভাইরাল ভিডিওটির তদন্ত করার জন্য আমরা ইনভিড টুলের সাহায্যে ভিডিওটির কিফ্রেম বার করলাম এবং সেগুলো গুগল রিভার্স ইমেজের সাহায্যে খুঁজলাম। ভিডিওটির দীর্ঘ সংস্করণ এক দক্ষিণ ভারতীয় অভিনেত্রী Sanjjanaa Galrani-র কর্তৃত্বাধীন ফেসবুক অ্যাকাউন্টে পাওয়া গেল। ভিডিওটি 2024 সালের 7 নভেম্বর তারিখে শেয়ার করা হয়েছিল। ক্যাপশনের তথ্য অনুযায়ী, “ভিডিওটি সাজানো, নাটক এবং একটি প্যারোডি। এটি সচেতনতার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জন এবং শৈক্ষিক উদ্দেশ্যে বানানো হয়েছে। ভিডিওটিতে দেখানো সব চরিত্র এবং অবস্থা কাল্পনিক এবং এদের উদ্দেশ্য হল সচেতনতা বাড়ানো, মনোরঞ্জন করা এবং শিক্ষিত করা। পেজটির অনুসন্ধানে পাওয়া গেল যে, পেডটিতে এই ধরনের বহু সাজানো ভিডিও রয়েছে।”
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা গুগলে সম্পর্কিত কিওয়ার্ডের সাহায্যে অনুসন্ধান করলাম। আসল ভিডিওটি 3RD EYE নামক একটি ইউটিউব চ্যানেলে পাওয়া গেল। ভিডিওটি 2024 সালের 9 নভেম্বর আপলোড করা হয়েছিল। ভিডিওটির শেষের 3.40 মিনিটে বলা হয়েছে যে ভিডিওটি সাজানো।
টাইমস অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে 2024 সালের 29 সেপ্টেম্বর তারিখে প্রকাশিত রিপোর্ট মতে, কর্ণাটকে এমন একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে সেলুনে মালিশ করানোর জন্য একজন ব্যক্তি খিঁচুনি রোগে আক্রান্ত হয়েছিলেন এবং তাকে বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল।
অধিক তথ্যের জন্য 3RD EYE ইউটিউব চ্যানেলের পরিচালক রাহুল কুমারের সঙ্গে যোগাযোগ করা হল। তিনি আমাদের জানালেন যে, আমাদের চ্যানেলে সাজানো ভিডিও দেখানো হয়ে থাকে।
শেষে আমরা ভিডিওটি ভুয়ো দাবির সঙ্গে শেয়ার করা ব্যবহারকারীর অ্যাকাউন্ট স্ক্যান করলাম। তাতে পাওয়া গেল যে, ব্যবহারকারীকে প্রায় ছয় হাজার মানুষ অনুসরণ করে। ব্যবহারকারী নিজের প্রোফাইলে নিজেকে উত্তর প্রদেশের বাসিন্দা বলে ঘোষণা করেছেন।
উপসংহার: বিশ্বাস নিউজের তদন্তে এই তথ্য জানা গেছে যে, ভাইরাল দাবি ভুল। ভাইরাল ভিডিও কোনো সত্যি ঘটনার ভিডিও নয়, আসলে অভিনেতাদের দ্বারা অভিনীত একটি সাজানো ভিডিও।
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923
|