schema:text
| - সম্প্রতি, “আজ সকাল থেকে ইউক্রেনে সামরিক হামলা শুরু করল বন্ধু পুতিন। এইগুলা পাখি নয়! রাশিয়ান সৈন্য।” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি সাম্প্রতিক রাশিয়া কর্তৃক ইউক্রেনে আক্রমনের নয় বরং এটি ২০১৪ সালে রাশিয়ার রোস্তব শহরে রাশিয়ান বিমান বাহিনীর একটি মহড়ার ভিডিও।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, ‘Made in Russia’ নামের একটি ফেসবুক পেজে ২০১৬ সালের ১৯ সেপ্টেম্বরে “Massive air desant in Rostov region from 17 IIyushin II-76 aircraft” শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে বর্ণনা করা হয় যে এটি রাশিয়ার রোস্তভ অঞ্চলে ২০১৪ সালে রাশিয়ান বিমান বাহিনীর দ্বারা পরিচালিত একটি অনুশীলন/মহড়ার ফুটেজ।
রাশিয়ান নিউজ এজেন্সি Interfax এর ওয়েবসাইটে ২০১৪ সালের ১৩ মার্চে “Airborne Forces are deployed to the Rostov region as part of the exercises” শিরোনামে এই বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়।
তবে একই তারিখে BBC News এর ওয়েবসাইটে ‘Ukraine crisis: Russia begins new military exercises’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় মহড়াটি ছিলো সেসময়ের ইউক্রেইন সংকটকে ঘিরেই এবং সেসময় এই মহড়া রাশিয়ার বিভিন্ন এলাকায় মার্চের শেষ পর্যন্ত চলেছে।
মূলত, ২০১৪ সালের ইউক্রেইনের সংকটকে ঘিরে রোস্তব শহরে রুশ এয়ার ফোর্সের মহড়ার একটি পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ে রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রমণের ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি সকালে এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে সেনা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন। পুতিনের ঘোষনার পর থেকে রাশিয়ান বাহিনীর বোমা হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের অন্তত ১৩৭জন সামরিক ও বেসামরিক মানুষ মারা গেছেন বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তবে, ইউক্রেনের বিভিন্ন শহরে হামলার কথা অস্বীকার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের সামরিক অবকাঠামো, বিমান প্রতিরক্ষা ও বিমানবাহিনীকে নিশানা করে হামলা চালানো হচ্ছে।
এদিকে ইউক্রেনের সেনাবাহিনী বলছে, রাশিয়ান বাহিনীর আক্রমণের প্রতিশোধ হিসেবে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ শহরের কাছে রাস্তায় রাশিয়ার চারটি ট্যাংক ধ্বংস, পাঁচটি বিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে তারা।
উল্লেখ্য, রাশিয়ার বাহিনীর হাত থেকে দেশকে রক্ষায় প্রস্তুত নাগরিকদের যুদ্ধে নামার আহ্বান জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবং যেসকল নাগরিক রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ অংশ নেওয়ার জন্য অস্ত্র চাইবেন তাদেরকে তা দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।
Also Read: চীনে বিস্ফোরণের পুরোনো ভিডিওকে ইউক্রেনে রাশিয়ার হামলার দৃশ্য দাবিতে প্রচার
সুতরাং, রাশিয়ার রোস্তব শহরে রুশ বিমান বাহিনীর ২০১৪ সালের একটি মহড়ার ভিডিওকে সম্প্রতি রাশিয়া- ইউক্রেন সংঘাতকালে রাশিয়া কর্তৃক ইউক্রেনে হামলার ভিডিও দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: আজ সকাল থেকে ইউক্রেনে সামরিক হামলা শুরু করল বন্ধু পুতিন। এইগুলা পাখি নয়! রাশিয়ান সৈন্য।
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- Facebook: https://fb.watch/bnD2pwcrsX/
- Interfex: https://www.interfax.ru/russia/364315
- BBC: https://www.bbc.com/news/world-europe-26564846
- BBC News: https://www.bbc.com/bengali/news-60503057
- YouTube: https://youtu.be/Q5acQUXxhw0
- BBC News: https://www.bbc.com/bengali/live/news-60503260
- Reuters: https://www.reuters.com/world/europe/ukraine-says-50-russian-troops-killed-four-tanks-destroyed-2022-02-24/
- Prothom Alo: https://www.prothomalo.com/world/europe/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AD%E0%A7%82%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%87%E0%A6%89%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0
- Aljazeera: https://www.aljazeera.com/news/2022/2/24/ukraines-leader-urges-civilians-to-fight-promises-to-arm-all
- BBC: https://www.bbc.com/news/world-europe-60497510
|