About: http://data.cimple.eu/claim-review/2b31c1364de8b933340f64e092df7a33f8a09dd8de25661bd871c169     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি “মুসকান ও তার বাবা” শীর্ষক শিরোনামসহ বেশকিছু ভিন্ন ভিন্ন শিরোনামে একটি ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিটিতে মুসকানের পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি মুসকানের বাবা নন বরং তিনি হায়দ্রাবাদের জিলানি নামের এক ব্যক্তি। কি-ওয়ার্ড সার্চ পদ্ধতির মাধ্যমে, “Musaib King King” নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ০৯ ফেব্রুয়ারিতে “Muskan‘s father She Is Not Just My Sister, She Is Voice Of India 🇮🇳… We are with you” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ছবি খুঁজে পাওয়া যায়। যেখানে ভিন্ন একজন ব্যক্তিকে মুসকানের বাবা উল্লেখ করা রয়েছে। পরবর্তীতে, ‘Afsar Mysori’ নামের একটি ইউটিউব চ্যানেলে ০৯ ফেব্রুয়ারিতে “Mysore:Exclusive interview with Bibi Muskan khan a brave student of Mandya District.Hat’s off to her” শিরোনামে প্রকাশিত ৯ মিনিটের একটি ভিডিও সাক্ষাৎকারের ৭ঃ১৪ মিনিটে মুসকানের বাবা মোহাম্মদ হোসেইন খান এর উপস্থিতি লক্ষ্য করা যায় এবং উক্ত ব্যক্তির সাথে Musaib King King এর ফেসবুক পোস্টে প্রকাশিত ব্যক্তির চেহারার মিল খুঁজে পাওয়া যায়। মুসকানের বাবা দাবিতে ফেসবুকে প্রচারিত ছবিটির মূল সূত্র খুঁজে না পাওয়া গেলেও বিস্তর অনুসন্ধানের মাধ্যমে “Sk News Only Fact” নামের একটি ইউটিউব চ্যানেলে ০৯ ফেব্রুয়ারিতে “Muskaan_share_a_Hind ki family se milane Hyderabad se Jilani Sahab Mubarak bat..” শিরোনামে প্রকাশিত ১ মিনিটের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটিতে মুসকানের বাবা দাবি করা ব্যক্তিটিকে একটি বাড়িতে প্রবেশ করতে দেখা যায় এবং ভিডিওর ২৬ সেকেন্ডে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “মুসকান কোথায়? জিলানি ভাই হায়দ্রাবাদ থেকে এসেছেন অভিনন্দন জানাতে” (অনুবাদিত)। তবে জিলানি নামের এই ব্যক্তিটির সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য খুঁজে পাওয়া যায়নি। ছবির এই ব্যক্তিটির বিস্তারিত কোনো পরিচয় পেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে। এছাড়া, A18 Telangana News নামের একটি ফেসবুক পেজ হতে ০৯ ফেব্রুয়ারিতে প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়। উপরোক্ত তিনটি ঘটনা হতে প্রাপ্ত মুসকানের বাবা মোহাম্মদ হোসেইন খানের ছবি বিশ্লেষণ করে দেখা যায় মুসকানের বাবা ভিন্ন একজন ব্যক্তি, যার প্রকৃত নাম মোহাম্মদ হোসেইন খান। মূলত, ভারতের হিজাব বিতর্কের ঘটনায় আলোচিত তরণী মুসকান খানকে অভিনন্দন জানাতে হায়দ্রাবাদ থেকে আগত জিলানি নামের এক ব্যক্তির ছবিকে মুসকান খানের বাবা দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। আরো পড়ুনঃ হিজাববিহীন ছবিগুলো ‘আল্লাহু আকবর’ বলা তরুণী মুসকান খানের নয় প্রসঙ্গত, সম্প্রতি ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব বিতর্কে চরম পর্যায়ে পৌঁছেছে। হিজাব পরে ক্লাস করতে না দেয়া এবং ক্লাসে হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করলে এ বিতর্কের সৃষ্টি হয়। বিতর্কের মাঝে কর্ণাটকের মাণ্ড্য কলেজের বাণিজ্য শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুসকান খান হিজাব পরিহিত অবস্থায় স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিতে গেলে তাকে কতিপয় যুবক বাধা দেয় এবং তাকে ঘিরে জয় শ্রী রাম স্লোগান দেয়া হয় কিন্তু এতে ভীত না হয়ে মুসকান ভিতরে প্রবেশ করেন এবং প্রতিবাদে আল্লাহু আকবর স্লোগান দেন। পরবর্তীতে তার এই সাহসিকতার ভিডিও দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সুতরাং, মুসকান খানকে অভিনন্দন জানাতে হায়দ্রাবাদ থেকে আগত জিলানি নামের ব্যক্তির ছবিই মুসকানের বাবা দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। [su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″] - Claim Review: মুসকান ও তার বাবা - Claimed By: Facebook Posts - Fact Check: False [/su_box] তথ্যসূত্র - Musaib King King Facebook: https://www.facebook.com/musaibking.king/posts/1387725211684616 Archive: https://perma.cc/JP4Q-XHSJ - Afsar Mysori: https://youtu.be/ilWRPRIV-pU?t=442 Archive: https://perma.cc/26GP-EKR5 - Sk News Only Fact YouTube: https://youtu.be/YO9ZtX1CYK4?t=26 Archive: https://perma.cc/6867-6DRG - A18 Telangana News Facebook: https://www.facebook.com/watch/?v=384896786779701&extid=CL-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&ref=sharing Archive: https://perma.cc/W3SP-WTSF - BBC News Bangla: ভারতে হিজাব বিতর্ক: কর্নাটকে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে বিক্ষোভের পর সব হাইস্কুল-কলেজ বন্ধ ঘোষণা - Prothom Alo: কর্ণাটকে হিজাব বিতর্ক
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 3 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software