Last Updated on November 1, 2022 by Team THIP
সারমর্ম
চুল ওঠা বা পাতলা হয়ে যাওয়া একটি সাধারণ সমস্যা । যেহেতু এই সমস্যার খুব সহজ কোনো ওষুধ নেই, তাই অনেকেই ঘরোয়া পদ্ধতি বা ভেষজ পদার্থ দ্বারা এই সমস্যা মোকাবিলা করার চেষ্টা করে থাকেন । কিন্তু সমস্ত হারবাল পদ্ধতি বিজ্ঞান সম্মত নয় । সেইরকমই একটি দাবি সম্প্রতি সোশ্যাল মিডিয়া তে খুব প্রচলিত হয়েছে যাতে বলা হয় আদা ব্যবহার করে চুলপড়া কমানো যাবে বা চুলের ঘনত্ব বাড়ানো যাবে । আমরা ফ্যাক্ট চেক করে দেখেছি, চুলের উপকারে আদার ব্যবহার নিয়ে কোনোরকম বৈজ্ঞানিক প্রমান নেই এই দাবি অধিকাংশই মিথ্যা ।
দাবি
‘আদার প্যাক নতুন চুল গজাতে সাহায্য করে। আদার রস মাথার ত্বকের রক্ত সঞ্চালনে সাহায্য করে। এর ফলে দ্রুত নতুন চুল গজায়।’ এই দাবি সহ একটি ব্লগ পোস্ট এইখানে দেখতে পাওয়া যাবে । এইরকম আরও পোস্ট দেখতে পাওয়া জায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে ।
বেশ কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট ও ব্লগ পোস্ট আরো দাবি করে যে বৈজ্ঞানিক গবেষণা তে এর প্রমান পাওয়া গেছে ।
সত্যানুন্ধান
আদা ব্যাবহারে কি চুল পড়া কম হয় ও নতুন চুল গজাতে সাহায্য করে ?
না । এরকম কোনো বৈজ্ঞানিক তথ্য নেই যেখানে বলা হয়েছে যে আদা চুল পড়া কম করে ও নতুন চুল গজাতে সাহায্য করে।
উপরন্তু এইরকম একটি রিসার্চ আছে যাতে দেখা গেছে যে আদা ব্যবহারে চুলের বৃদ্ধি কম হয়ে গেছে । সেই রিসার্চের বৈজ্ঞানিকদের মোতে আদাকে চুল বৃদ্ধির কাজে ব্যবহার না করে চুলের বাড়ন্ত কমানোর ওষুধ হিসেবে ব্যবহার করলে বেশি কার্যকরী হতে পারে ।
এর বাইরে আদা ও চুল নিয়ে বিশেষ গবেষণা এখনো হয় নি । আবার আদার রস সরাসরি স্কিনে লাগিয়ে এলার্জি জনিত সমস্যার বেশ কিছু উদাহরণ আছে ।
আমরা Dermatologist ডাঃ জ্যোতি কান্নানগাথ কে জিজ্ঞাসা করেছি, মাথার ত্বকে যেকোনো প্রসাধনী দ্রব্য (topical products) ব্যাবহার করার সময় তা কতটা গভীরে যেতে পারে। এতে তিনি বলেন, ‘ফলিকুলার পেনিট্রেশন হল একটি জটিল প্রক্রিয়া, যার কার্যকারিতা নির্ভর করে বিভিন্ন কারণের উপর যার মধ্যে ফলিকুলার ঘনত্ব এবং আকার, চুলের ফলিকলের কার্যকলাপের অবস্থা এবং টপিক্যালি প্রয়োগ করা পদার্থের রাসায়নিক বৈশিষ্ট্য।’
এর অর্থ কোনো তেল বা রস বা কোনো ভেষজ পদার্থ সকলের মাথার ত্বক ভেদ করে চুলের গোড়ায় সবসময় পৌঁছতে পারে না । এই মুহূর্তে চুলের বৃদ্ধির ক্ষেত্রে আদার কার্যকরী নিয়ে যথেষ্ট প্রমান নেই । যদি আদার রসের মধ্যে এমন কোনো গুনাগুন থেকেও থাকে তাহলেও সেটি সকলের জন্য সমান কার্যকরী কখনোই হবে না ।