schema:text
| - সদ্য সমাপ্ত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
এরইমধ্যে, ভারতের সাথে হারের পর দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডেভিড মিলার হিন্দু ধর্ম গ্রহণ করেছেন- শীর্ষক একটি তথ্য ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলা’র লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচারিত কিছু পোস্ট দেখুন (আর্কাইভ), দেখুন (আর্কাইভ), দেখুন (আর্কাইভ), দেখুন (আর্কাইভ), দেখুন (আর্কাইভ), দেখুন (আর্কাইভ) এবং দেখুন (আর্কাইভ)।
ভারতীয় ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচারিত কিছু পোস্ট দেখুন (আর্কাইভ), দেখুন (আর্কাইভ), দেখুন (আর্কাইভ), দেখুন (আর্কাইভ), দেখুন (আর্কাইভ), দেখুন (আর্কাইভ), দেখুন (আর্কাইভ) এবং দেখুন (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডেভিড মিলার হিন্দু ধর্ম গ্রহণ করেননি এবং বিবিসি বাংলাও এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি, বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আলোচিত ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলা’র লোগো রয়েছে।
উক্ত লোগোর সূত্র ধরে বিবিসি বাংলা’র ফেসবুক পেজে অনুসন্ধান করে এসংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া, বিবিসি বাংলা’র ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও এসংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আন্তর্জাতিক ও জাতীয় গণমাধ্যমে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
পাশাপাশি, ডেভিড মিলারের সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতেও (ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স) এসংক্রান্ত কোনো তথ্য নেই।
এরপর, দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ফেসবুক মনিটরিং টুল ব্যবহার করে গত ০২ জুলাই “Muhammad Mahamudul Hasan Muhib” নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সম্ভাব্য প্রথম পোস্টটি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
পোস্টটির ক্যাপশনে সূত্র হিসেবে হাস্যরসাত্মক বা সার্কাজম করতে দেখা যায়।
অর্থাৎ, প্রচারিত ফটোকার্ডটি প্রথমে মজা করে বা সার্কাজম করে প্রচার করা হয়।
মূলত, গত ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ফাইনাল ম্যাচে বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ভারতের কাছে ৭ হারে হারে দক্ষিণ আফ্রিকা। ভারতের সাথে এই হারের পর দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডেভিড মিলার হিন্দু ধর্ম গ্রহণ করেছেন- শীর্ষক একটি তথ্য ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলা’র লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডেভিড মিলারের হিন্দু ধর্ম গ্রহণের দাবিটি মিথ্যা এবং বিবিসি বাংলাও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তৈরি আলোচিত ফটোকার্ডটি প্রথমে সার্কাজম করে ফেসবুকে প্রচার করা হলেও পরবর্তীতে মানুষ তা সত্য ভেবে প্রচার করে।
সুতরাং, বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হারের পর দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডেভিড মিলারের হিন্দু ধর্ম গ্রহণ করার দাবিটি মিথ্যা এবং বিবিসি বাংলা’র লোগো সম্বলিত ফটোকার্ডটি ভুয়া।
তথ্যসূত্র
- BBC Bangla- Facebook Page
- BBC Bangla- Website
- BBC Bangla- Youtube Channel
- Devid Miller- Facebook page, Instagram & X Account
- Muhammad Mahamudul Hasan Muhib- Facebook Post
- Rumor Scanner’s Own Analysis
|