schema:text
| - গত ১৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্যবসা বিষয়ক সাময়িকী ফোর্বস ২০২৪ সালের সবচেয়ে বেশি আয় করা ১০ জন ফুটবলারের তালিকা প্রকাশ করেছে৷ এর পরই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হচ্ছে, ফোর্বসের তথ্য অনুযায়ী সেকেন্ডে রোনালদোর আয় ৩.৬৭ ডলার বা ৪৩৯ টাকা।
উক্ত দাবিতে গণমাধ্যমে প্রচারিত সংবাদ প্রতিবেদন প্রথম আলো, দেশ রূপান্তর, আমাদের সময় বেঙ্গলি টাইমস।
উক্ত দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজসহ ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে গণমাধ্যমের ইউটিউব চ্যানেলসহ ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফোর্বসের তথ্য অনুযায়ী রোনালদো প্রতি সেকেন্ডে ৩.৬৭ ডলার নয় বরং অন্তত ৯ ডলার আয় করেন যা বাংলাদেশি টাকায় এক হাজারেরও বেশি।
এ বিষয়ে অনুসন্ধানে মার্কিন ব্যবসা বিষয়ক সাময়িকী ফোর্বসের ওয়েবসাইটে গত ১৭ অক্টোবর বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ জন ফুটবলারের তালিকাটি পাওয়া যায়। তালিকার শীর্ষে আছেন পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদোর মাঠ থেকে আয় ২২০ মিলিয়ন মার্কিন ডলার এবং মাঠের বাইরে থেকে আয় ৬৫ মিলিয়ন মার্কিন ডলার। দুই মিলিয়ে রোনালদোর আয় বলা হয়েছে ২৮৫ মিলিয়ন মার্কিন ডলার৷ উল্লেখ্য, ফোর্বস এক্ষেত্রে কিছু বিষয় গণনায় ধরেনি বা বাদ দেয়নি। যেমন: বিনিয়োগ থেকে আয় গণনা করেনি এবং কর বা এজেন্ট ফি বাদ দেয়নি।
৩৬৫ দিনের এক বছরে মোট ৩১,৫৩৬,০০০ সেকেন্ড আছে। (৩৬৫*২৪*৬০*৬০)। অর্থাৎ, এক বছরে ২৮৫ মিলিয়ন ডলার আয় করা হলে এ হিসেবে প্রতি সেকেন্ডে আয় প্রায় ৯.০৪ মার্কিন ডলার যা (২১ অক্টোবরে ১ ডলার = ১১৯.২৬ টাকা হিসেবে) বাংলাদেশি টাকায় প্রায় ১০৭৮ টাকা।
অপরদিকে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে রোনালদোর প্রতি সেকেন্ডে আয় ৩.৬৭ ডলার বা ৪৩৯ টাকা যা ফোর্বস কর্তৃক প্রকাশিত আসল আয়ের অর্ধেকের চেয়েও কম।
তাছাড়া, ৩.৬৭ ডলার বাংলাদেশি টাকায় রোনালদোর আসল আয় তথা প্রায় ১০৭৮ টাকার সমান হওয়ার জন্য ১ ডলারের সমপরিমাণ অর্থ বাংলাদেশি টাকায় প্রায় ৩০০ টাকা হতে হবে যা নিকট অতীতেও হয়নি।
সুতরাং, সম্প্রতি ফোর্বস কর্তৃক প্রকাশিত প্রতিবেদন অনুসারে রোনালদোর প্রতি সেকেন্ডে আয় ৩.৬৭ ডলার বা ৪৩৯ টাকা শীর্ষক ইন্টারনেটে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Forbes – The World’s Highest-Paid Soccer Players 2024
- Rumor Scanner’s own analysis
|